Connect with us

ওটিটি

নেটফ্লিক্সে কারিনা এখন ১৩টি দেশে শীর্ষে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান (ছবি: নেটফ্লিক্স)

ওটিটি প্ল্যাটফর্মে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের অভিষেক হলো দারুণভাবে। বলা যায়, প্রথম বলেই ছক্কা হাঁকালেন তিনি। গত ২১ সেপ্টেম্বর এই তারকার জন্মদিনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত রহস্য থ্রিলার ‘জানে জান’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মা। তাদের এই সিনেমা এখন বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। দর্শকেরা কিন অভিনয়শিল্পীর ভূয়সী প্রশংসা করেছেন।

সুজয় ঘোষ পরিচালিত ‘জানে জান’ নেটফ্লিক্সে মুক্তির প্রথম দিন থেকেই ভারতে ট্রেন্ডিংয়ে রয়েছে। শুধু কারিনার নিজের দেশেই নয়, এখন বিশ্বের ৫২টি দেশে শীর্ষ ১০ এবং এরমধ্যে ১৩টি দেশে এক নম্বরে আছে ‘জানে জান’। সব মিলিয়ে ৮১ লাখ ভিউয়ারশিপ পেয়েছে এটি।

(বাঁ থেকে) জয়দীপ আহলাওয়াত, কারিনা কাপুর খান এবং বিজয় ভার্মা (ছবি: ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় পরিচালক সুজয় ঘোষ লিকেছেন, ‘৫২টি দেশ, বিশ্বাস হচ্ছে না! বিশ্বের বিভিন্ন দেশের দর্শকেরা সিনেমাটি উপভোগ করছেন, এজন্য আমি খুবই আনন্দিত। তিন অভিনয়শিল্পীর অভিনয় এবং গল্পসহ কী কী ভালো লেগেছে সেই বিষয়ে অনেকের মেসেজ পেয়ে মন ভরে গেছে। ১১ বছর আগে শুরু করা প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। কারিনা, জয়দীপ এবং বিজয় গল্পটিকে পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করি, নেটফ্লিক্সে এই একতরফা প্রেমের গল্প আরো অনেক দর্শক দেখবেন এবং এটি চিরকাল ট্রেন্ডিংয়ে থাকবে, যেমন মায়ার প্রতি নরেনের ভালোবাসা!’

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান ও বিজয় ভার্মা (ছবি: নেটফ্লিক্স)

নেটফ্লিক্স ইন্ডিয়ার সহ-সভাপতি (কন্টেন্ট) মনিকা শেরগিল জানান, অ-ইংরেজি সিনেমার বৈশ্বিক শীর্ষ ১০ তালিকায় ‘জানে জান’ মুক্তির চার দিনের মধ্যে এক নম্বরে উঠে গেছে।

২০০৫ সালে প্রকাশিত জাপানি কথাসাহিত্যিক কেইগো হিগাশিনোর জনপ্রিয় উপন্যাস ‘ডেভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে ভারতের কালিমপং শহরের প্রেক্ষাপটে সাজানো হয়েছে সিনেমাটি। ‘জানে জান’ সিনেমায় মায়া ডি’সুজা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। একমাত্র মেয়েকে নিয়ে কালিম্পংয়ে একা থাকেন তিনি। একটি রেস্তোরাঁ চালান। তার প্রতিবেশী নরেন পেশায় শিক্ষক। মায়াকে একতরফা ভালোবাসে লোকটি। মায়ার স্বামী অর্থলোভী পুলিশ অজিত। ঘটনাক্রমে অজিত খুন হয়। পুলিশের চোখে মূল সন্দেহভাজন মায়া। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্তেকাম’ সিনেমায় লতা মঙ্গেশকরের গাওয়া ‘আ জানে জান’-এর নতুন সংস্করণ রয়েছে সিনেমাটিতে।

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান (ছবি: নেটফ্লিক্স)

কারিনা সম্প্রতি হানসাল মেহতা পরিচালিত ‘দ্য বাকিংহ্যাম মার্ডারস’ সিনেমার কাজ শেষ করেছেন। এতেও তাকে দেখা যাবে এক মায়ের চরিত্রে। এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান (ছবি: নেটফ্লিক্স)

কারিনার হাতে আরো আছে রাজ কৃষ্ণান পরিচালিত ‘দ্য ক্রু’ সিনেমাটি। এর গল্প তিন পরিশ্রমী নারীকে কেন্দ্র করে। অন্য দুই নারীর ভূমিকায় থাকছেন টাবু ও কৃতি স্যানন। তাদের সহশিল্পীরা হলেন রাজকুমার রাও, দিলজিৎ দোশাঞ্জ ও কপিল শর্মা।

‘জানে জান’ সিনেমায় কারিনা কাপুর খান (ছবি: নেটফ্লিক্স)

বড় পর্দায় কারিনার সর্বশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ (২০২২) বক্স অফিসে আহামরি সাফল্য পায়নি।

ওটিটি

আধুনিক বাংলা হোটেলে কী খাওয়াবেন মোশাররফ করিম!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মোশাররফ করিম (ছবি: চরকি)

নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হলেন মোশাররফ করিম। এর নাম রাখা হয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’। এটি পরিচালনা করবেন কাজী আসাদ। ইতোমধ্যে শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে।

‘আধুনিক বাংলা হোটেল’-এ মোশাররফ করিমের চরিত্রটি কেমন তা জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি এই নামের একটি হোটেল মালিকের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হবেন।

নতুন ওয়েব সিরিজটি চরকির জন্য তৈরি হচ্ছে। এর আগে ‘দাগ’ ওয়েব ফিল্মের মাধ্যমে এই ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে মোশাররফ করিমকে। তিনি বলেন, ‘চরকির কন্টেন্ট বরাবরই দারুণ ও চমকপ্রদ হয়। ইন্টারেস্টিং একটি গল্পের মাধ্যমে চরকি সিরিজে অভিনয় করার ইচ্ছে ছিলো আমার। তরুণ প্রতিভাবান কাজী আসাদের মাধ্যমে সেই সুযোগ পেয়ে গেলাম। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।’

কাজী আসাদ ও মোশাররফ করিম (ছবি: চরকি)

ওয়েব সিরিজটির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মোশাররফ ও নির্মাতার সঙ্গে উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি এবং হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি।

রেদওয়ান রনি ও মোশাররফ করিম (ছবি: চরকি)

রেদওয়ান রনি বলেন, ‘গুণী অভিনেতা মোশাররফ করিম ও তরুণ মেধাবী নির্মাতা কাজী আসাদের এই সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী।’

পড়া চালিয়ে যান

ওটিটি

‘একটি খোলা জানালা’র ভয়জাগানিয়া ট্রেলার, নার্স চরিত্রে ফারিণ-নাদিয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘একটি খোলা জানালা’র দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: কেএস ফিল্মস)

মুষলধারে বৃষ্টি পড়ছে। ‘নাগ পূর্ণিমা’ সিনেমার বিলবোর্ড দেখা যাচ্ছে। সামনে একটি গাড়ি দাঁড়ানো। ভেতরে বসে আছে একজন লোক। নেপথ্যে নারীকণ্ঠে শোনা যায়, ‘একজন ভয়ংকর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে।’ হঠাৎ রক্তাক্ত অবস্থায় একজন নার্স গাড়ির জানালায় হাত রেখে বলতে থাকে, ‘বাঁচাও, বাঁচাও!’ এটি ‘একটি খোলা জানালা’ নামের শর্টফিল্মের ট্রেলারে দেখা গেছে এমন রহস্যময় ও ভয়জাগানিয়া কয়েকটি দৃশ্য। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

গতকাল (৬ জুলাই) রাতে ‘একটি খোলা জানালা’র ১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয়েছে। এতে প্রধান তিনটি নারী চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সালহা খানম নাদিয়া ও ফারিয়া শামস সেঁওতি। তাদের মধ্যে ফারিণ ও নাদিয়াকে দেখা যাবে নার্স চরিত্রে।

‘একটি খোলা জানালা’র দৃশ্য (ছবি: কেএস ফিল্মস)

গল্পটি কেশবগঞ্জ মানসিক হাসপাতালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। টিজারে সেই ইঙ্গিত দেওয়ার পর টিভি পর্দা থেকে ভেসে আসে সংবাদ পাঠিকার বর্ণনা, ‘কেশবগঞ্জের একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে মডার্ন হাসপাতালের নার্স শেফালীর মরদেহ।’ সিরিয়াল কিলারের পরের টার্গেট কে?

‘একটি খোলা জানালা’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও ফারিয়া শামস সেঁওতি (ছবি: কেএস ফিল্মস)

এদিকে এক নার্সের ওপর স্বামীর নির্যাতনের দৃশ্য দেখা যায়। অন্যদিকে আরেক নার্সকে বিয়ের প্রস্তাব দেন হাসপাতালে শয্যাশায়ী এক বৃদ্ধ লোক। এরমধ্যে জানা যায় ৭ ফুট লম্বা খলিল উল্লাহ নামের একজনের কথা। সে আজিমপুর কবরস্থানের মাটি খুঁড়ে আনা লাশ থেকে নখ দিয়ে কলিজা বের করে লবণ মেখে খেয়ে ফেলে! হঠাৎ ঝড় এসে আলো নিভে যায়। ঝড়ো হাওয়ায় একটি জানালা খুলে যায়! খলিলউল্লাহর এই ঘটনা কি সত্যি? টিজারের শেষ দৃশ্যে এক নারী বলতে তাকে, ‘খলিলউল্লাহ সামনে এলেই বুঝবা গল্প সত্য না মিথ্যা!’ এরপর ফারিণ ঘুরে ক্যামেরায় তাকাতেই ভয়ে আঁতকে ওঠেন।

‘একটি খোলা জানালা’র দৃশ্যে সালহা খানম নাদিয়া (ছবি: কেএস ফিল্মস)

প্রয়াত আমেরিকান চিত্রনাট্যকার ও পরিচালক জেমস ব্রিজেসের গল্প অবলম্বনে তৈরি হয়েছে অ্যাকশন, থ্রিলার/সাসপেন্স, ক্রাইম ধাঁচের শর্টফিল্ম ‘একটি খোলা জানালা’। কেএস ফিল্মসের প্রযোজনায় এর শিল্প নির্দেশনা দিয়েছেন আলভিরা তাসনিম।

‘একটি খোলা জানালা’য় তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া (ছবি: কেএস ফিল্মস)

শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে ‘একটি খোলা জানালা’।

পড়া চালিয়ে যান

ওটিটি

মাধুরী ও ইমরান হাশমির সিনেমার পরিচালকের সিরিজে শুভ?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ভারতে নতুন একটি ওয়েব সিরিজ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সব ঠিক থাকলে এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ। তার বিপরীতে দেখা যেতে পারে ওপার বাংলার এই প্রজন্মের অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। চমকপ্রদ তথ্য হলো, ওয়েব সিরিজটি পরিচালনা করবেন সৌমিক সেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘গুলাব গ্যাং’-এ অভিনয় করেন মাধুরী দীক্ষিত। এরপর ‘হোয়াইট চিট ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করেন ইমরান হাশমি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন ওয়েব সিরিজটির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়েছে। শুভ ও সৌরসেনীর সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন সৌমিক সেন। শিগগিরই শুটিং শুরু হওয়ার কথা।

সৌরসেনী মৈত্র (ছবি: ইনস্টাগ্রাম)

গত বছর নেটফ্লিক্সের প্রশংসিত ওয়েব সিরিজ ‘জুবিলি’র পর অন্যতম গল্পকার ও চিত্রনাট্যকার সৌমিক সেন। এতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা। এতে হিমাংশু রায়-দেবিকা রানির উত্থানসহ বলিউডের শুরুর দিক তুলে ধরা হয়।

আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

শোনা যাচ্ছে, ওয়েব সিরিজটি প্রযোজনা করবেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। এটি মুক্তি পেতে পারে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে।

সৌরসেনী মৈত্র (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে ঢালিউডে আরিফিন শুভ অভিনীত নতুন দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে ‘নূর’ পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে আরো অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্যদিকে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’তে শুভর নায়িকা থাকছেন ‘কাজলরেখা’ তারকা মন্দিরা চক্রবর্তী।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ