Connect with us

বলিউড

নেটফ্লিক্সে ২০০ কোটি রুপিতে ‘হীরামন্দি’, বানসালির পকেটে ৬৫ কোটি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সঞ্জয়লীলা বানসালি
সঞ্জয়লীলা বানসালি (ছবি: টুইটার)

বিশ্বব্যাপী ব্লকবাস্টার দেওয়ার সক্ষমতার ব্যাপারে বলিউডের নামজাদা নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ওপর বেশ আস্থা আছে নেটফ্লিক্সের। তাই ৫৯ বছর বয়সী এই পরিচালকের ‘হীরামন্দি’র জন্য বিশাল বরাদ্দ দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।

সিনেমাটির বাজেট ধরা হয়েছে ২০০ কোটি রুপি। তবে বানসালির সম্মানি এতে নেই! তাকে আলাদাভাবে ৬০-৬৫ কোটি রুপি দেওয়া হবে।

জানা গেছে, ‘হীরামন্দি’ পরিচালনার জন্য ৬০-৬৫ কোটি রুপি পকেটে ভরতে যাচ্ছেন বানসালি। বাকি ২০০ কোটি রুপি শুটিং ও অভিনয়শিল্পীদের সম্মানীর পেছনে ব্যয় হবে।

শোনা যাচ্ছে, তারকাবহুল ‘হীরামন্দি’তে সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, হুমা কুরেশি এবং রিচা চাড্ডাকে দেখা যেতে পারে। তারা সবাই কম সম্মানীতে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন। বানসালি বলে কথা! এখন অভিনেতাদের এখন চূড়ান্ত করা হচ্ছে।

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত সবশেষ সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ