ওটিটি
‘প্রিয়তমা’ দেখার সুযোগ ১৮ টাকায়!

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)
ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্লকবাস্টার হিট ‘প্রিয়তমা’ এখন উপভোগ করা যাচ্ছে মাত্র ১৮ টাকায়! এজন্য কোনো সিনেমাহলে যেতে হবে না। দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে কিংবা মোবাইল ফোনে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাচ্ছে সিনেমাটি।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ দেখতে রাজধানী ঢাকাসহ সারাদেশের দর্শকেরা সিনেমাহলে হুমড়ি খেয়ে পড়েছেন। তবে প্রত্যন্ত অঞ্চলের মতো অনেক জায়গায় এটি দেখার সুযোগ হচ্ছিলো না। তাই বড় পর্দায় মুক্তির আট সপ্তাহের মধ্যে এই সিনেমা ডিজিটাল মাধ্যমে নিয়ে এসেছে বায়োস্কোপ। ফলে সাশ্রয়ী মূল্যে মাত্র ১৮ টাকায় নিজেদের সুবিধামতো সময়ে যেকোনো জায়গা থেকে এটি দেখতে পারবেন যে কেউ।

(বাঁ থেকে) হিমেল আশরাফ, আরশাদ আদনান ও শাকিব খান (ছবি: ফেসবুক)
‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ বলেন, “বায়োস্কোপের সঙ্গে অংশীদারত্ব স্থাপন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। সিনেমাহলে ‘প্রিয়তমা’র সাফল্যে আমরা সব কলাকুশলী গর্বিত। আশা করছি, ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকরা একই উৎসাহের সঙ্গে উপভোগ করবেন এই সিনেমা।”
বায়োস্কোপ ওয়েব, বায়োস্কোপ অ্যাপ কিংবা বায়োস্কোপ অ্যান্ড্রয়েড টিভি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ১৮ টাকায় ১৫ দিনের জন্য প্ল্যাটফর্মটির কন্টেন্ট উপভোগ করতে পারবেন। মোবাইল ব্যালেন্স, ক্রেডিট কার্ড বা এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) এর মাধ্যমে এর মূল্য পরিশোধ করা যাবে। এছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা মাত্র ১৮ টাকা রিচার্জের মাধ্যমেও ৪০টি এসএমএস সুবিধাসহ দুই দিন মেয়াদে সেবাটি পাবেন।

‘ও প্রিয়তমা’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: ভার্সেটাইল মিডিয়া)
গত ২৯ জুন দি অভি কথাচিত্রের পরিবেশনায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় ‘প্রিয়তমা’। যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স ও যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে এই সিনেমা। এতে শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ওপার বাংলার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ তিনি। স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, জি বাংলার ‘রিমলি’ ও ‘পিলু’ ধারাবাহিকে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। বাংলাদেশের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলো এই তারকার।

‘প্রিয়তমা’র দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)
‘প্রিয়তমা’য় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহিদ উন নবী, এলিনা শাম্মিসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন সমুদ্রে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ফারুক হোসেন।
সিনেমাটির অভাবনীয় সাফল্যে পরিচালক হিমেল আশরাফকে ২৬ লাখ টাকা মূল্যের নতুন একটি গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। তার প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া ‘প্রিয়তমা’ প্রযোজনা করেছে।

‘প্রিয়তমা’র দৃশ্যে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)
‘প্রিয়তমা’ সিনেমার চারটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘কোরবানি কোরবানি’র কথা, সুর ও কণ্ঠ কলকাতার আকাশ সেনের। তার সুর-সংগীতে ও আসিফ ইকবালের কথায় ‘ও প্রিয়তমা’ গেয়েছেন বালাম ও কোনাল। প্রিন্স মাহমুদের সুর-সংগীত ও সোমেশ্বর অলির কথায় ‘ঈশ্বর’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ। এছাড়া জাহিদ আকবরের কথা ও সাজিদ সরকারের সুর-সংগীতে ‘গভীরে’ গেয়েছেন রেহান রাসুল ও প্রিয়াঙ্কা গোপ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস