Connect with us

বলিউড

‘পাঠান’: সিনেমা হল সংখ্যায় রেকর্ড, ভোর থেকে গভীর রাতে দর্শকদের ভিড়

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

বক্স অফিস শাসন করতে ফিরেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমা হলে গর্জে উঠেছে তার অভিনীত ‘পাঠান’! সিনেমাটি নিয়ে প্রত্যাশামতোই অভূতপূর্ব সাড়া পড়েছে। সিনেমা হলে দর্শকরা শিস বাজিয়েছে, হাততালি দিয়েছে, নেচেছে, হই-হুল্লোড় ও উল্লাস করেছে। সব প্রদর্শনী হাউসফুলের সুবাদে দুরন্তভাবে শুরু করে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় ওঠার আভাস দিয়েছে ‘পাঠান’।

শুরু থেকেই খবরের শিরোনামে আছে ‘পাঠান’। চার বছরেরও বেশি সময় পর বড় পর্দায় শাহরুখের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দিনে দিনে উন্মাদনা বেড়েছে। তাছাড়া তার সঙ্গে ৮ বছরের বেশি সময় পর দীপিকা পাড়ুকোনের জুটি, খল চরিত্রে জন আব্রাহামের ফেরা, সালমান খানের স্বল্প সময়ের উপস্থিতি, দুই হিট গান ‘বেশরম রঙ’ ও ‘জুমে জো পাঠান’, দুর্দান্ত টিজার ও ট্রেলার সিনেমাটি নিয়ে প্রত্যাশার পারদ বাড়িয়েছে। বহুদিন পর ভারতীয় কোনো সিনেমার জন্য এতো উন্মুখ ছিলেন দর্শকরা।

সিনেমাটির প্রশংসা দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ছে। কোথাও কোনো নেতিবাচক মন্তব্য নেই। নির্মাতা অনুরাগ কাশ্যাপ ও করণ জোহর সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। তাদের চোখে, শাহরুখকে এতো সুন্দর ও সুদর্শন এর আগে কখনো লাগেনি। তাকে দেখে দর্শকদের মন ভরে গেছে। এমন চরিত্রে কখনো অভিনয় করেননি তিনি। কঙ্গনা রনৌতের মন্তব্য, এমন সিনেমার ব্যবসাসফল হওয়া প্রয়োজন।

সিনেমা বাণিজ্য বিশ্লেষকদের প্রত্যাশা, বক্স অফিসে ‘বাহুবলী টু’র রেকর্ড ছাড়িয়ে যেতে পারে ‘পাঠান’। আশা করা হচ্ছে, একদিনেই এর আয় হয়েছে প্রায় ৫০ কোটি রুপি! বিশেষ দিবস ছাড়া মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রে প্রথম দিনে সর্বকালের সব রেকর্ড ভেঙে দিতে পারে এটি।

পাঠান

‘পাঠান’ সিনেমার পোস্টার দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান ও জন আব্রাহাম (ছবি: টুইটার)

শতাধিক দেশে মুক্তি
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ গতকাল (২৫ জানুয়ারি) হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। ভারতের বাইরে ১০০টিরও বেশি দেশে চলছে এটি। ভারতের আর কোনো সিনেমা এর আগে একসঙ্গে এতো দেশে মুক্তি পায়নি। শাহরুখের আন্তর্জাতিক খ্যাতি এবং অভূতপূর্ব চাহিদার সুবাদে এই রেকর্ড সৃষ্টি হয়েছে।

সব মিলিয়ে ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। এরমধ্যে ৫ হাজার ৫০০টি ভারতে, বাকি ২ হাজার ৫০০টি অন্যান্য দেশে। ‘পাঠান’ প্রদর্শনীর জন্য করোনায় বন্ধ হয়ে যাওয়া ভারতের ২৫টি সিনেমা হল আবার চালু হয়েছে। এরমধ্যে রয়েছে উত্তর প্রদেশের ১১টি, মধ্য প্রদেশের ২টি, রাজস্থানের ৭টি, মহারাষ্ট্র, মুম্বাই, ছত্তিশগড়, উত্তরাখন্ড ও গোয়ার ১টি করে সিনেমা হল। লাদাখে ১১ হাজার ৫৬২ ফুট উঁচুতে একটি সিনেমা হলে চলছে এটি। অভাবনীয় চাহিদা মেটাতে গতকাল প্রজাতন্ত্র দিবসে ভারত জুড়ে রাত ১২টা ৩০ মিনিটের প্রদর্শনী যুক্ত করা হয়।

গত ১৮ জানুয়ারি ‘পাঠান’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যতই দিন গেছে, ততই বেড়েছে টিকিট বিক্রি। এতো বিপুলসংখ্যক চাহিদা সাম্প্রতিক সময়ে বলিউডের কোনো সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। তাই অনেক প্রদর্শক ও মাল্টিপ্লেক্স প্রদর্শনী বাড়িয়েছে। ফলে গতকাল মুম্বাইয়ে একদিনেই ২০ হাজারের বেশি প্রদর্শনী হয়েছে। করোনা মহামারি পরবর্তী সময়ে হিন্দি সিনেমার ক্ষেত্রে এটি একটি রেকর্ড। পুনের সিজনস মলে সিনেপলিস মাল্টিপ্লেক্সে একদিনেই ৬২টি প্রদর্শনী হয়েছে। আর থানেতে একদিনে ছিলো ৫৯টি প্রদর্শনী।

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

ভক্তদের উন্মাদনা
শাহরুখ খান ওয়ারিয়রস ফ্যান ক্লাব ভারতের ৩৫টি শহরে ‘পাঠান’ সিনেমার এথ্রি আকারের ১০-১৫ হাজার পোস্টার টানিয়েছে। গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়। বক্স অফিসের কথা মাথায় রেখে আহমেদাবাদ, সুরত, ভাদোদারা, দিল্লি, চন্ডিগড়, মুম্বাই, পুনে, নাসিক, আওরঙ্গবাদ, কলকাতা ও বেঙ্গালুরুসহ শহরগুলোর সেলুন, রেস্তোরাঁ, ক্যাফে, কোচিং ক্লাসসহ তরুণদের উপস্থিতি বেশি এমন জায়গাকে বেছে নিয়েছে তারা।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী জিসেভেন মাল্টিপ্লেক্স (গেইটি গ্যালাক্সি নামে পরিচিত) সকাল ৯টায় ‘পাঠান’ প্রদর্শন করেছে। অর্ধশত বছরের পুরনো সিনেমা হলটি এবারই প্রথম এমন সময় কোনো সিনেমা চালিয়েছে। শাহরুখের ফ্যান ক্লাব (এসআরকে ইউনিভার্স) সকালের এই প্রদর্শনীর সব টিকিট কিনে নেয়।

এআরকেসিএফসি (শাহরুখ খান চেন্নাই ফ্যান ক্লাব) সদস্যরা মুক্তির প্রথম দিন ভারতের দুই শতাধিক শহরে দলবেঁধে ‘পাঠান’ দেখেছে। তারা ৩০ ফুট লম্বা ব্যানার বানিয়েছে। নারকেল ভেঙে সেই পোস্টারকে দুধ দিয়ে গোসল করানো হয়েছে। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এতিম শিশুদের মধ্যে খাবার ও ছিন্নমূল মানুষকে বিছানার চাদর বিতরণ করেছে ফ্যান ক্লাবটি।

শাহরুখের ফেরা উদযাপন করতে তামিলনাড়ুর সত্যম সিনেমাসের বাইরে শাহরুখের বিশাল একটি কাট-আউট রেখেছে ভক্তরা। গতকাল ভোর ৬টা থেকে ভক্তরা সিনেমা হলে ভিড় করেছে।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

শাহরুখের ৩২ বছরের স্বপ্নপূরণ
অ্যাকশন ধর্মী চরিত্রে বরাবরই কাজ করতে চেয়েছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মস থেকে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, “অ্যাকশন হিরো হওয়ার জন্য ৩২ বছর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। কিন্তু বলিউড আমাকে বানিয়ে দিলো রোমান্টিক হিরো। আমি শুধুই অ্যাকশন হিরো হতে চেয়েছিলাম। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাহুল ও রাজের মতো অমায়িক চরিত্রগুলো আমার ভালো লেগেছে ঠিকই, কিন্তু আমি সবসময় নিজেকে অ্যাকশন হিরো ভেবেছিলাম। অবশেষে আমার স্বপ্ন সত্যি হয়েছে।”

শাহরুখ যোগ করেন, “সত্যি কথা বলতে, অনেকদিন হলো ভালো মানের সিনেমার মাধ্যমে দর্শকদের বিনোদন দিতে পারিনি। মনে হচ্ছে ‘পাঠান’ সেটা পারবে এবং এটি একটি অ্যাকশন ফিল্ম। এটি বড় পর্দায় দেখার মতো বিশাল পরিসরে সাজানো হয়েছে। এর লোকেশন, গান, অ্যাকশনসহ সবকিছুই দারুণ।”

পাঠান চরিত্রটি কেমন? শাহরুখের কথায়, ‘সে সহজ একজন মানুষ। কিন্তু অনেক কঠিন কাজ করতে পারে। সে দুরন্ত ও দৃঢ় মনোবলের মানুষ। কিন্তু তাকে দেখলে সেটা বোঝা যায় না। সে আস্থাভাজন ও সৎ। ভারতকে নিজের মা বলে মনে করে সে। দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করা দেশপ্রেমিক এই এজেন্টকে কেন্দ্র করেই সিনেমাটির গল্প।’

‘পাঠান’-এর মাধ্যমে সাইবেরিয়ার হিমায়িত বৈকাল হ্রদে প্রথমবার কোনো হিন্দি সিনেমার শুটিং হয়েছে। হিমায়িত বরফের ওপর ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্যে অভিনয় করেছেন শাহরুখ ও জন আব্রাহাম। ২ ঘণ্টা ২৬ মিনিট ব্যাপ্তির সিনেমাটির বিরতির আগের দৈর্ঘ্য ১ ঘণ্টা ১০ মিনিট। বাকি ১ ঘণ্টা ১৬ মিনিট বিরতির পর।

শাহরুখ খান

শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)

১৭০০ দিনের অপেক্ষা এবং ৩ হাজার ১৫ দিনের অতৃপ্তি
গোয়েন্দা-অ্যাকশন ধাঁচের বিনোদনমূলক সিনেমাটির মাধ্যমে চার বছরের বেশি সময় পর বড় পর্দায় পূর্ণাঙ্গভাবে ফিরলেন শাহরুখ খান। ১৭০০ দিন পর প্রধান চরিত্রে তার নতুন সিনেমা এলো। আর তার কাছ থেকে হিট সিনেমা পাওয়া গেলো ৩ হাজার ১৫ দিন পর।

প্রধান চরিত্রে শাহরুখের সর্বশেষ সিনেমা আনন্দ এল. রাই পরিচালিত ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে। কিন্তু বক্স অফিসে আহামারি সাফল্য পায়নি এটি। এর আগে ‘জব হ্যারি মেট সেজাল’ (২০১৭), ‘রইস’ (২০১৭), ‘ফ্যান’ (২০১৬) ও ‘দিলওয়ালে’ (২০১৫) প্রত্যাশা মেটাতে পারেনি। তার সর্বশেষ হিট বলা যায় ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪)। ‘পাঠান’ সিনেমার মাধ্যমে ৩ হাজার ১৫ দিন পর আবার পরিষ্কার হিটের দেখা পাচ্ছেন শাহরুখ।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

৮ বছর পর শাহরুখ-দীপিকার রসায়ন
বলিউডের সবচেয়ে জনপ্রিয় পর্দা জুটির মধ্যে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অন্যতম। এর আগে ‘ওম শান্তি ওম’ (২০০৭), ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩) ও ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। ৮ বছরের বেশি সময় পর আবার তাদের একফ্রেমে দেখা যাচ্ছে। শাহরুখের সবশেষ ব্যবসাসফল সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর নায়িকা তিনিই।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

বিতর্কের অবসান
‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তির পরপরই বিতর্ক সৃষ্টি হয়। কারণ এতে গেরুয়া রঙের বিকিনি ও মনোকিনি পরে শাহরুখের সঙ্গে নেচেছেন দীপিকা। হিন্দু ধর্মে এই রঙকে পবিত্র মনে করা হয়। অনেকের অভিযোগ, এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। মন্ত্রী, রাজনীতিবিদ, হিন্দু সংগঠনের নেতা, পুরোহিতসহ অনেকে ‘বেশরম রঙ’ নিয়ে প্রকাশ্যে আপত্তি তোলেন।

ভারতের বিভিন্ন রাজ্যে ‘পাঠান’ বর্জনের ডাকসহ শাহরুখের কুশপুত্তলিকা দাহ, তাকে পুড়িয়ে মারার হুমকি, দীপিকাকে নিষিদ্ধের দাবি, ‘পাঠান’ প্রদর্শন করলে সিনেমা হলে আগুন জ্বালানোর হুমকি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আল্টিমেটামসহ থানায় একাধিক অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। ক্রমাগত হুমকির মুখে সরকারের কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছিলো ভারতের গুজরাট মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে ‘পাঠান’ সিনেমার প্রদর্শনীতে দর্শক ও সিনেমা হলের সুরক্ষায় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট পুলিশ। যদিও পরে সেন্সর বোর্ডের সংশোধনীর পর ‘পাঠান’ নিয়ে প্রতিবাদ প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ হিন্দুদের বিভিন্ন সংগঠন।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

গতকাল সকালে মধ্যপ্রদেশের ইনদোরে কিছু অংশে দুটি রক্ষণশীল ডানপন্থী গোষ্ঠীর দাবির মুখে ‘পাঠান’ সিনেমার কয়েকটি প্রদর্শনী বাতিল হয়। তবে বিকেল থেকে আবার সেসব সিনেমা হলে এর প্রদর্শনী হয়েছে।

মধ্যপ্রদেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র মনে করেন, এখন আর ‘পাঠান’ নিয়ে প্রতিবাদ করার কোনো মানে নেই। কারণ ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটির আপত্তিকর অংশগুলো সংশোধন করেছে। বিতর্কিত সংলাপ পরিবর্তন করা হয়েছে। তাই এখন প্রতিবাদ করার কোনো কারণ দেখেন না তিনি।

চলতি মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দল বিজেপির নেতাকর্মীদের কোনো সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

‘পাঠান’ সিনেমায় সালমান খান ও শাহরুখ খান (ছবি: টুইটার)

সালমান খানের একঝলক
যশরাজ ফিল্মসের গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘পাঠান’। আগের তিনটি হলো ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭) এবং ‘ওয়ার’ (২০১৯)। সেজন্য শাহরুখের পাশে সালমান খানকে টাইগার হিসেবে অতিথি চরিত্রে দেখা গেছে।

শাহরুখের পালক মায়ের চরিত্রে আমিরের বোন
‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের পালক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নিখাত খান হেগড়ে। তার চরিত্রটি একজন আফগানি নারীর। বাস্তবে তিনি হলেন সুপারস্টার আমির খানের বোন। সিনেমায় খলচরিত্রে দেখা গেছে জন আব্রাহামকে। এছাড়া আছেন আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়া।

ওটিটিতে ‘পাঠান’
অ্যামাজন প্রাইম ভিডিওতে আগামী ২৫ এপ্রিল থেকে দেখা যাবে ‘পাঠান’। ওটিটি সংস্করণে প্রতিবন্ধীদের অধিকার আইন ২০১৬ অনুযায়ী– বধিরদের জন্য সাবটাইটেল, দৃষ্টিশক্তিহীনদের জন্য হিন্দি অডিও বিবরণ যুক্ত করা হবে। এসব পরিবর্তন আনার পর সেন্সর বোর্ড থেকে আবার সনদ নেবে যশরাজ ফিল্মস।

বলিউড

একলাফে পারিশ্রমিক দ্বিগুণ করে কত টাকা নিচ্ছেন তৃপ্তি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

তৃপ্তি দিমরি (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির ক্যারিয়ার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘অ্যানিম্যাল’ সিনেমা মুক্তির পর থেকে তার বৃহস্পতি তুঙ্গে। একের পর এক কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। ফলে একলাফে অনেক টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা।

এখন প্রতি সিনেমায় প্রায় ১ কোটি রুপি নিচ্ছেন তৃপ্তি। অথচ বলিউড তারকা রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয় করে ৪০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। এর অভাবনীয় সাফল্যের পর ‘ভুল ভুলাইয়া থ্রি’র প্রস্তাব আসে তার কাছে। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে কাজ করার জন্য আগের চেয়ে দ্বিগুণের বেশি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

তৃপ্তি দিমরি (ছবি: ইনস্টাগ্রাম)

‘অ্যানিম্যাল’ মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় তৃপ্তির ফলোয়ার বেড়েছে। ইনস্টাগ্রামে সেই সংখ্যা প্রায় ৫৩ লাখ। যেকোনো নামী সংস্থার প্রচারণা করতে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পোস্টের জন্য ৬০ থেকে ৯০ লাখ রুপি নিচ্ছেন এই নায়িকা।

পারিশ্রমিক বাড়িয়ে গত মাসে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় ১৪ কোটি রুপিতে একটি বাড়ি কিনেছেন তৃপ্তি। বলেউডের অনেক তারকার বসবাস এই এলাকায়।

‘ব্যাড নিউজ’ সিনেমার পোস্টারে তৃপ্তি দিমরি (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

এদিকে আগামী ১৯ জুলাই মুক্তি পাবে তৃপ্তির নতুন সিনেমা ‘ব্যাড নিউজ়’। ইতোমধ্যে এর ট্রেলার ও গানগুলো উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে ‘জানম’ গানে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে তার রসায়নে মজেছেন ভক্ত-দর্শকরা। এতে বেশকিছু অন্তরঙ্গ, খোলামেলা ও চুম্বন দৃশ্যে দেখা গেছে তাদের। করণ জোহরের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। এটি হলো ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুড নিউজ’ সিনেমার সিক্যুয়েল।

তৃপ্তি দিমরি (ছবি: ইনস্টাগ্রাম)

আগামী ১ নভেম্বর মুক্তি পাবে আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া থ্রি’। এতে কার্তিক-তৃপ্তি জুটি ছাড়াও থাকছেন মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান। এরপর ২২ নভেম্বর সিনেমাহলে আসবে করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক টু’। এতে সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি। এটি হলো জানভি কাপুর ও ইশান খাট্টার অভিনীত ‘ধাড়াক’ (২০১৮) সিনেমার ‍সিক্যুয়েল।

তৃপ্তির হাতে এখন আরো আছে রাজ শান্ডিলিয়া পরিচালিত ‘ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাও।

তৃপ্তি দিমরি (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৭ সালে শ্রীদেবীর ‘মম’ সিনেমায় স্বল্প উপস্থিতির একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। এরপর ‘পোস্টার বয়েজ’ (২০১৭) ও ‘লায়লা মজনু’তে (২০১৮) প্রধান নায়িকা হলেও সফল হয়নি সিনেমা দুটি। অবশ্য নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘বুলবুল’ (২০২০) ও ‘কলা’ (২০২২) তাকে লাইমলাইটে নিয়ে আসে। আর ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে তো ভারতের জাতীয় ক্রাশ বনে গেছেন তিনি!

পড়া চালিয়ে যান

বলিউড

শুটিংয়ে আহত হয়ে হাসপাতালে উর্বশী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তেলুগু ভাষার একটি সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন। তিনি এখন হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, শুটিং ফ্লোরে দুর্ঘটনায় ৩০ বছর বয়সী এই তারকার হাড় মচকে গেছে। তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

উর্বশীর তেলুগু সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। ‘এনবিকে ১০৯’ নামে এর শুটিং চলছে। এনবিকে হলো তেলুগু তারকা নান্দামুরি বালাকৃষ্ণের নামের অদ্যাক্ষরের মিলিত রূপ। তিনিই এই সিনেমার মূল নায়ক। এছাড়া থাকছেন ববি দেওল, দুলকার সালমান ও প্রকাশ রাজ। আগামী অক্টোবরে সিনেমাহলে এটি মুক্তি পাওয়ার কথা।

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)

গত বছরের নভেম্বরে ববি কোল্লির পরিচালনায় এই সিনেমার শুটিং শুরু হয়। হায়দরাবাদে তৃতীয় ধাপের কাজ করছিলেন উর্বশী। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিতে গিয়ে আহত হলেন তিনি।

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন উর্বশী। তার ব্যবসাসফল সিনেমার তালিকায় আছে ‘সনম রে’ (২০১৬), ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬), ‘হেট স্টোরি ফোর’ (২০১৮) ও ‘পাগলপান্তি’ (২০১৯)। আইটেম গানে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য ‘ড্যাডি মাম্মি’ ( ভাগ জনি), ‘হাসিনো কা দিওয়ানা’ (কাবিল) প্রভৃতি। হিন্দির পাশাপাশি দক্ষিণী বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন তিনি।

পড়া চালিয়ে যান

বলিউড

ভিকি-তৃপ্তির আবেদনময়ী রসায়ন সাড়া ফেলেছে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘ব্যাড নিউজ’ সিনেমার গানে তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

বলিউড তারকা ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি ‘ব্যাড নিউজ’ নামের একটি সিনেমায় জুটি বেঁধেছেন। এর ‘জান‌ম’ শিরোনামের একটি গানে তাদের রসায়ন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। একদিনেই এটি দেখা হয়েছে ১ কোটি বার! 

সুইমিং পুলে, স্নানকক্ষে ও বিছানায় উষ্ণতায় মাখা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন দুই তারকা। এক গানেই পাঁচটি চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন তারা। তৃপ্তিকে লাল-নীল বিকিনিতে আবেদনময়ী রূপে দেখা গেছে।

অন্তরঙ্গ দৃশ্যে ভিকি ও তৃপ্তি যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন সেজন্য শুটিংয়ে ছিলেন প্রযোজক করণ জোহর। নৃত্য পরিচালনা করেছেন রেমো ডি’সুজা।

গতকাল (৯ জুলাই) ইউটিউবে সারেগামা মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে ৩ মিনিট ১৬ সেকেন্ডের ‘জান‌ম’। এর কথা লিখেছেন, সুর করেছেন ও এটি গেয়েছেন বিশাল মিশ্র। এর আগে তৃপ্তির ‘অ্যানিম্যাল’ সিনেমার গান গেয়ে আলোচিত হন তিনি।

‘ব্যাড নিউজ’ সিনেমার পোস্টার (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

এর আগে সিনেমাটির ‘তওবা তওবা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। এতে ভিকির নাচে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তৃপ্তিকে যথারীতি ঝলমলে লেগেছে।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুড নিউজ’ সিনেমার সিক্যুয়েল হিসেবে আসছে ‘ব্যাড নিউজ’। গল্পে একই নারী দুই পৃথক পুরুষের শুক্রাণু দিয়ে গর্ভধারণ করে। এতে আরো অভিনয় করেছেন অ্যামি ভার্ক। এটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। আগামী ১৯ জুলাই সিনেমাহলে মুক্তি পাবে ‘ব্যাড নিউজ’।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ