Connect with us

ঢালিউড

নবম সপ্তাহে ‘পরাণ’, হাউজফুল চলছেই

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পরাণ

‘পরাণ’ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ মুক্তির আট সপ্তাহ পূর্ণ করে নবম সপ্তাহে পড়লো। এখনো সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। বেশিরভাগ সিনেমা হলের প্রতিটি শো হাউজফুল যাচ্ছে।

পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্র জানিয়েছে, শুক্রবার (২ সেপ্টেম্বর) থেকে ২৪টি সিনেমা হলে চলছে ‘পরাণ’। এগুলো হলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল (পান্থপথ), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), এসকেএস টাওয়ার (মহাখালী), সনি স্কয়ার (মিরপুর-১) শাখা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), নিউ গুলশান (জিঞ্জিরা), মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মনিহার (যশোর), সংগীতা (খুলনা), চিত্রালী (খুলনা), গ্র্যান্ড রিভার ভিউ (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মম ইন (বগুড়া), রূপকথা (পাবনা), উল্কা (জয়দেবপুর), পূরবী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), পান্না (মুক্তারপুর), তাজ (নওগাঁ)।

পরাণ

‘পরাণ’ সিনেমায় শরিফুল রাজ ও লুৎফর রহমান জর্জ (ছবি: লাইভ টেকনোলজিস)

এসবের মধ্যে রাজশাহী শহরের কাজীহাটা এলাকায় হোটেল গ্র্যান্ড রিভারভিউতে ‘পরাণ’ দিয়ে ২৩০ আসনের পদ্মা সিনেমা হল চালু হয়েছে। সিনেমার প্রধান নায়িকা বিদ্যা সিনহা মিম এবং অভিনেতা রাশেদ মামুন অপু রাজশাহীর মানুষ।

শুধু দেশেই নয়, অস্ট্রেলিয়ার সিডনিতে ভালো চলছে ‘পরাণ’। চলতি মাসের মাঝামাঝি আমেরিকায় মুক্তির কথা রয়েছে। এরপর ইউরোপে যাবে সিনেমাটি।

পরাণ

‘পরাণ’ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

গত ঈদুল আজহায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’। এতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, ইয়াশ রোহান, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জসহ অনেকে।

শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

‘পরাণ’ সিনেমার মৌলিক গান ‘চলো নিরালায়’ এখন সবার মুখে মুখে। অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া গানটি সাধারণ শ্রোতাদের পাশাপাশি তারকাদেরও মন জয় করেছে। ‘চলো নিরালায়’ লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ