Connect with us

ছবি ও কথা

নীল শাড়িতে শাহরুখের মেয়ের জাদু

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বলিউড তারকাদের সন্তানদের মধ্যে সুহানা খানের আলাদা পরিচয়ের দরকার পড়ে না। সুপারস্টার শাহরুখ খান ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরি খান দম্পতির এই মেয়ে আকর্ষণীয় ফ্যাশনের সুবাদে অনায়াসে নজর কেড়ে খবরের শিরোনাম হন। বলিউডে অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণী এবার নীল শাড়িতে নীলাঞ্জনা হয়ে ধরা দিলেন।

সুহানার পরা গাঢ় নীল রঙের শাড়ি ও ঝিকিমিকি নীল ব্লাউজ ডিজাইন করেছেন অর্পিতা মেহতা। চুলগুলো যেন ঢেউ খেলেছে!

সুহানার অলঙ্কারগুলো অম্রপালি জুয়েলসের। তার স্টাইলিস্ট ছিলেন মোহিত রায়। ছবিগুলো তুলেছেন শেল্ডন সান্টোস।

মুম্বাইয়ে সম্প্রতি বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যাপের মেয়ে আলিয়া কাশ্যাপের সঙ্গে শেন গ্রেগোয়ারের বাগদান উদযাপনের অনুষ্ঠানে নীল শাড়িতে হাজির হন সুহানা খান। আলিয়া একজন ইউটিউবার। তার মা অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজ।

আমেরিকার জনপ্রিয় আর্চিস কমিকস অবলম্বনে জোয়া আখতারের পরিচালনায় সিনেমায় দেখা যাবে সুহানাকে। নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে চলতি বছরেই।

‘দ্য আর্চিস’ সিনেমায় সুহানার সহশিল্পীরা হলেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি আগাস্তিয়া নন্দা, মিহির আহুজা, অদিতি সায়গল, যুবরাজ মেন্ডা, বেদাং রায়না।

‘দ্য আর্চিস’ মুক্তির আগে নাম চূড়ান্ত না হওয়া আরেকটি সিনেমায় নাম লিখিয়েছেন সুহানা। এতে শাহরুখের সঙ্গে একফ্রেমে থাকবেন তিনি। সুজয় ঘোষের পরিচালনায় এটি যৌথভাবে প্রযোজনা করবে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ