Connect with us

বলিউড

পুত্রসন্তানের মা হলেন সোনম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সোনম কাপুর

সোনম কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

দীর্ঘ নয় মাসের অবসান ঘটলো। পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছেন আনন্দ আহুজা ও সোনম কাপুর দম্পতি। শনিবার (২০ অগস্ট) মুম্বাইতেই পুত্রের জন্ম দিলেন অনিল কন্যা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর শেয়ার করেছেন অভিনেত্রী নীতু কাপুর। শুভেচ্ছা জানিয়েছেন দাদু অনিল আর দাদী সুনীতাকে।

সোনম কাপুর

সোনম কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

ছেলের জন্মের খবর দিয়ে একটি নোট শেয়ার করা হয়েছে কাপুর আহুজা দম্পতির পক্ষ থেকে। যেখানে লেখা রয়েছে, ‘২০.৮.২০০-এ আমরা আমাদের শিশু পুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেলো – সোনম আর আনন্দ।’

এই নোটে নীতু লিখেছেন, ‘শুভেচ্ছা’। একই নোট শেয়ার করে নিয়েছেন ফারহা খানও।

আনন্দ আহুজা ও সোনম কাপুর

আনন্দ আহুজা ও সোনম কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম আর আনন্দ আহুজা। পঞ্জাবি রীতি মেনে মুম্বাইতে ধুমধাম করে বিয়ে হয় তাদের। ২০২২ সালের মার্চে প্রথম প্রেগন্যান্সির ঘোষণা করেন তারা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ