ঢালিউড
‘প্রিয় মালতী’ হয়ে বড় পর্দায় আসছেন মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্মদিন আজ (১৯ এপ্রিল)। জন্মদিনে নতুন সিনেমার ঘোষণায় হাজির তিনি। এর নাম ‘প্রিয় মালতী’। এটি পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত। আদনান আল রাজীবের ফ্রেম পার সেকেন্ড এবং চরকির যৌথ প্রযোজনায় এই সিনেমা চলতি বছরেই মুক্তি পাবে বড় পর্দায়।
আজ (১৯ এপ্রিল) বিকেলে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে ‘প্রিয় মালতী’র ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে শুরুতে মঞ্চে আসেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। মেহজাবীনকে নিয়ে তারা মজার কিছু তথ্য দেন। তিশা বলেন, ‘মেহজাবীন তার প্রজন্মের সবচেয়ে বলিষ্ঠ অভিনেত্রী। সিনেমার জন্য সে নিজেকে দুর্দান্তভাবে প্রস্তুত করেছে।’
এরপর মঞ্চে আসেন আরেক তারকা দম্পতি আশফাক নিপুন ও এলিটা করিম। মেহজাবীনকে নিয়ে তারাও মজার কিছু তথ্য জানান। আশফাক নিপুন বলেন, ‘মেহজাবীন অভিনয়ে নিজেকে যেভাবে গড়েছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে।’
ফ্রেম পার সেকেন্ড-এর প্রযোজক আদনান আল রাজীব বলেন, “প্রযোজনার কাজটা আমার জন্য একটু ভিন্ন। প্রথমত, পুরো বিশ্বে প্রযোজনা মানে শুধু টাকা বিনিয়োগ না। এটা আসলে সৃজনশীলতার সঙ্গে থাকা, টিজি কারা হবে, গল্পটা কেমন হবে, সিনেমা মুক্তি নিয়ে কাজ করা। এটা পুরো একটা প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়ার সঙ্গেই থাকতে চেয়েছি। আর দ্বিতীয়ত, ‘প্রিয় মালতী’র গল্প একদম ইউনিক। গল্পটা শঙ্খ (পরিচালক) যখন আমাদের সঙ্গে শেয়ার করে তখনই সবার ভালো লেগেছে। এমন গল্প আমরা কখনও দেখিনি। সেই সঙ্গে মেহজাবীন এই সিনেমায় যুক্ত হওয়ায় অন্য একটা মাত্রা যোগ হয়েছে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই সিনেমার সঙ্গে থাকতে পারা আমার জন্য খুব আবেগের। প্রতিটি সিনেমাই স্পেশাল। কাছের মানুষ নিয়ে একটা সিনেমা নির্মাণের আনন্দ ভাষার প্রকাশ করার নয়। গুণী পরিচালক, গুণী অভিনেত্রীসহ দুর্দান্ত একটি টিম এই সিনেমায় যুক্ত হয়েছে। সিনেমাহলে দর্শকের কাছ পর্যন্ত পৌঁছানোটা এখন আমাদের অপেক্ষা।’
পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, “ফিল্মমেকিং আমার কাছে সবসময় কষ্টের কাজ মনে হয়। তবে ‘প্রিয় মালতী’ কাজটা আমার জন্য একেবারে সহজ করে দিয়েছে দুই প্রযোজক। আমি শুধু নির্মাণ ও গল্প নিয়েই ভেবেছি। সেই সঙ্গে যাদের কাস্ট হিসেবে চিন্তা করেছি তাদেরকে সাথে পেয়েছি। মেহজাবীনের মতো অভিনেত্রীতে ডিরেক্ট করতে পারাটাও আনন্দের। এই সিনেমার ক্যামেরার সামনে-পেছনে যারাই কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’
সিনেমার ঘোষণা দেওয়ার পাশাপাশি কেক কেটে মেহজাবীনের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে আরো ছিলেন মোস্তফা মন্ওয়ার, জেফার রহমান, রাকা নওশীন নাওয়ারসহ অনেকে।
চরকিতে ‘রেডরাম’ সিনেমা দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতী’ নিয়ে তিনি বেশ রোমাঞ্চিত। তার কথায়, ‘জন্মদিনে সিনেমার ঘোষণা আমার জন্য খুব স্পেশাল। সিনেমাটিতে দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবেন আশা করি। এমন একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে।’
মেহজাবীনের পাশাপাশি ‘প্রিয় মালতী’তে অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস