ওটিটি
‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ ক্ষতি করেছে শরীরের, ক্ষতিপূরণ না দিলে মামলার হুমকি
নেটফ্লিক্সে ২০২১ সালে সাড়া জাগানো দক্ষিণ কোরিয়ান ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’ অবলম্বনে এলো নতুন রিয়েলিটি শো। এর নাম ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’। গত বছর এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি উল্লেখ করে, এটি হতে যাচ্ছে সর্বকালের সবচেয়ে বৃহৎ পরিসরের রিয়েলিটি সিরিজ, যার প্রথম পুরস্কার নগদ ৪৫ লাখ ৬০ হাজার ডলার (৫০ কোটি ২৫ লাখ টাকা)। এতে থাকবে ৪৫৬ জন প্রতিযোগী।
তবে প্রতিযোগিতা আয়োজন করে বিপাকে পড়েছে নেটফ্লিক্স। কারণ কিছু প্রতিযোগী ওটিটি প্ল্যাটফর্মটির বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দিয়েছে। তাদের দাবি, হাইপোথার্মিয়া (শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া), স্নায়ুর ক্ষতি ও ইনজুরির পাশাপাশি অস্বস্তিকর ঠান্ডার কারণে স্বাস্থ্যহানি হয়েছে।
ব্রিটিশ দৈহিক ইনজুরি সংস্থা এক্সপ্রেস সলিসিটরস গত ২৩ নভেম্বর ঘোষণা দিয়েছে, ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় বাজে অভিজ্ঞতার জন্য ক্ষতিপূরণ চাওয়া প্রতিযোগীদের প্রতিনিধিত্ব করছে তারা। আমেরিকান সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এক্সপ্রেস সলিসিটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল স্লেড এক বিবৃতিতে বলেন, ‘আহত প্রতিযোগীদের পক্ষে ক্ষতিপূরণ দাবি করে আমরা রিয়েলিটি সিরিজ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছি। আমাদের জানানো হয়েছে, বিনোদনের নামে প্রতিযোগীদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে নেটফ্লিক্স। প্রযোজনা সংস্থাকে নিশ্চিত করতে হবে, যেকোনো ধরনের অনুষ্ঠানে স্বাস্থ্য ও সুরক্ষার মানদণ্ড যেন বজায় থাকে।’
জানা গেছে, এক্সপ্রেস সলিসিটরস ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজের দুই প্রতিযোগীর প্রতিনিধিত্ব করছে। পাশাপাশি ক্ষতিপূরণ চাইতে পারে এমন সম্ভাব্য অন্যদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যদিও এটি প্রাথমিক পদক্ষেপ, আরও প্রমাণ সংগ্রহের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়েরের পরিকল্পনা রয়েছে।
‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি সিরিজে রয়েছে মোট পাঁচটি পর্ব। গত ২২ নভেম্বর মুক্তি পেয়েছে এটি। ওয়েব সিরিজের মতোই এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪৫৬ জন প্রতিযোগী। এর শুটিং হয়েছে ইংল্যান্ডের বেডফোর্ড শহরের কার্ডিংটন স্টুডিওসে।
এদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজের সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়ে রেখেছে নেটফ্লিক্স। চলতি বছরের জুনে ব্রাজিলে অনুষ্ঠিত নেটফ্লিক্সের টুডুম ইভেন্টে এর নতুন মৌসুমের অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। আগের মৌসুমের কয়েকজন অভিনেতা ফিরছেন সিক্যুয়েলে। সেই সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন কয়েকজন। বিশাল আকৃতির পুতুল ইয়াং হি’র প্রেমিক পুতুল চেওল সু থাকছে এবার।
‘স্কুইড গেম’ ওয়েব সিরিজে দেখা যায়, জীবনযুদ্ধে পরাজিত ও ধারদেনায় বিপর্যস্ত ৪৫৬ জন প্রতিযোগীর গল্প। তাদের টাকার লোভ দেখিয়ে মরণপণ খেলায় নামিয়ে দেওয়া হয়। জিতলে বেঁচে থাকার অধিকার আর হারলে মৃত্যু অবধারিত। একপর্যায়ে প্রতিযোগীরা একে অপরকে মেরে ফেলার নির্মম খেলা শুরু করে। শেষ পর্যন্ত জয়ী প্রতিযোগী সাং জি-হান পায় নগদ ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন। দ্বিতীয় মৌসুমেও এ চরিত্রে অভিনয় করবেন লি জং-জে। মুখোশধারী দ্য ফ্রন্ট ম্যানের ভূমিকায় ফিরছেন লি বায়ুং হান। দ্য ফ্রন্ট ম্যানের ভাই পুলিশ কর্মকর্তা হোয়াং জুন-হো চরিত্রে ফিরছেন ওয়াই হা জুন। বর্গাকার আকৃতির ভাঁজ করা লাল-নীল কাগজ খেলার প্রতিনিধি হিসেবে গং ইয়ু’র ফেরা নিশ্চিত করা হয়েছে। ‘স্কুইড গেম টু’তে যুক্ত হচ্ছেন কোরিয়ান চার অভিনেতা ইম সি-ওয়ান, কাঙ হা নিউল, পার্ক সং হুন এবং ইয়াং দং গেন।
২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তির পর ‘স্কুইড গেম’কে ঘিরে বিশ্বজুড়ে ঝড় ওঠে। প্রথম ২৮ দিনেই ১৬৫ কোটি ঘণ্টা দেখা হয়েছে এই ওয়েব সিরিজ। নেটফ্লিক্সের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাফল্য। তাই এর দ্বিতীয় মৌসুমের জন্য মুখিয়ে আছে সারাবিশ্বের দর্শক। সেই অপেক্ষার অবসান হবে ২০২৪ সালে। কোরিয়ান সিরিজটির দ্বিতীয় মৌসুমও পরিচালনা করছেন হোয়াং ডং হিউক। গল্পকার এবং নির্বাহী প্রযোজক তিনিই।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস