বলিউড
নোরার ১৪ লাখ রুপির পোশাক
সাজগোজ নিয়ে মাঝে মধ্যে নিরীক্ষা করে থাকেন বলিউড তারকা নোরা ফাতেহি। তার পোশাকে বরাবরই দারুণ ঝলমলে আবহ ধরে দেয়। ৩০ বছর বয়সী এই মডেল-অভিনেত্রীর আলমারি ভর্তি দামি সব পোশাক। সেসব পরে বাইরে বেরোলে সবার চোখ আটকে যায় তার দিকে। সেই তালিকায় যুক্ত হলো আরেকটি।
বিখ্যাত দুই ব্র্যান্ড ফেন্ডি ও ভারসেসের যৌথভাবে তৈরি করা বারোক প্রিন্টের কালো ও সোনালি রঙের পোশাকটিকে বলা হচ্ছে ফেনডেস। স্ফটিকও ব্যবহার হয়েছে এতে। এর মূল্য ১৩ লাখ ৬২ হাজার রুপি। গত ১২ মে এটি বাজারে আসে।
নোরার হিলজোড়া দিয়েছে ভারসেস। জুতার দাম ১ লাখ ২৩ হাজার ৭০০ রুপি।
নিজেকে সাজাতে নোরা ব্যবহার করেছেন গোল স্বর্ণের কানের দুল, গলার হার, হীরা আকৃতির ব্রেসলেট ও হাতকড়া আকৃতির অ্যাক্সেসরিজ।
নাচের রিয়েলিটি টিভি শো ‘ড্যান্স দিওয়ানে জুনিয়রস’-এ বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে দামি পোশাকটি ও এসব গহনা ব্যবহার করেছেন নোরা।
সম্প্রতি ‘ডার্টি লিটল সিক্রেট’ শিরোনামে নিজের গাওয়া গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন নোরা। এটি পরিচালনাও করেছেন তিনি। এটি তার তৃতীয় গাওয়া গান।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস