Connect with us

ছবি ও কথা

ক্যারিবিয়ান দ্বীপে তাসনিয়া ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামায় অবসর কাটাচ্ছেন। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে বেড়ানোর সময় তোলা নিজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি। স্ক্রল করে একঝলকে দেখে নিন তার বাহামা অ্যালবাম।

  • বাহামার নাসাউয়ে নীল আকাশের নিচে সূর্যের সংস্পর্শে তাসনিয়া ফারিণ। সমুদ্রতীরে নয়নাভিরাম পরিবেশে তোলা নিচের ছবিগুলো ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি।

  • ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামাকে ‘মামা’ হিসেবে রসিকতা করেছেন তাসনিয়া ফারিণ।

  • বাহামার লিটল স্যান সালভাদর দ্বীপটিকে ছবির মতো ভ্রমণ গন্তব্য লেগেছে তাসনিয়া ফারিণের। ‘হাফ মুন কে’ নামেও জায়গাটি পরিচিত। সেখানে তোলা নিচের ছবি দুটি শেয়ার করে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন– বাহামা, দ্বীপ, বেড়ানো, অবসর এবং সমুদ্র ভ্রমণ।

  • বিলাসবহুল কার্নিভাল ক্রুজের অভ্যন্তরে কয়েকটি জায়গায় তোলা নিচের ছবিগুলো শেয়ার করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘একটুখানি স্টাইল।’

  • তাসনিয়া ফারিণের চোখে, সূর্যোদয় ও সূর্যাস্ত দিনের সবচেয়ে সুন্দর সময়। নিচের ছবিটি শেয়ার করে তিনি এই কথা লিখেছেন।

  • জাহাজে পাল তুলে বাহামায় যাওয়ার আনন্দে নিচের ছবিগুলো শেয়ার করেন তাসনিয়া ফারিণ।

  • বাহামার উদ্দেশ্যে যাওয়ার পথে নিচের ছবিগুলো শেয়ার করেন তাসনিয়া ফারিণ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ