Connect with us

ছোটদের সিনেমা

নিউইয়র্কে ‘মুজিব আমার পিতা’কে দেখলেন প্রবাসীরা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মুজিব আমার পিতা
‘মুজিব আমার পিতা’ সিনেমার দৃশ্য (ছবি: ফেসবুক)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমার বিশেষ প্রদর্শনী হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এর নাম ‘মুজিব আমার পিতা’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে এটি।

গত ৮ মে নিউইয়র্কের কুইন্সে বোম্বে থিয়েটার মিলনায়তনে স্থানীয় সময় বিকালে অ্যানিমেটেড সিনেমাটি দেখেছেন অনেক প্রবাসী। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রযোজনায় ‘মুজিব আমার পিতা’ পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা।

সিনেমার শুরুতে দেখা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নদীঘেঁষা গ্রাম থেকে শেখ মুজিবুর রহমানের বেড়ে ওঠা। যেখানে শোনা যায় পাখির ডাক আর নদীর কলকল ধ্বনি। তারুণ্যে তিনি হয়ে ওঠেন একটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও ইতিহাসের মহানায়ক। সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন চিশতী কানন ও ফাহাদ ইবনে কবির।

নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ