Connect with us

বলিউড

নোরার ১৪ লাখ রুপির পোশাক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

নোরা ফাতেহি

নোরা ফাতেহি (ছবি: ইনস্টাগ্রাম)

সাজগোজ নিয়ে মাঝে মধ্যে নিরীক্ষা করে থাকেন বলিউড তারকা নোরা ফাতেহি। তার পোশাকে বরাবরই দারুণ ঝলমলে আবহ ধরে দেয়। ৩০ বছর বয়সী এই মডেল-অভিনেত্রীর আলমারি ভর্তি দামি সব পোশাক। সেসব পরে বাইরে বেরোলে সবার চোখ আটকে যায় তার দিকে। সেই তালিকায় যুক্ত হলো আরেকটি।

বিখ্যাত দুই ব্র্যান্ড ফেন্ডি ও ভারসেসের যৌথভাবে তৈরি করা বারোক প্রিন্টের কালো ও সোনালি রঙের পোশাকটিকে বলা হচ্ছে ফেনডেস। স্ফটিকও ব্যবহার হয়েছে এতে। এর মূল্য ১৩ লাখ ৬২ হাজার রুপি। গত ১২ মে এটি বাজারে আসে।

নোরার হিলজোড়া দিয়েছে ভারসেস। জুতার দাম ১ লাখ ২৩ হাজার ৭০০ রুপি।

নোরা ফাতেহি

নোরা ফাতেহি (ছবি: ইনস্টাগ্রাম)

নিজেকে সাজাতে নোরা ব্যবহার করেছেন গোল স্বর্ণের কানের দুল, গলার হার, হীরা আকৃতির ব্রেসলেট ও হাতকড়া আকৃতির অ্যাক্সেসরিজ।

নাচের রিয়েলিটি টিভি শো ‘ড্যান্স দিওয়ানে জুনিয়রস’-এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে দামি পোশাকটি ও এসব গহনা ব্যবহার করেছেন নোরা।

নোরা ফাতেহি

নোরা ফাতেহি (ছবি: ইনস্টাগ্রাম)

সম্প্রতি ‘ডার্টি লিটল সিক্রেট’ শিরোনামে নিজের গাওয়া গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন নোরা। এটি পরিচালনাও করেছেন তিনি। এটি তার তৃতীয় গাওয়া গান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ