Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

পাকিস্তানি ছবির কান জয়

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আলিনা খান ও সায়েম সাদিক

কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে আলিনা খান ও সায়েম সাদিক (ছবি: কান উৎসব)

গ্রে স্টুডিও

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে অফিসিয়াল সিলেকশনে পাকিস্তানের প্রথম ছবি হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে সায়েম সাদিকের ‘জয়ল্যান্ড’। এবার এটি জিতলো আঁ সার্তে রিগা শাখার জুরি প্রাইজ। শুক্রবার (২৭ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিট) ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘জয়ল্যান্ড’ সায়েম সাদিকের প্রথম চলচ্চিত্র। ফলে ক্যামেরা দ’র (সোনার ক্যামেরা) পুরস্কারের দৌড়ে ফেবারিট হয়ে গেলেন তিনি।

‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা

কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে ‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা (ছবি: কান উৎসব)

গত ২৩ মে দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) সাল দুবুসিতে ‘জয়ল্যান্ড’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। পাকিস্তানের লাহোরে শ্রমিক শ্রেণির একজন বিবাহিত পুরুষ ও একজন উচ্চাকাঙ্ক্ষী ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠাকে কেন্দ্র করে ছবিটির গল্প।

অনেক চলচ্চিত্র বোদ্ধার ধারণা ছিল, সায়েম সাদিকের হাতে উঠবে সেরা চলচ্চিত্রের পুরস্কার। কিন্তু আঁ সার্তে রিগা শাখার সর্বোচ্চ স্বীকৃতি জিতেছে ‘দ্য ওর্স্ট ওয়ানস’। এটি পরিচালনা করেছেন ফরাসি দুই নারী লিজ আকোকা এবং রোমান গিউরে। এটাই তাদের পরিচালিত প্রথম ছবি। ক্যামেরা দ’র (সোনার ক্যামেরা) পুরস্কারের দৌড়ে ফেবারিট এই দুই তরুণীও।

‘দ্য ওর্স্ট ওয়ানস’-এর গল্প একটি চলচ্চিত্রের দৃশ্যধারণকে কেন্দ্র করে। ফ্রান্সের উত্তরে শ্রমিক শ্রেণির বাসিন্দাদের এলাকায় কাজ করার জন্য অপেশাদার অভিনয়শিল্পীদের খুঁজতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে এই ইউনিট। লিলি, রায়ান, মেলিস ও জেসিকে নির্বাচন করা হয়। আশেপাশের সবাই হতবাক হয়, কেন শুধু “সবচেয়ে খারাপ” কে নিবেন?

সেরা অভিনয়ের জন্য যৌথভাবে পুরস্কার পেয়েছেন লুক্সেমবুর্গের অভিনেত্রী ভিকি ক্রিপস এবং ফরাসি উদীয়মান তারকা আদম বেসা। অস্ট্রিয়ার মারি ক্রুয়েৎজার পরিচালিত ‘করসেজ’ ছবিতে অনবদ্য অভিনয় করেছেন ভিকি ক্রিপস। অন্যদিকে তিউনিসিয়ার ছবি ‘হারকা’য় দারুণ অভিনয় করেছেন আদম বেসা।

‘মেট্রোনম’ ছবির জন্য সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন রোমানিয়ার আলেকসান্দ্রু বেল্ক। এটাই তার পরিচালিত প্রথম ছবি। ফিলিস্তিনের নারী পরিচালক মাহা হাজ ‘মেডিটেরানিয়ান ফিভার’ ছবির জন্য সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছেন। ফেভারিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে লোলা কিভোরনের ‘রোডিও’কে।

এবারের আঁ সার্তে রিগা শাখায় বিচারকদের প্রধান ছিলেন ইতালিয়ান অভিনেত্রী ভালেরিয়া গলিনো। তার নেতৃত্বে কাজ করেছেন আমেরিকান পরিচালক ডেব্রা গ্রানিক, অভিনেত্রী জোয়ানা কুলিগ, ফরাসি অভিনেতা-গায়ক বেঞ্জামা বিয়োলে এবং ভেনেজুয়েলার অভিনেতা-প্রযোজক এডগার রামিরেজ।

৭৫তম কানের আঁ সার্তে রিগায় প্রতিযোগিতায় ছিল মোট ২০টি ছবি। এরমধ্যে ৭টিই বিভিন্ন দেশের পরিচালকদের প্রথম কাজ। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় ম্যাথিউ ভাডেপিড পরিচালিত ‘ফাদার অ্যান্ড সোলজার’।

আগামী ১ জুন থেকে ৭ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসের রুফলে মেডিসিস প্রেক্ষাগৃহে আঁ সার্তে রিগা শাখার সব ছবির প্রদর্শনী হবে।

আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা

পালে দে ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসিতে আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা (ছবি: কান উৎসব)

আঁ সার্তে রিগা বিজয়ী তালিকা
আঁ সার্তে রিগা প্রাইজ
দ্য ওর্স্ট ওয়ানস (পরিচালক: লিজ আকোকা এবং রোমান গিউরে, ফ্রান্স)

জুরি প্রাইজ
জয়ল্যান্ড (পরিচালক: সায়েম সাদিক, পাকিস্তান)

সেরা পরিচালক
আলেকসান্দ্রু বেল্ক (সিনেমা: মেট্রোনম, রোমানিয়া)

সেরা চিত্রনাট্য
মেডিটেরানিয়ান ফিভার (পরিচালক: মাহা হাজ, ফিলিস্তিন)

সেরা অভিনয়
ভিকি ক্রিপস (সিনেমা: করসেজ) এবং আদম বেসা (সিনেমা: হারকা)

জুরি ফেভারিট অ্যাওয়ার্ড
রোডিও (পরিচালক: লোলা কিভোরন)

  • আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা

    পালে দে ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসিতে আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা (ছবি: কান উৎসব)

  • ‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা

    কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে ‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা (ছবি: কান উৎসব)

  • আলিনা খান ও সায়েম সাদিক

    কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে আলিনা খান ও সায়েম সাদিক (ছবি: কান উৎসব)

  • আলিনা খান ও সায়েম সাদিক

    কান ফিল্ম ফেস্টিভ্যালের ফটোকলে আলিনা খান ও সায়েম সাদিক (ছবি: কান উৎসব)

  • আঁ সার্তে রিগা শাখায় বিচারকরা ও বিজয়ীরা
  • ‘জয়ল্যান্ড’ সিনেমার কলাকুশলীরা
  • আলিনা খান ও সায়েম সাদিক
  • আলিনা খান ও সায়েম সাদিক

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: কোন বিভাগে পুরস্কার পেলো কোন সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের বিজয়ী ও বিচারকরা (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের সমাপনী হলো। দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যালে গত ১৪ মে এর পর্দা ওঠে। গতকাল (২৫ মে) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ১২ দিনের এই আয়োজন সমাপ্ত হলো। একনজরে এবারের পুরো বিজয়ী তালিকা দেখে নিন।

মূল প্রতিযোগিতা
স্বর্ণপাম: আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র)
গ্রাঁ প্রিঁ: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত)
জুরি প্রাইজ: এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স)
স্পেশাল জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)
সেরা অভিনেতা: জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস, যুক্তরাষ্ট্র)
সেরা অভিনেত্রী: সেলেনা গোমেজ, জোয়ি স্যালডানা, আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেস)
সেরা পরিচালক: মিগেল গোমেজ (গ্র্যান্ড ট্যুর, পর্তুগাল)
সেরা চিত্রনাট্যকার: কোরালি ফারগাঁ (দ্য সাবস্ট্যান্স, ফ্রান্স)

কারিগরি পুরস্কার
সিএসটি আর্টিস্ট-টেকনিশিয়ান অ্যাওয়ার্ড (শব্দ): দারিয়া দা’ন্তোনিও (চিত্রগ্রহণ, পার্থেনোপে; ইতালি)
সিএসটি ইয়াং ফিল্ম টেকনিশিয়ান অ্যাওয়ার্ড (শিল্প নির্দেশনা): এভেনিয়া আলেকজান্দ্রোভা (দ্য ব্যালকোনেটস, গ্রিস)

আঁ সাঁর্তে রিগা
সেরা চলচ্চিত্র: ব্ল্যাক ডগ (গুয়ান হু, চীন)
জুরি প্রাইজ: দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন, ফ্রান্স)
সেরা অভিনেতা: আবু সনগারে (দ্য স্টোরি অব সুলেমান, ফ্রান্স)
সেরা অভিনেত্রী: অনসূয়া সেনগুপ্ত (দ্য শেমলেস)
সেরা পরিচালক: রবার্তো মিনারভিনি (ছবি: দ্য ড্যামড, ইতালি), রুঙ্গানো নিয়োনি (ছবি: অন বিকামিং অ্যা গিনি ফাউল, জাম্বিয়া/ওয়েলশ)
ইয়ুথ অ্যাওয়ার্ড: হলি কাউ (লুইস কুরভয়জিয়ের, ফ্রান্স; প্রথম চলচ্চিত্র)
স্পেশাল মেনশন: নোরা (তৌফিক আল জায়দি, সৌদি আরব; প্রথম চলচ্চিত্র)

সম্মানসূচক স্বর্ণপাম
সম্মানসূচক স্বর্ণপাম: মেরিল স্ট্রিপ, স্টুডিও জিবলি, জর্জ লুকাস

গোল্ডেন ক্যামেরা
ক্যামেরা দ’র: হল্ফদান উলমন তন্দেল (আরমান্ড, নরওয়ে; আঁ সাঁর্তে রিগা)
স্পেশাল মেনশন: মংগ্রেল (চাং ওয়ে লিয়েং, ইউ চাও ইন, তাইওয়ান)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
স্বর্ণপাম: দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট (নেবোজা স্লিজেপসেভিক, ক্রোয়েশিয়া)
স্পেশাল মেনশন: ব্যাড ফর অ্যা মোমেন্ট (দানিয়েল সোয়ারিস, পর্তুগাল)

লা সিনেফ
প্রথম পুরস্কার: সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো (চিদানন্দ এস নায়েক, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া-এফটিআইআই; ভারত)
দ্বিতীয় পুরস্কার: আউট দ্য উইন্ডো থ্রো দ্য ওয়াল (আচিয়া সেগালোভিচ, কলাম্বিয়া ইউনিভার্সিটি; যুক্তরাষ্ট্র), দ্য কেওস শি লেফট বিহাইন্ড (নিকোস কোলিয়োকোস, অ্যারিস্টোটল ইউনিভার্সিটি অব থেসালোনিকি; গ্রিস)
তৃতীয় পুরস্কার: বানিহুড (মানসী মহেশ্বরী, ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুল-এনএফটিএস; যুক্তরাজ্য)

সেরা ইমারসিভ পুরস্কার
কালার্ড (তানিয়া দ্যু মনতেইন, স্টেফানে ফোনকিনোস, পিয়েরে-আঁলা জিরু; ফ্রান্স)

মুক্ত পুরস্কার
ফিপরেসি
মূল প্রতিযোগিতা: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)
আঁ সাঁর্তে রিগা: দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন, ফ্রান্স)
প্যারালাল শাখা (ডিরেক্টরস’ ফোর্টনাইট): ডেজার্ট অব নামিবিয়া (ইয়োকো ইয়ামানাকা, জাপান)

ইকুমেনিকাল প্রাইজ
জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)

ক্রিটিকস’ উইক
গ্র্যান্ড প্রাইজ: সায়মন অব দ্য মাউন্টেন (ফেদেরিকো লুইস, আর্জেন্টিনা)
ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ: ব্লু সান প্যালেস (কনস্ট্যান্স সাং, যুক্তরাষ্ট্র)
রাইজিং স্টার অ্যাওয়ার্ড (লুই রোদ্যুরের ফাউন্ডেশন): রিকার্দো তেওদোরো (ছবি: বেবি, ব্রাজিল)
লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): মন্টসুরিস পার্ক (গিল সেলা, ফ্রান্স)
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফর ডিস্ট্রিবিউশন: জুলি কিপস কোয়ায়েট (লিওনার্দো ফন ডেইল, বেলজিয়াম)
এসএসিডি অ্যাওয়ার্ড: লিওনার্দো ফন ডেইল ও রুথ বেকার্ট (ছবি: জুলি কিপস কোয়ায়েট, বেলজিয়াম)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): অ্যাবসেন্ট (জেম দেমিরার, তুরস্ক)

ডিরেক্টরস’ ফোর্টনাইট
সেরা ইউরোপিয়ান সিনেমা (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড): দ্য আদার ওয়ে অ্যারাউন্ড (হোনাস ত্রুয়েবা)
সেরা ফরাসি ভাষার সিনেমা (এসএসিডি অ্যাওয়ার্ড): দিস লাইফ অব মাইন (সোফি ফিলিয়ের, ফ্রান্স)
অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড: ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ (ম্যাথু র‍্যানকিন, কানাডা)
ক্যারোস দ’র: আন্ড্রেয়া আর্নল্ড

লই দ’র (সেরা প্রামাণ্যচিত্র)
গোল্ডেন আই: আরনেস্ট কোল: লস্ট অ্যান্ড ফাউন্ড (রাউল পেক), দ্য ব্রিঙ্ক অব ড্রিমস (নাদা রিয়াদ, আইমান এল আমির)

আর্টহাউস সিনেমাস প্রাইজ
এএফসিএই আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ড: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান)
স্পেশাল মেনশন: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত)

পাম ডগ (সেরা কুকুর অভিনয়শিল্পী)
পাম ডগ অ্যাওয়ার্ড: কোডি (ডগ অন ট্রায়াল)
গ্র্যান্ড জুরি প্রাইজ: জিন (ব্ল্যাক ডগ)
মাট মোমেন্ট: বার্ড, কাইন্ডস অব কাইন্ডনেস, মেগালোপলিস

কুইয়ার পাম (সমকামী সিনেমা)
সেরা সিনেমা: থ্রি কিলোমিটারস টু দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড
সেরা শর্টফিল্ম: সাউদার্ন ব্রাইডস (এলেনা লোপেজ রিয়েরা)

ট্রফি শপার্ড
শপার্ড ট্রফি: মাইক ফেইস্ট, সোফি ওয়াইল্ড

পড়া চালিয়ে যান

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: ভারতের পায়েল জিতলেন গ্রাঁ প্রিঁ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গ্রাঁ প্রিঁ পুরস্কার হাতে পায়েল কাপাডিয়া ও তার সিনেমার তিন অভিনেত্রী (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ইতিহাস গড়লো। কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে এই সিনেমা। গতকাল (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পায়েল কাপাডিয়ার হাতে পুরস্কার তুলে দেন আমেরিকান অভিনেত্রী ভায়োলা ডেভিস। মঞ্চে তখন ছিলেন কম্পিটিশন শাখার ৯ বিচারক এবং সঞ্চালক ফরাসি কমেডিয়ান ক্যামিল কোঁতা।

গত ২৩ মে কান উৎসবে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর মাধ্যমে দীর্ঘ ৩০ বছর পর কানের কম্পিটিশন শাখায় দেখা গেলো ভারতীয় সিনেমা। সর্বশেষ ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্র হিসেবে শাজি এন করুণের ‘সোয়াহাম’ কানের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেয়।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর গল্প কেরালার দুই নার্স প্রভা ও অণুকে কেন্দ্র করে। মুম্বাইয়ের একটি হাসপাতালে চাকরি করে তারা। দুই জন থাকে একই ঘরে। সাগরপাড়ের শহরে একসঙ্গে বেড়াতে যাওয়ার পর তাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করে। সিনেমাটিতে অভিনয় করেছেন কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদম।

২০১৭ সালে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিটিআই) শিক্ষার্থী হিসেবে পায়েল কাপাডিয়ার শর্টফিল্ম ‘আফটারনুন ক্লাউডস’ কান উৎসবের শিক্ষার্থী নির্মাতাদের শাখা সিনেফঁদাসোতে নির্বাচিত হয়। এরপর ২০২১ সালে কানের প্যারালাল শাখা ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত হয় পায়েলের ডকুমেন্টারি ‘অ্যা নাইট অব নোয়িং নাথিং’। এটি সেরা ডকুমেন্টারি হিসেবে গোল্ডেন আই পুরস্কার জিতে নেয়। এবার তার প্রাপ্তির খাতায় যুক্ত হলো আরও বড় স্বীকৃতি।

পড়া চালিয়ে যান

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: স্বর্ণপাম জিতলো আমেরিকান সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতলো আমেরিকান সিনেমা ‘আনোরা’। এটি পরিচালনা করেছেন ৫৩ বছর বয়সী শন বেকার। গতকাল (২৫ মে) দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে তার হাতে স্বর্ণপাম তুলে দেন আমেরিকান পরিচালক জর্জ লুকাস।

‘আনোরা’ সিনেমায় মিকি ম্যাডিসন (ছবি: সিআরই ফিল্মস)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি নাইটক্লাবের একজন নৃত্যশিল্পীকে ঘিরে ‘আনোরা’র গল্প। এতে অভিনয় করেছেন আমেরিকান তারকা মিকি ম্যাডিসন।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ