গান বাজনা
নিলয় দাশ স্মরণে ঢাকায় কনসার্ট
প্রয়াত গিটারশিল্পী নিলয় দাশের গিটারে তোলা ঐকতান আজো সংগীতানুরাগীদের মনকে নাড়া দেয়। তাঁর ৬২তম জন্মদিন আগামী ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে ‘অ্যা ট্রিবিউট টু নিলয় দাশ’ শীর্ষক কনসার্ট।
ঢাকার ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজের ক্যাফে লা ভেরান্দায় নিলয় দাশ স্মরণে সংগীত পরিবেশন করবেন রংধনু ব্যান্ডের সদস্যরা। কনসার্টের টিকিট পাওয়া যাবে আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি ও গুলশান শাখায়। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।
রংধনু ব্যান্ডের লাইনআপ- মিজানউদ্দিন খান (ভোকাল), রেজাউল রাসেল (গিটার), রিফাত সৌরভ (গিটার), মনোয়ার বাবু (বেজ), ওয়াহিদুল মামুন অপু (কিবোর্ড) ও আবির রয় (ড্রামস)।
১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন নিলয় দাশ। সংগীতজ্ঞ, নজরুল গবেষক-স্বরলিপিকার সুধীন দাশ ও সংগীতশিল্পী নীলিমা দাশের সন্তান তিনি। ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠা তাঁর।
নিলয় দাশকে ভাবা হতো দেশের অন্যতম সেরা গিটারশিল্পী। বন্ধু হ্যাপী আখান্দ স্মরণে তিনি প্রতিষ্ঠা করেন ‘হ্যাপি স্কুল অব মিউজিক’। বাংলাদেশের অনেক সংগীতশিল্পীর হাতেখড়ি হয়েছে এখানে।
গিটারশিল্পী পরিচয় ছাড়াও নিলয় দাশ ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গিটার শিক্ষক। ১৯৮৮ সালে গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর লেখা এবং সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবুর সংগীতায়োজনে সারগামের ব্যানারে প্রকাশিত হয় নিলয় দাশের প্রথম একক অ্যালবাম ‘কত যে খুঁজেছি তোমায়’। এই অ্যালবামের ‘কত যে খুঁজেছি তোমায়’ গানটি সাড়া ফেলে।
নিলয় দাশ দ্বিতীয় একক অ্যালবামের কাজে হাত দেন ১৯৯২ সালে। আর্ক ব্যান্ডের আশিকুজ্জামান টুলুর সংগীত পরিচালনায় ‘বিবাগী রাত’ প্রকাশিত হয়। এর ‘আমার স্বপ্ন নগরীর দরজা খোলা’ গানটি জনপ্রিয় হয়।
ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘স্টারস-১’-এ আশিকুজ্জামান টুলুর সুরে ‘অবহেলা’, ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘দেখা হবে বন্ধু’তে ‘এইটুকু খোলা রেখো পথ’, ‘শুধু তোমার জন্য’ মিক্সড অ্যালবামে ফাহমিদা নবীর সঙ্গে ‘মনে পড়ে গেলো’ এবং ‘কাছে আসার দিন ভালোবাসার দিন’ নামের রোমান্টিক গানের সংকলনে ‘ভালোবাসার দিন’, ‘তোমাকেই প্রয়োজন’, ‘ও তুমি মেয়ে’ শিরোনামের তিনটি গান গেয়েছেন নিলয় দাশ।
২০০৬ সালের ১১ জানুয়ারি চট্টগ্রামের সেন্টার পয়েন্ট হাসপাতালে মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন ক্ষণজন্মা গিটার জাদুকর নিলয় দাশ।
গান বাজনা
২০ কোটির ঘর পেরিয়ে রেকর্ড গড়লো ‘দুষ্টু কোকিল’
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ নতুন রেকর্ড গড়েছে। ইউটিউবে দুই চ্যানেল মিলিয়ে এটি ২০ কোটি বারের বেশি দেখা হয়েছে। দেশীয় সিনেমার গানের এমন কীর্তি এটাই প্রথম।
গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার-সুরকার আকাশ সেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বাংলা সিনেমার প্রথম গান হিসেবে ‘দুষ্টু কোকিল’ ৬৬ দিনে ২০ কোটি বারের বেশি দেখা হয়েছে ইউটিউবে। ধন্যবাদ প্রিয় বাংলা গানের দর্শক শ্রোতা বন্ধুরা। আনন্দ ফিরে আসুক আবার।”
ইউটিউবে চরকি চ্যানেলে ১৩ কোটি ৮০ লাখ বারের বেশি এবং এসভিএফ চ্যানেলে ৬ কোটি ৭০ লাখ বারের বেশি দেখা হয়েছে ‘দুষ্টু কোকিল’। গত ২৬ জুন এটি প্রকাশিত হয়। পর্দায় এতে ঠোঁট মিলিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার রসায়ন দেখা গেছে এই গানে।
সিনেপ্রেমীদের পাশাপাশি দুই বাংলার তারকাদের মন কেড়েছে ‘দুষ্টু কোকিল’। কেউ কেউ গানটির তালে নেচে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। বলিউড অভিনেত্রী সানি লিওনি ইনস্টাগ্রামে একটি রিলে গানটি ব্যবহারের মাধ্যমে নিজের ভালো লাগা প্রকাশ করেছেন।
ঈদুল আজহায় (১৭ জুন) মুক্তির দিন থেকেই দারুণ ব্যবসা করে ‘তুফান’। গত ২৮ জুন বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক সিনেমাহলে মুক্তি পেয়েছে এটি। সর্বশেষ গত ২৩ আগস্ট মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে এই সিনেমা।
‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে মিমি ছাড়াও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা অভিনয় করেছেন। সিআইডি আকরাম চরিত্রে দর্শক মাতিয়েছেন চঞ্চল চৌধুরী। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।
গান বাজনা
বামবার আয়োজনে ‘মুক্তি কনসার্ট’
দেশীয় ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) কয়েক বছর পর কনসার্ট আয়োজন করছে। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ। তাই এর শিরোনাম করা হয়েছে ‘মুক্তি কনসার্ট’।
সব ঠিক থাকলে আগামী ৩১ আগস্ট থাকছে বামবার কনসার্ট। তবে ভেন্যু ও অংশগ্রহণকারী ব্যান্ডের তালিকা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বামবার সভাপতি মাইলসের হামিন আহমেদ ও সহসভাপতি ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপুসহ সংশ্লিষ্টরা এসব বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছেন।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে বামবার ফ্যান পেজ ‘বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’তে কনসার্টের খবর প্রকাশিত হয় গতকাল (১৯ আগস্ট)। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
আশা করা হচ্ছে, বামবার প্রায় সব সদস্য ব্যান্ড কনসার্টে সংগীত পরিবেশন করবে। ফলে দেশসেরা ব্যান্ডগুলোর জনপ্রিয় গান একই আঙিনায় সরাসরি উপভোগের সুযোগ পাবেন দর্শক-শ্রোতারা।
গান বাজনা
‘গেট আপ স্ট্যান্ড আপ’: রবীন্দ্র সরোবরে সংহতি জানাবেন সংগীতশিল্পীরা
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে দেশের সংগীতশিল্পীদের মিলনমেলা হতে যাচ্ছে। আজ (৩ আগস্ট) বিকেল ৩টায় ঢাকার রবীন্দ্র সরোবরে (ধানমণ্ডি ৮/এ) মিলিত হবেন তারা।
দেশের জনপ্রিয় ব্যান্ড, কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকবি ও যন্ত্রশিল্পীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার দিয়েছেন। এর শিরোনাম করা হয়েছে প্রয়াত কিংবদন্তি বব মার্লের বিখ্যাত গান ‘গেট আপ স্ট্যান্ড আপ’।
ফেসবুকে সংহতি জানানোর ঘোষণা দেওয়া ব্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য সোলস, মাইলস, ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীন, চিরকুট, জলের গান, অ্যাশেজ, অ্যাভয়েড রাফা, ইন্দালো।
সুরকার-গীতিকবি প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘এখন কনসার্টের সময় না। আমরা শুধু শান্তিপূর্ণভাবে ছাত্রদের সঙ্গে সংহতি জানাবো।’
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস