বলিউড
নোরাকে প্রচারণার জন্য কয়েকজন নায়কের সঙ্গে ডেটিং করতে বলা হয়েছিলো
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2023/08/363353046_2527429834100576_1561254731944591583_n.jpg)
নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)
বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি। তার দাবি, প্রচারণার জন্য নির্দিষ্ট কিছু অভিনেতার সঙ্গে ডেটিংয়ে যেতে তাকে ক্রমাগত বলা হতো। কিন্তু ৩১ বছর বয়সী এই অভিনেত্রী সেসব প্রত্যাখ্যান করেছেন।
বলিউড ভিত্তিক টিভি চ্যানেল জুম এন্টারটেইনমেন্টকে দেওয়া সাক্ষাৎকারে নোরা বলেন, “আমাকে ক্রমাগত বলা হয়েছিলো, ‘জানো তো, জনসংযোগের জন্য নির্দিষ্ট মানুষ এবং অভিনেতার সঙ্গে ডেটিং করা উচিত।’ কখনোই এসব কথা পাত্তা দেইনি। আমি খুবই আনন্দিত কারণ এখন আমি ধারা তৈরি করি এবং নিজের নামেই কাজ করি। আমার সাফল্য অন্য কারো কিংবা কোনো নায়কের কারণে আসেনি। এটা পুরোপুরি আমার নিজের চেষ্টার ফল। তাই আমি খুব গর্বিত।”
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2023/08/363347639_824472339049910_764942416101361435_n.jpg)
নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)
নোরা আরো উল্লেখ করেন, গান ও রিয়েলিটি শোতে কাজ না করতে অনেকে পরামর্শ দিয়েছিলো তাকে। কিন্তু তিনি সেসব উপেক্ষা করেছেন। অন্য একটি দুয়ার খোলার দিকে মনোযোগ ছিলো তার। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছাতে চেয়েছেন তিনি। যারা তাকে কেবল একটি বিষয়ে ফোকাস করতে বলেছিলো, তিনি তাদের কথাকে গুরুত্ব দেননি।
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2023/08/322943077_560308985670425_4950637929439056634_n.jpg)
নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)
নোরার কথায়, “অনেক কিছুতেই কর্ণপাত না করার ফলে আজকের অবস্থানে আসতে পেরেছি। এরমধ্যে একটি ছিলো, গান না গাওয়া। আরেকটি হলো, রিয়েলিটি শোতে না যাওয়া। ‘দিলবার’ গানের সাফল্যের পর একজনকে বলেছিলাম, এখন আমি আরেকটি দুয়ার খোলার দিকে মনোযোগ দিতে চাই। বিশ্ব মঞ্চে পৌঁছানোর লক্ষ্য আমার। ভারতীয় শোবিজে কাজ করবো, বাইরের দেশেও করবো। কিন্তু তিনি যেকোনো একটি দিকে ফোকাস করার পরামর্শ দেন। এমন মন্তব্য আমার ভালো লাগেনি। তাই আমি নিজের মতো এগিয়েছি এবং একইসঙ্গে আন্তর্জাতিক কাজ শুরু করি। এটি আমার জন্য দারুণ কাজে এসেছে।”
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2023/08/349660824_1287829755146095_434114272879343477_n.jpg)
নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)
নোরা ফাতেহি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম সিনেমায় আইটেম গানে নেচেছেন। এবার তেলুগু সিনেমায় অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার। অভিনয়ের পাশাপাশি ‘মটকা’ সিনেমায় একটি আইটেম গানে নাচবেন তিনি। করুণা কুমারের পরিচালনায় দক্ষিণী তারকা বরুণ তেজের বিপরীতে দেখা যাবে তাকে। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বন্দর নগরী বিশাখাপত্তনমে ১৯৫৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সময়ের গল্প থাকবে এই সিনেমায়। সারাভারত নাড়িয়ে দেওয়া একটি সত্যি ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য।
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2023/08/329049740_1265545224397826_364740719201585052_n.jpg)
নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)
এছাড়া নোরা এখন অ্যামাজন মিনিটিভির রিয়েলিটি শো ‘হিপ হপ ইন্ডিয়া’য় অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটি সবচেয়ে বৃহৎ হিপ-হপ পারফরম্যান্সের সুবাদে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। নোরার পাশাপাশি এতে যুক্ত আছেন ভারতীয় কোরিওগ্রাফার-ফিল্মমেকার রেমো ডি’সুজা।
![](https://www.cinemawalanews24.com/wp-content/uploads/2023/08/355486657_807262724104205_4912281075123152936_n.jpg)
নোরা ফাতেহি (ছবি: ফেসবুক)
মরক্কোর বংশোদ্ভুত নোরা ফাতেহি বেড়ে উঠেছেন কানাডায়। তিনি একাধারে মডেল, নৃত্যশিল্পী, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। ভারতের হিন্দি, তেলুগু, তামিল ও মালায়লাম সিনেমায় আইটেম গানে দেখা গেছে তাকে। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে নাচের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। ইউটিউবে এটি দেখা হয়েছে ১০০ কোটি বারের বেশি। ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমায় তার নাচে সাজানো ‘কুসু কুসু’ শিরোনামের একটি গানও জনপ্রিয়তা পেয়েছে। গত বছর ‘থ্যাংক গড’ সিনেমার ‘মানিকে মাগে’ এবং ‘অ্যান অ্যাকশন হিরো’র ‘জেহদা নেশা’ গানে তার নাচ আলোচিত হয়েছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস