Connect with us

বলিউড

‘পরিণীতা’ সিনেমার পরিচালক মারা গেছেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

প্রদীপ সরকার (১৯৫৫-২০২৩)

ভারতের প্রবীণ ফিল্মমেকার প্রদীপ সরকার আর নেই। আজ (২৪ মার্চ) ভোরে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

জানা গেছে, প্রদীপ সরকার ডায়ালাইসিসে ছিলেন। রাত ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বিকেল ৪টায় মুম্বাইয়ের সান্তাক্রুজে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রদীপ সরকারের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক হানসাল মেহতা। এরপর শোক প্রকাশ করেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

‘পরিণীতা’ সিনেমায় বিদ্যা বালান

২০০৫ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন প্রদীপ সরকার। এটি সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ব্যবসাসফল হয়। সিনেমাটির মাধ্যমে বিদ্যা বালানের অভিষেক হয় রুপালি পর্দায়। এতে আরো অভিনয় করেন সঞ্জয় দত্ত ও সাইফ আলি খান।

১৯৫৫ সালের ৩০ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন প্রদীপ সরকার। তার পরিচালিত সিনেমার তালিকায় রয়েছে ‘লাগা চুনারি মে দাগ’ (রানি মুখার্জি), ‘লাফাঙ্গে পারিন্দে’ (দীপিকা পাড়ুকোন), ‘মারদানি’ (রানি মুখার্জি) এবং ‘হেলিকপ্টার ইলা’ (কাজল)।

প্রদীপ সরকারের সঙ্গে রানি মুখার্জি (ছবি: টুইটার)

সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছেন প্রদীপ সরকার। তার ওয়েব সিরিজগুলো হলো ‘কোল্ড লাচ্ছি অউর চিকেন মাসালা’, ‘অ্যারেঞ্জড ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দুরাঙ্গা’।

গত বছর অভিনেত্রী প্রিয়া রাজবংশের বায়োপিক পরিচালনার পরিকল্পনা করেছিলেন প্রদীপ সরকার। এতে নাম ভূমিকায় জ্যাকলিন ফার্নান্দেজকে নেওয়া হয়। কিন্তু পরে আর কাজটি এগোয়নি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ