Connect with us

ঢালিউড

নিশোর ‘সুড়ঙ্গ’ দেখার অপেক্ষায় অপূর্ব-মেহজাবীন-সিয়াম-মিম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সুড়ঙ্গ’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র অফিসিয়াল পূর্বাভাস সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের বেশিরভাগই একসঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দায়।

দীর্ঘদিনের বন্ধু জিয়াউল ফারুক অপূর্ব শুভকামনা জানিয়েছেন নিশোকে। অপূর্ব নিজের ফেসবুক পেজে ফোরটেস্ট ভিডিও আপলোড করে লিখেছেন, ‘বেস্ট অব লাক।’

‘সুড়ঙ্গ’র পরিচালক রায়হান রাফী ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদের ক্যারিয়ারের প্রথম দুই সিনেমা ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পরিচালক। তার নতুন সিনেমা ‘অন্তর্জাল’ ঈদে মুক্তির মিছিলে রয়েছে। তিনি রায়হান রাফীর পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ভালো লেগেছে। অপেক্ষা করতে পারছি না।’

‘অন্তর্জাল’-এর নায়িকা বিদ্যা সিনহা মিম ছিলেন রায়হান রাফীর সর্বশেষ দুই সিনেমা ‘পরাণ’ ও ‘দামাল’-এর নায়িকা। রাফীর পোস্ট শেয়ার করেছেন তিনি লিখেছেন, ‘অপেক্ষায় আছি, বেস্ট অব লাক।’

আফরান নিশোর সঙ্গে অনেক নাটক-টেলিফিল্মে জুটি বেঁধেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিশোর প্রোফাইল থেকে আপলোড হওয়া ভিডিওটি শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘আফরান নিশো ভাইয়াকে বড় পর্দায় দেখার জন্য এক্সাইটেড।’

‘বেস্ট উইশেস ফর সুড়ঙ্গ’ লিখে ‘সুড়ঙ্গ’র পূর্বাভাস আপলোড করেছেন অভিনেত্রী তানজিন তিশা।

এছাড়া শুভকামনা জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর ও সামিরা খান মাহি, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেতা ইরফান সাজ্জাদসহ অনেকে।

‘সুড়ঙ্গ’তে আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জার রসায়ন দেখা যাবে। অফিসিয়াল পূর্বাভাসের বিভিন্ন দৃশ্যে আরো কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মোস্তফা মনোয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি।

সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেকে স্থানে কয়েক ধাপে সিনেমাটির শুটিং হয়েছে। ‘সুড়ঙ্গ’ যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই স্টুডিওস এবং চরকি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ