Connect with us

ছবি ও কথা

নিউ ইয়র্কে ঝলমলে তানজিন তিশা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ছবি ও কথা

ছবিতে ছবিতে টরন্টোর লালগালিচায় নায়িকা-গায়িকারা

কানাডায় চলছে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। এতে বিভিন্ন শাখায় বড় ক্যানভাসের অনেক সিনেমার প্রদর্শনী হচ্ছে। এগুলোর প্রচারণা করতে লালগালিচায় হাজির হয়েছেন বিখ্যাত নায়িকা-গায়িকারা। ছবিতে দেখুন তাদের ঝলমলে উপস্থিতি।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘আনস্টপেবল’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে জেনিফার লোপেজ। আমেরিকান রেসলার অ্যান্টনি রোবলেসের বায়োপিক এটি। এতে রোবলেসের মা জুডি চরিত্রে অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রী। এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন উইলিয়াম গোল্ডেনবার্গ।

গালা প্রেজেন্টেশন্স শাখায় দেখানো হয়েছে ‘আনস্টপেবল’। এটি প্রযোজনা করেছেন হলিউডের দুই অভিনেতা ম্যাট ডেমন ও জেনিফার লোপেজের প্রাক্তন স্বামী বেন অ্যাফ্লেকের প্রতিষ্ঠান আর্টিস্টস ইক্যুইটি।

লালগালিচায় গোলাপি কাঁধখোলা গাউনে নজর কেড়েছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ।

ফ্লোরেন্স পিউ অভিনীত স্পেশাল প্রেজেন্টেশন্সে রয়েছে ‘উই লিভ ইন টাইম’। আইরিশ নির্মাতা জন ক্রোলির পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড।

স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায় ব্রিটিশ তারকা অরল্যান্ডো ব্লুমের ‘দ্য কাট’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। তাকে শুভেচ্ছা জানাতে লালগালিচায় হাজির হন আমেরিকান গায়িকা কেটি পেরি। আট বছর ধরে তারা একই ছাদের নিচে আছেন। ‘দ্য কাট’ পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতারা শন এলিস।

কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা ডি আরমাস অভিনীত ‘ইডেন’ দেখানো হয়েছে গালা প্রেজেন্টেশন্সে।

আমেরিকান নির্মাতা রন হাওয়ার্ডের পরিচালনায় ‘ইডেন’ সিনেমায় আরো অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী সিডনি সুইনি, ব্রিটিশ অভিনেত্রী ভ্যানেসা কার্বি, ব্রিটিশ অভিনেতা জুড ল, জার্মান-স্প্যানিশ অভিনেতা দানিয়েল ব্রুল। টরন্টোর রয় থমসন হলে এই প্রদর্শনী তারাও ছিলেন।

ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এডগার-জোন্সের নতুন সিনেমা ‘অন সুইফট হর্সেস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায়। এটি পরিচালনা করেছেন আমেরিকান নির্মাতা ড্যানিয়েল মিনাহান।

৮১তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে স্বর্ণসিংহ জয়ী ‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার দুই অভিনেত্রী জুলিয়ান মুর ও টিল্ডা সুইন্টন। টরন্টোতে স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায় দেখানো হয়েছে স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার পরিচালিত ইংরেজি ভাষার সিনেমাটি।

আমেরিকান অভিনেত্রী অ্যামি অ্যাডামসের ‘নাইটবিচ’ দেখানো হয়েছে স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায়।

‘নাইটবিচ’ সিনেমার পরিচালক মারিয়েল হেলারের সঙ্গে অ্যামি অ্যাডামস। লালগালিচায় প্রাণবন্ত লেগেছে এই দুই আমেরিকান তারকাকে।

(বাঁ থেকে) ফরাসি পরিচালক কোরালি ফারজাঁ এবং আমেরিকান দুই অভিনেত্রী ডেমি মুর ও মার্গারেট কোয়ালি। মিডনাইট ম্যাডনেস শাখায় দেখানো হয়েছে তাদের ‘দ্য সাবস্ট্যান্স’। ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে সিনেমাটি।

স্কটিশ অভিনেত্রী কারেন গিলান সন্তানসম্ভবা। বেবি বাম্পেই টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়েছেন তিনি। স্পেশাল প্রেজেন্টেশন্স শাখায় তার অভিনীত ‘দ্য লাইফ অব চাক’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। যুক্তরাষ্ট্রের মাইক ফ্লানাগ্যানের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন টম হিডেলস্টন, শিয়োইটেল এজিওফর ও মার্ক হ্যামিল।

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

টরন্টোতে মসলিন শাড়িতে ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ারে মেহজাবীন

কানাডায় ৪৯তম টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো। স্কটিয়াব্যাংকে বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। ছবিতে দেখুন উৎসবে তার কিছু মুহূর্ত।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মেহজাবীন চৌধুরী।

‘সাবা’ পরিচালক মাকসুদ হোসেনের প্রথম সিনেমা। টরন্টোতে ওয়ার্ল্ড প্রিমিয়ারে দর্শকদের প্রশ্নের উত্তর দেন তিনি। মঞ্চে তখন পাশে ছিলেন মেহজাবীন ও অভিনেতা মোস্তফা মন্ওয়ার।

টরন্টো উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ‘সাবা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহ-প্রযোজক তিনি।

অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটসের সঙ্গে মোস্তফা মন্ওয়ার, মেহজাবীন চৌধুরী ও মাকসুদ হোসেন।

টরন্টোর স্কটিয়াব্যাংকে আজ (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে এবং ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ‘সাবা’র আরো দুটি প্রদর্শনী হবে।

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মসলিন শাড়িতে নজর কেড়েছেন মেহজাবীন।

‘সাবা’ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটি ও মুভেবলফেস্ট প্রতিবেদন প্রকাশ করেছে। এগুলোতে মেহজাবীনের প্রশংসা করা হয়েছে।

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এবারই প্রথম অংশ নিচ্ছেন মেহজাবীন।

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

ছবিতে ছবিতে ভেনিস উৎসবের গোল্ডেন লায়ন ও অন্য বিজয়ীরা

৮১তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামলো। এবারের আসরে গোল্ডেন লায়ন জিতেছে পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’। এটি ইংরেজি ভাষায় এই স্প্যানিশ নির্মাতার প্রথম সিনেমা। গতকাল (৭ সেপ্টেম্বর) ইতালির ভেনিস লিদো শহরে উৎসবের মূলকেন্দ্র পালাৎসো দেল সিনেমার সালা গ্র্যান্দেতে বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। ছবিতে দেখে নিন সমাপনী আয়োজন। 

বিনোদন ডেস্ক

Published

on

সমাপনী আয়োজন সঞ্চালনা করেছেন ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি পিয়েত্রাঞ্জেলো বুত্তাফুয়োকো শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। মঞ্চে মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা।

মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের ও স্বর্ণসিংহ জয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার।

‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার সুবাদে স্বর্ণসিংহ জিতেছেন স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার।

‘দ্য কোয়ায়েট সান’ সিনেমার সুবাদে সেরা অভিনেতা হিসেবে ভলপি কাপ জয়ী ফ্রান্সের ভাঁসো লাঁদো।

অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যানের পক্ষে সেরা অভিনেত্রী ভলপি কাপ গ্রহণ করেন ‘বেবিগার্ল’ সিনেমার ডাচ পরিচালক হালিনা রাইন।

গ্র্যান্ড জুরি প্রাইজ হিসেবে সিলভার লায়ন জয়ী ইতালির ‘ভেরমিলিয়ো’ সিনেমার পরিচালক মাউরা দেলপেরো।

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা পরিচালক পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট।

স্পেশাল জুরি প্রাইজ জয়ী ‘এপ্রিল’ সিনেমার পরিচালক ডেয়া কলামবেগাশভিলি।

‘আই অ্যাম স্টিল হিয়ার’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার পুরস্কার জিতেছেন ব্রাজিলের মুরিলো হাউজার এবং এইতর লরেগা।

‘অ্যান্ড দেয়ার চিলড্রেন আফটার দেম’ সিনেমার সুবাদে সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে মার্সেলো মাস্ত্রোইয়ান্নি অ্যাওয়ার্ড জিতেছেন ফ্রান্সের পল কারচার।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ