Connect with us

ঢালিউড

বুবলীর নায়ক হয়ে কেমন লাগলো মাহফুজের

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মাহফুজ আহমেদ, শবনম বুবলী ও চয়নিকা চৌধুরী (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

অভিনেতা মাহফুজ আহমেদ অনেকদিন পর অভিনয়ে ফিরেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় তাকে দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বড় পর্দায় এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা। সিনেমাটির প্রেস মিটে (সংবাদ সম্মেলন) এসে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই দুই তারকা। গতকাল (৪ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবে ছিলো এই আয়োজন।

‘প্রহেলিকা’য় মনা চরিত্রে মাহফুজ আহমেদ এবং অর্পা চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। তাদের ছয় মিনিটের একটি দৃশ্য থাকছে সিনেমায়। এটি এক টেকেই চিত্রায়িত। সেই দৃশ্যের শুটিং শেষে বুবলীকে মাহফুজ বলেন, ‘তুমি আমার প্রিয় সহশিল্পীদের মধ্যে একজন। সেই দৃশ্যে মনা তার সব ক্রোধ, ক্ষোভ ও ঘৃণা উগড়ে দিয়েছে। তার বিপরীতে অর্পার যে প্রতিক্রিয়া পেয়েছি, ভালো সহশিল্পী না হলে এটা পাওয়া যায় না। তার সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। বুবলী ভীষণ সময় মেনে চলে। তার কারণে কখনো শুটিংয়ে দেরি হয়নি। তাই আমাকে তটস্থ থাকতে হয়েছে এই ভেবে, বুবলী কিন্তু রেডি!’

মাহফুজ আহমেদ ও শবনম বুবলী (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

মনা চরিত্রটি প্রসঙ্গে মাহফুজের বক্তব্য, ‘এতে অভিনয়ের জন্য অভিনেতা মাহফুজ আহমেদকে ব্যক্তি মাহফুজ আহমেদ বাধ্য করেছে। দেড়-দুই বছর আগে স্ক্রিপ্টের প্রথম ড্রাফট পেয়েই আমি কাজটি করতে সম্মতি জানাই।’

মাহফুজ আহমেদ বলেন, ‘দীর্ঘদিন সাংবাদিকদের মুখোমুখি হওয়া মিস করেছি। লাইট, ক্যামেরা, অ্যাকশন ও সংবাদকর্মীদের মাঝে ফিরতে পেরে একটা ভালো লাগা কাজ করছে।’

মাহফুজ আহমেদ ও শবনম বুবলী (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

সংবাদ সম্মেলনে লাল রঙের কানটুপি পরে এসেছেন মাহফুজ আহমেদ। ‘প্রহেলিকা’ সিনেমা জুড়ে তার মাথায় এমন টুপি দেখা যাবে। এর কারণ কী? তিনি রহস্য রেখে উত্তর দিলেন, ‘ক্যাপ পরার যথেষ্ট কারণ আছে। আমার ধারণা, সিনেমা শেষ হওয়ার দুই-চার মিনিট আগ পর্যন্ত কেউ বলতে পারবে না এবং বুঝবেও না এর কারণ কী। এটা সিনেমার একটি বিরাট রহস্যের জায়গা।’

সিনেমায় অন্যান্য চরিত্রে আছেন নাসিরউদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু। তাদের পাশে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘বার্ষিক পরীক্ষা এলে যেরকম অনুভূতি কাজ করতো, এখানেও একই রকম ছিলো ব্যাপারটা। পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে তাল মেলাতে পারবো কিনা তা নিয়ে এক ধরনের জড়তা কাজ করেছিলো। কারণ আমি অনেকদিন পর্দায় নেই। তবে আমি যেহেতু পেশাদার অভিনেতা ছিলাম, তাই সেটা কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি। পরে শুটিং শেষে মনা চরিত্র থেকে বের হতে পারিনি দীর্ঘদিন। মনায় আক্রান্ত ছিলাম বলতে পারেন।’

‘প্রহেলিকা’র সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) চিত্রগ্রাহক সুমন হোসেন, কণ্ঠশিল্পী কোনাল, চয়নিকা চৌধুরী, শবনম বুবলী, মাহফুজ আহমেদ, প্রযোজক জামাল হোসেন, লেখক পান্থ শাহরিয়ার এবং অভিনেতা একে আজাদ সেতু (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

বড় পর্দায় নিয়মিত হবেন কিনা প্রশ্নে মাহফুজের উত্তর, ‘যখনই ভালো স্ক্রিপ্ট পাবো এবং আমার ভেতরের আমি যদি বাধ্য করে তাহলে নিয়মিত অভিনয় করবো। আর আমি তো নিয়মিতই আছি।’

প্রেস মিটে সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’ দেখানো হয়। এটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি এটি গেয়েছেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন কোনাল। নৃত্য পরিচালনায় হাবিবুর রহমান হাবিব।

‘প্রহেলিকা’র কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন। প্রযোজনায় রঙ্গন মিউজিকের জামাল হোসেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ