ঢালিউড
‘পেয়ারার সুবাস’ নিয়ে আসছেন জয়া

জয়া আহসান (ছবি: ইনস্টাগ্রাম)
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের ‘বিউটি সার্কাস’ সিনেমা হলে থাকতেই নতুন সুখবর এলো। তার আরেক সিনেমা ‘পেয়ারার সুবাস’ দর্শক মাতাবে আগামী বছরের জানুয়ারিতে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সেরকম পরিকল্পনাই করেছে।
জানা গেছে, নূরুল আলম আতিক পরিচালিত সিনেমাটি বৈবাহিক জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে। এর শুটিং হয়েছে সিরাজগঞ্জ ও পাবনায়। শিগগিরই এটি সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে।

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: ইনস্টাগ্রাম)
‘পেয়ারার সুবাস’ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকে।

জয়া আহসান (ছবি: ইনস্টাগ্রাম)
নূরুল আলম আতিকের প্রথম সিনেমা ‘ডুবসাঁতার’-এ দেখা গেছে জয়াকে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় নূরুল আলম আতিকের দ্বিতীয় সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। ‘পেয়ারার সুবাস’ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার পরিচালিত ‘মানুষের বাগান’।

জয়া আহসান (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে জয়া এখন কলকাতায় অবস্থান করছেন। নাকতলা উদয়ন সংঘের পূজা ঘুরে দেখেছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস