Connect with us

ঢালিউড

‘প্রিয়তমা’র গানে শাকিব-ইধিকার প্রেম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পালের রসায়ন দেখতে মুখিয়ে ছিলেন ভক্ত-দর্শকরা। সেই অপেক্ষার অবসান হয়েছে। তাদের অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার নতুন গান এসেছে। এতে দুই তারকা প্রেমময় অভিনয় করেছেন। এর বিভিন্ন দৃশ্যে লাল, গাঢ় নীল-সোনালি এবং সবুজ শাড়িতে দেখা গেছে ইধিকাকে।

গানটির কথা এমন, ‘যত কথা রাখা ছিলো এই বুকে জমা/তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা/আমার আকাশ নীলে তুমি যে নীলিমা/তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা/ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।’ এটি গেয়েছেন বালাম ও সোমনূর মনির কোনাল। এর মাধ্যমে অনেকদিন পর বালামের নতুন গান প্রকাশিত হলো।

‘ও প্রিয়তমা’ শিরোনামের গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন। ৯ ঘণ্টায় ইউটিউবে এটি দেখা হয়েছে ১২ লাখ বারের বেশি।

ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুন সিনেমাহলে মুক্তি পাবে ‘প্রিয়তমা’। এর তিনটি পোস্টার, টিজার এবং দুটি গান প্রকাশিত হয়েছে ইতোমধ্যে। ‘ও প্রিয়তমা’র আগে এসেছে ‘কোরবানি কোরবানি’ শিরোনামের একটি গান। এর কথা, সুর, সংগীত ও কণ্ঠ আকাশ সেনের। এতে শাকিবকে বেশ কয়েকজন নৃত্যশিল্পীর সঙ্গে দেখা গেছে। এটি ইউটিউবে দেখা হয়েছে প্রায় ৯ লাখ বার।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

গত ২৬ জুন শাকিব ও ইধিকা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন। এতে শাকিব বলেন, “ঈদ মোবারক। এবারের ঈদে সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’। হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ একটি গল্পের সিনেমা ‘প্রিয়তমা’। অ্যাকশন, প্রেম ও বিনোদনে ভরপুর সিনেমা এটি।”

‘প্রিয়তমা’র দৃশ্যে ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

ভিডিও বার্তায় ইধিকা পাল বলেন, “ঈদ মোবারক। ইতোমধ্যে আপনারা ‘প্রিয়তমা’ সিনেমার লুক, টিজার ও গান দারুণভাবে গ্রহণ করেছেন। আপনাদের ভালোবাসার জন্য ‘প্রিয়তমা’র সবকিছু এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আছে।”

‘প্রিয়তমা’র দৃশ্যে ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ইধিকা পালের অভিনয় স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে মন কেড়েছে দর্শকদের। এবারই প্রথম বড় পর্দায় দেখা যাবে তাকে।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

ইধিকা পালের আশা, “সত্যিকারের ভালোবাসাকে সংজ্ঞায়িত করার উদাহরণ হয়ে থাকবে ‘প্রিয়তমা’। সিনেমাটি উপভোগ করতে সঙ্গে করে নিয়ে যান আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন এবং আপনার প্রিয়তমাকে।”

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

সপ্তাহখানেক আগে ‘প্রিয়তমা’র পোস্টারে বয়সের ভারে নুব্জ হয়ে পড়া বৃদ্ধের সাজে দেখা যায় শাকিবকে। এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিনোদন অঙ্গনের অনেকে এই পোস্টার শেয়ার দিয়েছেন। তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন ভিডিও বার্তায়, “আমার অগণিত সহকর্মী ‘প্রিয়তমা’কে সমর্থন দিয়েছেন, এজন্য আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। দেশ-বিদেশে অবস্থানরত সমস্ত বাংলাদেশি, বাঙালি এবং আমার ভালোবাসার সমস্ত শাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। আপনাদের সবাইকে এবারের ঈদে সিনেমাহলে গিয়ে ‘প্রিয়তমা’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ হোক ‘প্রিয়তমা’র সঙ্গে।”

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’র আগের দুটি পোস্টারও প্রশংসিত হয়। এরমধ্যে প্রথমটিতে ঝুঁটি বাঁধা লম্বা চুল ও গালভর্তি দাড়ি নিয়ে ঠোঁটে জ্বলন্ত সিগারেট টানতে দেখা যায় শাকিবকে। পরের পোস্টারে সানগ্লাস চোখে গালে খোঁচা খোঁচা দাড়িতে তার পৌরুষদীপ্ত আমেজ পাওয়া গেছে।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

গত ১৭ জুন প্রকাশিত হয় ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। এতে দেখা যায়, লম্বা চুলে সানগ্লাস চোখে রুমালে মুখ ঢেকে এগিয়ে আসছেন শাকিব। গায়ে জিন্স জ্যাকেট। ধীরে ধীরে রুমাল সরিয়ে নেন তিনি। গালে খোঁচা খোঁচা দাড়ি। এরপর একটি চাকু ছুড়ে মারেন।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

হিমেল আশরাফ ২০১৭ সালে বাপ্পি চৌধুরী ও আঁচলকে নিয়ে নিজের প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’ পরিচালনা করেন। এর চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন। ‘প্রিয়তমা’র চিত্রনাট্যকারও তিনিই। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে।

‘সুলতানা বিবিয়ানা’ প্রযোজনা করেছে আরশাদ আদনানের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। ‘প্রিয়তমা’র প্রযোজকও তিনিই। ঈদুল আজহায় এটি পরিবেশনার দায়িত্ব পালন করবে দি অভি কথাচিত্র।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ