Connect with us

বলিউড

‘পাঠান’: শাহরুখের কুশপুত্তলিকা দাহ, দীপিকাকে নিষিদ্ধের দাবি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

চার বছরের বেশি সময় পর বড় পর্দায় পূর্ণাঙ্গভাবে ফিরছেন সুপারস্টার শাহরুখ খান। আগামী বছরের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘পাঠান’। তাকে এতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে।

ইতোমধ্যে টিজারের পর সিনেমাটির প্রথম গান ‘বেশরম রঙ’ প্রকাশের তুমুল সাড়া ফেলেছে। ভক্তদের মধ্যে শাহরুখ ও দীপিকা পাড়ুকোনের রসায়ন নিয়ে উন্মাদনা ছড়িয়েছে। তবে গানটির কারণে ভারতের নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে নিন্দা ও সমালোচনা হজম করতে হচ্ছে তাদের। পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশের আগেই বিতর্কে জড়িয়ে পড়েছেন তারা। গানে দীপিকা কমলা রঙা মনোকিনি পরে নেচেছেন বলেই এসব ঘটেছে। হিন্দু ধর্মে এই রঙকে পবিত্র মনে করা হয়।

জানা গেছে, ‘বেশরম রঙ’ বিতর্ককে কেন্দ্র করে মধ্যপ্রদেশের ইন্দোরে বাধার সম্মুখীন হতে যাচ্ছে ‘পাঠান’। সেখানকার রক্ষণশীল ডানপন্থী গোষ্ঠী গানটিতে দীপিকার খোলামেলা উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছে। তাই সিনেমাটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে তারা।

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

বীর শিবাজি গ্রুপ নামের একটি দল ইন্দোরে রাস্তার মোড়ে প্রতিবাদ জানিয়েছে। তারা শাহরুখের কুশপুত্তলিকা পুড়িয়েছে। বিক্ষোভকারীদের দাবি, শাহরুখ-দীপিকা জুটির ‘বেশরম রঙ’ গানটি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। তাই তাদের চাওয়া, ‘পাঠান’ নিষিদ্ধ করা হোক।

এর আগে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র ‘বেশরম রঙ’ গানটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। দীপিকার পোশাকের ব্যাপারেও তার পক্ষ থেকে প্রশ্ন উঠেছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি মনে করি, গানটির শিরোনাম এবং শাহরুখ ও দীপিকার পরা পোশাক আপত্তিকর। নোংরা মানসিকতা থেকে গানটির চিত্রায়ন হয়েছে।’

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, সংশ্লিষ্ট নির্মাতারা নিজেদের ভুল সংশোধন করতে অস্বীকৃতি জানালে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তির অনুমতি পাবে কিনা সেই বিষয়ে তার রাজ্য সরকারকে ভাবতে হবে।

মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদমের মন্তব্য, হিন্দুত্বকে অবমাননা করে এমন সিনেমা বরদাশত করা হবে না। তার কথায়, ‘পাঠান, সাধু, ঋষি, পুরোহিতসহ দেশের বহু হিন্দু সংগঠন ও কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার তীব্র বিরোধিতা করেছেন। বর্তমানে মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী আদর্শের সরকার রয়েছে। তাই মহারাষ্ট্রের মাটিতে হিন্দুত্বকে অবমাননা করে এমন কোনো সিনেমাকে মেনে নেওয়া হবে না।’

দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

বিশ্ব হিন্দু পরিষদের প্রধান মুখপাত্র বিনোদ বানসাল মনে করেন, সিনেমাটি বয়কট ও নিষিদ্ধ করা উচিত। ‘বেশরাম রঙ’ গানে আপত্তিকর পোশাক পরায় দীপিকার নিন্দা করেছেন তিনি। এমনকি খোলামেলা দৃশ্যে কাজ করায় শাহরুখ-দীপিকাকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় বিনোদ বানসালের প্রশ্ন, ‘ইসলাম ধর্মে বিশ্বাসী একজন পাঠান কি মুসলিম প্রতীক নিয়ে কোনো নারীর সঙ্গে এমন দৃশ্যে কাজ করতে পারে?’

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

অযোধ্যার একটি মন্দিরের প্রধান পুরোহিত রাজু দাস ‘পাঠান’ প্রদর্শন করলে সিনেমা হলে আগুন জ্বালিয়ে দিতে এবং সিনেমাটি বয়কট করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তার মন্তব্য, এ সিনেমায় ধর্মীয় অনুভূতির অবমাননা হয়েছে। তিনি বলেন, ‘বলিউড ও হলিউড ক্রমাগত সনাতন ধর্ম নিয়ে তামাশা এবং হিন্দু দেব-দেবীদের অপমান করার চেষ্টা চালায়। ‘পাঠান’ সিনেমায় দীপিকা বিকিনি পরে সাধুদের এবং সারা ভারতের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। শাহরুখ খান প্রতিনিয়ত সনাতন ধর্ম নিয়ে রসিকতা করেন। গেরুয়া বিকিনি পরে এমন নাচানাচির কী দরকার ছিলো?

দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

তারপর মধ্যপ্রদেশ ওলামা বোর্ড অভিযোগ তুলেছে, ‘পাঠান’ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাই সিনেমাটির মুক্তি বন্ধের হুমকি দিয়েছে তারা। মধ্যপ্রদেশ ওলামা বোর্ডের সভাপতি সৈয়দ আনাস বলেন, “পাঠানরা মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে সম্মানিতদের মধ্যে অন্যতম। সিনেমাটির কারণে শুধু পাঠানদেরই নয়, গোটা মুসলিম সম্প্রদায়ের বদনাম হচ্ছে। সিনেমা নাম ‘পাঠান’ এবং এতে নারীদের অশ্লীলভাবে নাচতে দেখা যাচ্ছে। সুতরাং পাঠানদের এখানে হেয় করা হয়েছে।”

মধ্যপ্রদেশ ওলামা বোর্ডের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে সৈয়দ আনাস যোগ করেন, “নির্মাতাদের ‘পাঠান’ নামটি বদলে ফেলতে হবে। সেই সঙ্গে শাহরুখ খানের চরিত্রের নাম পরিবর্তন করা উচিত। এরপর যা খুশি তাই করুন। কিন্তু আমরা এই সিনেমা ভারতে মুক্তি পেতে দেবো না। আমরা আইনি লড়াইয়ে যাবো এবং এফআইআর দায়ের করবো। এ সিনেমার কারণে মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে। শুধু মধ্যপ্রদেশে নয়, ভারতের কোথাও এটি মুক্তি পেতে দেবো না আমরা।”

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

এখানেই শেষ নয়, ‘বেশরাম রঙ’ বিতর্কের জেরে শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। গানটির আপত্তিকর অংশে সংশোধন না আনা পর্যন্ত সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘গানটি অশ্লীল ও নোংরা এবং হিন্দুদের অনুভূতি-বিরোধী। কারণ দীপিকা গেরুয়া বিকিনি পরে আপত্তিকর ভঙ্গিতে শাহরুখ খানের সঙ্গে বেশরম রঙ গানে নেচেছেন। তারা অশ্লীল নৃত্য পরিবেশন করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।’

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

চিঠিতে যোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে আঘাতের উদ্দেশে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত গানটির মাধ্যমে অশ্লীল দৃশ্য উপস্থাপনা ২৯৫এ, ২৯৮, ৫০৫, ৬৭ আইটি আইন এবং ৩৪ আইপিসি ধারা অনুযায়ী অপরাধ। তাই শাহরুখ ও দীপিকাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে অবমাননার কারণে তাদের ক্রোধের কারণ বিবেচনা করে ভিডিওটি অবিলম্বে ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

স্পেনের সমুদ্র সৈকতে চিত্রায়িত গানটিতে বিকিনি ও মনোকিনি পরে নেচেছেন দীপিকা। নেটিজেনরা মনে করেন, একজন নারী কী ধরনের পোশাক বাছাই করবেন তা নিয়ে আপত্তি তোলা উচিত নয় কারও।

এসব ঘটনায় গত বৃহস্পতিবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরুখ খান। ২৮তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে ৫৭ বছর বয়সী এই তারকা বলেন, ‘বর্তমান সময়ে কোনো সিনেমা দর্শকদের কাছে কতটা পৌঁছাবে সেই ফল নির্ধারণ করে দেয় সোশ্যাল মিডিয়া। ফলে সিনেমাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে সোশ্যাল মিডিয়া। তবুও আমি বিশ্বাস করি, সিনেমা এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় সিনেমাকে সংকীর্ণ ও ভুলভাবে তুলে ধরা হয়। সোশ্যাল মিডিয়ার কারণে অনেকের চিন্তাভাবনা সংকীর্ণ হয়ে গেছে। এর প্রভাব পড়ে দর্শকদের ওপর। কোথাও পড়েছি, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক ব্যাপারের চাহিদা বেশি। তবে পৃথিবীতে যাই ঘটুক না কেনো; আপনি, আমি ও আমাদের মতো ইতিবাচক মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে।’

শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

এর আগে সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমা হলের মধ্যকার তুলনা নিয়ে মন্তব্য করেন শাহরুখ খান। তার দৃষ্টিতে, ‘ওটিটি প্ল্যাটফর্ম একটি অস্থায়ী ব্যাপার। সিনেমা নিজের ঠিকানা বদলালেও আবার সিনেমা হলেই ফিরে আসে এবং দর্শকদের ফিরিয়ে আনে।’

এদিকে কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ‘পাঠান’ সিনেমার প্রচারণা শুরু করবেন শাহরুখ খান। এর অংশ হিসেবে সাবেক ইংলিশ ফুটবলার ওয়েন রুনির সঙ্গে কথোপকথনে অংশ নেবেন তিনি। আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুম্বাইয়ের জিও সিনেমাসের স্টুডিওতে বসবেন তারা।

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

অন্যদিকে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন দোহার লুসেল স্টেডিয়ামে। যশরাজ ফিল্মসের প্রযোজনা ও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার খলনায়ক জন অ্যাব্রাহাম।

বলিউড

দীপিকা-রণবীরের কোলে এলো কন্যাসন্তান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ (৮ সেপ্টেম্বর) ভূমিষ্ঠ হয়েছে তার ও বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রথম সন্তান। তাদের কোলে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।

বলিউড ভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম সুখবরটি প্রকাশ করেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় এখনো সন্তানের জন্মের খবর নিজেরা জানাননি এই তারকা দম্পতি।

গত ৬ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করেন দীপিকা-রণবীর। গতকাল দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন নায়িকা।

শোনা যাচ্ছিলো, আগামী ২৮ সেপ্টেম্বর দীপিকা-রণবীরের প্রথম সন্তান জন্ম নিতে পারে। কিন্তু ২০ দিন আগেই পৃথিবীর আলো দেখেছে তাদের মেয়ে।

দীপিকার ছবিগুলো প্রকাশ্যে আসতেই তাকে ও রণবীরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।

সম্প্রতি বেবি বাম্পে বিশেষ ফটোশুটে অংশ নেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর। সাদাকালো সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দু’জনে।

দীপিকা সত্যিই মা হতে চলেছেন নাকি সারোগেসির সহায়তা নিচ্ছেন, সেসব নিয়ে গত কয়েক মাস অনেক জল্পনা হয়েছে। বিশেষ ফটোশুটের ছবি প্রকাশের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটান তিনি।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’র শুটিংয়ে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুই তারকা।

দীপিকা সর্বশেষ ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এসেছেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন এর শুটিং করেছিলেন তিনি। সিনেমার গল্পে অন্তঃসত্ত্বার চরিত্রেই দেখা গেছে তাকে। নাগ অশ্বিনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

আগামী দীপাবলিতে দীপিকার নতুন সিনেমা ‘সিংঘাম অ্যাগেইন’ মুক্তি পাবে। রোহিত শেঠির পরিচালনায় এতে লেডি সিংঘাম চরিত্রে দেখা যাবে তাকে। তার সহশিল্পী হিসেবে থাকছেন অজয় দেবগণ, কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফসহ অনেকে।

চলতি বছরের শুরুতে মুক্তি পায় দীপিকার ‘ফাইটার’। এতে হৃতিক রোশনের সঙ্গে তার রসায়ন দর্শক মাতিয়েছে।

দীপিকা বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। ২০২৫ সালের মার্চ থেকে আবার শুটিংয়ে ফিরতে পারেন তিনি।

পড়া চালিয়ে যান

বলিউড

রণবীরের সঙ্গে বেবি বাম্পে দীপিকার ১৪টি ছবি

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে তার ও অভিনেতা রণবীর সিংয়ের কোলে আসবে প্রথম সন্তান। মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর। সাদাকালো সেসব ছবি আজ (২ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দু’জনে। এরমধ্যে কোনোটিতে তাদের হাসিমুখ, কয়েকটিতে দীপিকা একা, আবার কয়েকটিতে তাকে আগলে রেখেছেন রণবীর।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন সত্যিই মা হতে চলেছেন, নাকি সারোগেসির সহায়তা নিচ্ছেন, সেসব নিয়ে গত কয়েক মাস অনেক জল্পনা হয়েছে। বিশেষ ফটোশুটের ছবি প্রকাশের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটালেন তিনি।

একাধিক পোশাক পরে বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন দীপিকা। আর রণবীর পরেছেন টি-শার্ট।

দীপিকার ছবিগুলো প্রকাশ্যে আসতেই তাকে ও রণবীরকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারাও।

গত ফেব্রুয়ারিতে নিজেদের প্রথম সন্তান আসার সুখবর জানান দীপিকা-রণবীর। আগামী ২৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নিতে পারে নবজাতক। দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে দীপিকাকে ভর্তি করানো হবে বলে জানা গেছে। কাকতালীয় হলো, ২৮ সেপ্টেম্বর দীপিকার প্রাক্তন প্রেমিক অভিনেতা রণবীর কাপুরেরও জন্মদিন!

সন্তান আসার পরপরই নতুন বাড়িতে উঠবেন দীপিকা-রণবীর। মুম্বাইয়ের বান্দ্রায় ১১৯ কোটি রুপি দিয়ে নতুন আবাসন কিনেছেন তারা। ১৬ থেকে ১৯ তলা পর্যন্ত ১১ হাজার ২৬৬ বর্গফুট ইন্টেরিয়র ও ১৩০০ বর্গফুট বারান্দার জায়গা আছে তাদের নতুন বাড়িতে।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’র শুটিংয়ে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুই তারকা।

দীপিকাকে সর্বশেষ ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এসেছেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন এর শুটিং করেছিলেন তিনি। সিনেমার গল্পে অন্তঃসত্ত্বার চরিত্রেই দেখা গেছে তাকে। নাগ অশ্বিনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।

আগামী দীপাবলিতে দীপিকার নতুন সিনেমা ‘সিংঘাম অ্যাগেইন’ মুক্তি পাবে। রোহিত শেঠির পরিচালনায় এতে লেডি সিংঘাম চরিত্রে দেখা যাবে তাকে। তার সহশিল্পী হিসেবে থাকছেন অজয় দেবগণ, কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফসহ অনেকে।

চলতি বছরের শুরুতে মুক্তি পায় দীপিকার ‘ফাইটার’। এতে হৃতিক রোশনের সঙ্গে তার রসায়ন দর্শক মাতিয়েছে।

দীপিকা বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। ২০২৫ সালের মার্চ থেকে আবার শুটিংয়ে ফিরতে পারেন তিনি।

পড়া চালিয়ে যান

বলিউড

যেখানে মোদিকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী টু’ সিনেমার সাফল্যে উড়ছেন! বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। এর সুবাদে জনপ্রিয়তা আরও বেড়েছে তার। ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সী এই তারকার ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৪ লাখ। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাড়িয়ে গেছেন তিনি! ইনস্টাগ্রামে মোদির ফলোয়ার এখন ৯ কোটি ১৩ লাখ। তবে শ্রদ্ধার ওপরে আছেন আরো দুই জন। 

ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ১০ লাখ ফলোয়ার ক্রিকেটার বিরাট কোহলির। ৯ কোটি ১৮ লাখ ফলোয়ার নিয়ে তালিকার দুই নম্বরে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

শ্রদ্ধা ও নরেন্দ্র মোদির পরে ৮ কোটি ৫১ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী আলিয়া ভাটের। তারপরে ৭ কোটি ৯৮ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে অমর কৌশিক পরিচালিত এই সিনেমার টিকিট বিক্রি থেকে এসেছে ৪০১ কোটি রুপি। এরমধ্যে ভারতে ৩৪২ কোটি রুপি ঘরে তুলেছে এটি। এখান থেকে আয় হয়েছে ২৮৯ কোটি ৬০ লাখ রুপি।

শ্রদ্ধা কাপুর (ছবি: এক্স)

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’র সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘স্ত্রী টু’। দুটিতেই শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ