Connect with us

বলিউড

‘পাঠান’: শাহরুখের কুশপুত্তলিকা দাহ, দীপিকাকে নিষিদ্ধের দাবি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

চার বছরের বেশি সময় পর বড় পর্দায় পূর্ণাঙ্গভাবে ফিরছেন সুপারস্টার শাহরুখ খান। আগামী বছরের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘পাঠান’। তাকে এতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে।

ইতোমধ্যে টিজারের পর সিনেমাটির প্রথম গান ‘বেশরম রঙ’ প্রকাশের তুমুল সাড়া ফেলেছে। ভক্তদের মধ্যে শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের রসায়ন নিয়ে উন্মাদনা ছড়িয়েছে। তবে গানটির কারণে ভারতের নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে নিন্দা ও সমালোচনা হজম করতে হচ্ছে তাদের। পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশের আগেই বিতর্কে জড়িয়ে পড়েছেন তারা। গানে দীপিকা কমলা রঙা মনোকিনি পরে নেচেছেন বলেই এসব ঘটেছে। হিন্দু ধর্মে এই রঙকে পবিত্র মনে করা হয়।

জানা গেছে, ‘বেশরম রঙ’ বিতর্ককে কেন্দ্র করে মধ্যপ্রদেশের ইন্দোরে বাধার সম্মুখীন হতে যাচ্ছে ‘পাঠান’। সেখানকার রক্ষণশীল ডানপন্থী গোষ্ঠী গানটিতে দীপিকার খোলামেলা উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছে। তাই সিনেমাটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে তারা।

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

বীর শিবাজি গ্রুপ নামের একটি দল ইন্দোরে রাস্তার মোড়ে প্রতিবাদ জানিয়েছে। তারা শাহরুখের কুশপুত্তলিকা পুড়িয়েছে। বিক্ষোভকারীদের দাবি, শাহরুখ-দীপিকা জুটির ‘বেশরম রঙ’ গানটি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। তাই তাদের চাওয়া, ‘পাঠান’ নিষিদ্ধ করা হোক।

এর আগে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র ‘বেশরম রঙ’ গানটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। দীপিকার পোশাকের ব্যাপারেও তার পক্ষ থেকে প্রশ্ন উঠেছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি, গানটির শিরোনাম এবং শাহরুখ ও দীপিকার পরা পোশাক আপত্তিকর। নোংরা মানসিকতা থেকে গানটির চিত্রায়ন হয়েছে।’

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, সংশ্লিষ্ট নির্মাতারা নিজেদের ভুল সংশোধন করতে অস্বীকৃতি জানালে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তির অনুমতি পাবে কিনা সেই বিষয়ে তার রাজ্য সরকারকে ভাবতে হবে।

মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদমের মন্তব্য, হিন্দুত্বকে অবমাননা করে এমন সিনেমা বরদাশত করা হবে না। তার কথায়, ‘পাঠান, সাধু, ঋষি, পুরোহিতসহ দেশের বহু হিন্দু সংগঠন ও কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার তীব্র বিরোধিতা করেছেন। বর্তমানে মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী আদর্শের সরকার রয়েছে। তাই মহারাষ্ট্রের মাটিতে হিন্দুত্বকে অবমাননা করে এমন কোনো সিনেমাকে মেনে নেওয়া হবে না।’

দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

বিশ্ব হিন্দু পরিষদের প্রধান মুখপাত্র বিনোদ বানসাল মনে করেন, সিনেমাটি বয়কট ও নিষিদ্ধ করা উচিত। ‘বেশরাম রঙ’ গানে আপত্তিকর পোশাক পরায় দীপিকার নিন্দা করেছেন তিনি। এমনকি খোলামেলা দৃশ্যে কাজ করায় শাহরুখ-দীপিকাকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় বিনোদ বানসালের প্রশ্ন, ‘ইসলাম ধর্মে বিশ্বাসী একজন পাঠান কি মুসলিম প্রতীক নিয়ে কোনো নারীর সঙ্গে এমন দৃশ্যে কাজ করতে পারে?’

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

অযোধ্যার একটি মন্দিরের প্রধান পুরোহিত রাজু দাস ‘পাঠান’ প্রদর্শন করলে সিনেমা হলে আগুন জ্বালিয়ে দিতে এবং সিনেমাটি বয়কট করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তার মন্তব্য, এ সিনেমায় ধর্মীয় অনুভূতির অবমাননা হয়েছে। তিনি বলেন, ‘বলিউড ও হলিউড ক্রমাগত সনাতন ধর্ম নিয়ে তামাশা এবং হিন্দু দেব-দেবীদের অপমান করার চেষ্টা চালায়। ‘পাঠান’ সিনেমায় দীপিকা বিকিনি পরে সাধুদের এবং সারা ভারতের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। শাহরুখ খান প্রতিনিয়ত সনাতন ধর্ম নিয়ে রসিকতা করেন। গেরুয়া বিকিনি পরে এমন নাচানাচির কী দরকার ছিলো?

দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

তারপর মধ্যপ্রদেশ ওলামা বোর্ড অভিযোগ তুলেছে, ‘পাঠান’ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই সিনেমাটির মুক্তি বন্ধের হুমকি দিয়েছে তারা। মধ্যপ্রদেশ ওলামা বোর্ডের সভাপতি সৈয়দ আনাস বলেন, “পাঠানরা মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে সম্মানিতদের মধ্যে অন্যতম। সিনেমাটির কারণে শুধু পাঠানদেরই নয়, গোটা মুসলিম সম্প্রদায়ের বদনাম হচ্ছে। সিনেমা নাম ‘পাঠান’ এবং এতে নারীদের অশ্লীলভাবে নাচতে দেখা যাচ্ছে। সুতরাং পাঠানদের এখানে হেয় করা হয়েছে।”

মধ্যপ্রদেশ ওলামা বোর্ডের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে সৈয়দ আনাস যোগ করেন, “নির্মাতাদের ‘পাঠান’ নামটি বদলে ফেলতে হবে। সেই সঙ্গে শাহরুখ খানের চরিত্রের নাম পরিবর্তন করা উচিত। এরপর যা খুশি তাই করুন। কিন্তু আমরা এই সিনেমা ভারতে মুক্তি পেতে দেবো না। আমরা আইনি লড়াইয়ে যাবো এবং এফআইআর দায়ের করবো। এ সিনেমার কারণে মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে। শুধু মধ্যপ্রদেশে নয়, ভারতের কোথাও এটি মুক্তি পেতে দেবো না আমরা।”

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

এখানেই শেষ নয়, ‘বেশরাম রঙ’ বিতর্কের জেরে শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। গানটির আপত্তিকর অংশে সংশোধন না আনা পর্যন্ত সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘গানটি অশ্লীল ও নোংরা এবং হিন্দুদের অনুভূতি-বিরোধী। কারণ দীপিকা গেরুয়া বিকিনি পরে আপত্তিকর ভঙ্গিতে শাহরুখ খানের সঙ্গে বেশরম রঙ গানে নেচেছেন। তারা অশ্লীল নৃত্য পরিবেশন করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।’

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

চিঠিতে যোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে আঘাতের উদ্দেশে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত গানটির মাধ্যমে অশ্লীল দৃশ্য উপস্থাপনা ২৯৫এ, ২৯৮, ৫০৫, ৬৭ আইটি আইন এবং ৩৪ আইপিসি ধারা অনুযায়ী অপরাধ। তাই শাহরুখ ও দীপিকাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে অবমাননার কারণে তাদের ক্রোধের কারণ বিবেচনা করে ভিডিওটি অবিলম্বে ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

স্পেনের সমুদ্র সৈকতে চিত্রায়িত গানটিতে বিকিনি ও মনোকিনি পরে নেচেছেন দীপিকা। নেটিজেনরা মনে করেন, একজন নারী কী ধরনের পোশাক বাছাই করবেন তা নিয়ে আপত্তি তোলা উচিত নয় কারও।

এসব ঘটনায় গত বৃহস্পতিবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরুখ খান। ২৮তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে ৫৭ বছর বয়সী এই তারকা বলেন, ‘বর্তমান সময়ে কোনো সিনেমা দর্শকদের কাছে কতটা পৌঁছাবে সেই ফল নির্ধারণ করে দেয় সোশ্যাল মিডিয়া। ফলে সিনেমাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে সোশ্যাল মিডিয়া। তবুও আমি বিশ্বাস করি, সিনেমা এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় সিনেমাকে সংকীর্ণ ও ভুলভাবে তুলে ধরা হয়। সোশ্যাল মিডিয়ার কারণে অনেকের চিন্তাভাবনা সংকীর্ণ হয়ে গেছে। এর প্রভাব পড়ে দর্শকদের ওপর। কোথাও পড়েছি, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক ব্যাপারের চাহিদা বেশি। তবে পৃথিবীতে যাই ঘটুক না কেনো; আপনি, আমি ও আমাদের মতো ইতিবাচক মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে।’

শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

এর আগে সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমা হলের মধ্যকার তুলনা নিয়ে মন্তব্য করেন শাহরুখ খান। তার দৃষ্টিতে, ‘ওটিটি প্ল্যাটফর্ম একটি অস্থায়ী ব্যাপার। সিনেমা নিজের ঠিকানা বদলালেও আবার সিনেমা হলেই ফিরে আসে এবং দর্শকদের ফিরিয়ে আনে।’

এদিকে কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ‘পাঠান’ সিনেমার প্রচারণা শুরু করবেন শাহরুখ খান। এর অংশ হিসেবে সাবেক ইংলিশ ফুটবলার ওয়েন রুনির সঙ্গে কথোপকথনে অংশ নেবেন তিনি। আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুম্বাইয়ের জিও সিনেমাসের স্টুডিওতে বসবেন তারা।

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

অন্যদিকে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন দোহার লুসেল স্টেডিয়ামে। যশরাজ ফিল্মসের প্রযোজনা ও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার খলনায়ক জন অ্যাব্রাহাম।

বলিউড

একলাফে পারিশ্রমিক দ্বিগুণ করে কত টাকা নিচ্ছেন তৃপ্তি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

তৃপ্তি দিমরি (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির ক্যারিয়ার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘অ্যানিম্যাল’ সিনেমা মুক্তির পর থেকে তার বৃহস্পতি তুঙ্গে। একের পর এক কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। ফলে একলাফে অনেক টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা।

এখন প্রতি সিনেমায় প্রায় ১ কোটি রুপি নিচ্ছেন তৃপ্তি। অথচ বলিউড তারকা রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয় করে ৪০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। এর অভাবনীয় সাফল্যের পর ‘ভুল ভুলাইয়া থ্রি’র প্রস্তাব আসে তার কাছে। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে কাজ করার জন্য আগের চেয়ে দ্বিগুণের বেশি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

তৃপ্তি দিমরি (ছবি: ইনস্টাগ্রাম)

‘অ্যানিম্যাল’ মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় তৃপ্তির ফলোয়ার বেড়েছে। ইনস্টাগ্রামে সেই সংখ্যা প্রায় ৫৩ লাখ। যেকোনো নামী সংস্থার প্রচারণা করতে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পোস্টের জন্য ৬০ থেকে ৯০ লাখ রুপি নিচ্ছেন এই নায়িকা।

পারিশ্রমিক বাড়িয়ে গত মাসে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় ১৪ কোটি রুপিতে একটি বাড়ি কিনেছেন তৃপ্তি। বলেউডের অনেক তারকার বসবাস এই এলাকায়।

‘ব্যাড নিউজ’ সিনেমার পোস্টারে তৃপ্তি দিমরি (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

এদিকে আগামী ১৯ জুলাই মুক্তি পাবে তৃপ্তির নতুন সিনেমা ‘ব্যাড নিউজ়’। ইতোমধ্যে এর ট্রেলার ও গানগুলো উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে ‘জানম’ গানে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে তার রসায়নে মজেছেন ভক্ত-দর্শকরা। এতে বেশকিছু অন্তরঙ্গ, খোলামেলা ও চুম্বন দৃশ্যে দেখা গেছে তাদের। করণ জোহরের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। এটি হলো ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুড নিউজ’ সিনেমার সিক্যুয়েল।

তৃপ্তি দিমরি (ছবি: ইনস্টাগ্রাম)

আগামী ১ নভেম্বর মুক্তি পাবে আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া থ্রি’। এতে কার্তিক-তৃপ্তি জুটি ছাড়াও থাকছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। এরপর ২২ নভেম্বর সিনেমাহলে আসবে করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক টু’। এতে সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি। এটি হলো জানভি কাপুর ও ইশান খাট্টার অভিনীত ‘ধাড়াক’ (২০১৮) সিনেমার ‍সিক্যুয়েল।

তৃপ্তির হাতে এখন আরো আছে রাজ শান্ডিলিয়া পরিচালিত ‘ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাও।

তৃপ্তি দিমরি (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৭ সালে শ্রীদেবীর ‘মম’ সিনেমায় স্বল্প উপস্থিতির একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। এরপর ‘পোস্টার বয়েজ’ (২০১৭) ও ‘লায়লা মজনু’তে (২০১৮) প্রধান নায়িকা হলেও সফল হয়নি সিনেমা দুটি। অবশ্য নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘বুলবুল’ (২০২০) ও ‘কলা’ (২০২২) তাকে লাইমলাইটে নিয়ে আসে। আর ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে তো ভারতের জাতীয় ক্রাশ বনে গেছেন তিনি!

পড়া চালিয়ে যান

বলিউড

শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে উর্বশী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তেলুগু ভাষার একটি সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন। তিনি এখন হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, শুটিং ফ্লোরে দুর্ঘটনায় ৩০ বছর বয়সী এই তারকার হাড় মচকে গেছে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

উর্বশীর তেলুগু সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। ‘এনবিকে ১০৯’ নামে এর শুটিং চলছে। এনবিকে হলো তেলুগু তারকা নান্দামুরি বালাকৃষ্ণের নামের অদ্যাক্ষরের মিলিত রূপ। তিনিই এই সিনেমার মূল নায়ক। এছাড়া থাকছেন ববি দেওল, দুলকার সালমান ও প্রকাশ রাজ। আগামী অক্টোবরে সিনেমাহলে এটি মুক্তি পাওয়ার কথা।

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)

গত বছরের নভেম্বরে ববি কোল্লির পরিচালনায় এই সিনেমার শুটিং শুরু হয়। হায়দরাবাদে তৃতীয় ধাপের কাজ করছিলেন উর্বশী। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিতে গিয়ে আহত হলেন তিনি।

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন উর্বশী। তার ব্যবসাসফল সিনেমার তালিকায় আছে ‘সনম রে’ (২০১৬), ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬), ‘হেট স্টোরি ফোর’ (২০১৮) ও ‘পাগলপান্তি’ (২০১৯)। আইটেম গানে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য ‘ড্যাডি মাম্মি’ ( ভাগ জনি), ‘হাসিনো কা দিওয়ানা’ (কাবিল) প্রভৃতি। হিন্দির পাশাপাশি দক্ষিণী বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন তিনি।

পড়া চালিয়ে যান

বলিউড

ভিকি-তৃপ্তির আবেদনময়ী রসায়ন সাড়া ফেলেছে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘ব্যাড নিউজ’ সিনেমার গানে তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

বলিউড তারকা ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি ‘ব্যাড নিউজ’ নামের একটি সিনেমায় জুটি বেঁধেছেন। এর ‘জান‌ম’ শিরোনামের একটি গানে তাদের রসায়ন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। একদিনেই এটি দেখা হয়েছে ১ কোটি বার! 

সুইমিং পুলে, স্নানকক্ষে ও বিছানায় উষ্ণতায় মাখা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন দুই তারকা। এক গানেই পাঁচটি চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন তারা। তৃপ্তিকে লাল-নীল বিকিনিতে আবেদনময়ী রূপে দেখা গেছে।

অন্তরঙ্গ দৃশ্যে ভিকি ও তৃপ্তি যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন সেজন্য শুটিংয়ে ছিলেন প্রযোজক করণ জোহর। নৃত্য পরিচালনা করেছেন রেমো ডি’সুজা।

গতকাল (৯ জুলাই) ইউটিউবে সারেগামা মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে ৩ মিনিট ১৬ সেকেন্ডের ‘জান‌ম’। এর কথা লিখেছেন, সুর করেছেন ও এটি গেয়েছেন বিশাল মিশ্র। এর আগে তৃপ্তির ‘অ্যানিম্যাল’ সিনেমার গান গেয়ে আলোচিত হন তিনি।

‘ব্যাড নিউজ’ সিনেমার পোস্টার (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

এর আগে সিনেমাটির ‘তওবা তওবা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। এতে ভিকির নাচে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তৃপ্তিকে যথারীতি ঝলমলে লেগেছে।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুড নিউজ’ সিনেমার সিক্যুয়েল হিসেবে আসছে ‘ব্যাড নিউজ’। গল্পে একই নারী দুই পৃথক পুরুষের শুক্রাণু দিয়ে গর্ভধারণ করে। এতে আরো অভিনয় করেছেন অ্যামি ভার্ক। এটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। আগামী ১৯ জুলাই সিনেমাহলে মুক্তি পাবে ‘ব্যাড নিউজ’।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ