Connect with us

সিনেমা হল

প্রেমের শহর প্যারিসে যাচ্ছে ‘পরাণ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পরাণ

‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফীর (সর্ববাঁয়ে) সঙ্গে প্রধান তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

ফ্রান্সের রাজধানী প্যারিসকে বলা হয় ‘সিটি অব লাভ’। বাংলাদেশের দর্শকদের মন জয়ের পর রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ এবার যাচ্ছে প্রেমের শহরে।

প্যারিসের পাতে দ্য লা ভিলেত সিনেমা হলে আগামী ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেমাটির প্রিমিয়ার শো হবে। এছাড়া ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর পাতে দ্য লা এবং ভিলেত গ্যঁমো সাঁ দনি সিনেমা হলে উপভোগ করা যাবে ‘পরাণ’।

শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

আয়োজক দেশি এন্টারটেইনমেন্ট প্যারিস জানিয়েছে, টিকিট পাওয়া যাবে সিনেমা হলে এবং অনলাইনে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় চলতি মাসেই মুক্তি পাবে ‘পরাণ’। উত্তর আমেরিকায় এটি পরিবেশনা করবে বায়োস্কোপ ফিল্মস। এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ভালো চলেছে এটি।

পরাণ

‘পরাণ’ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

গত ঈদুল আজহায় ঢাকাসহ সারাদেশে মুক্তি পায় লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’। বাংলাদেশের পরিবেশনা সংস্থা দি অভি কথাচিত্রের তথ্যানুযায়ী, মুক্তির নবম সপ্তাহে এসে ২৪টি সিনেমা হলে চলছে এটি। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জসহ অনেকে।

শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

‘পরাণ’ সিনেমার মৌলিক গান ‘চলো নিরালায়’ এখন সবার মুখে মুখে। অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া গানটি সাধারণ শ্রোতাদের পাশাপাশি তারকাদেরও মন জয় করেছে। ‘চলো নিরালায়’ লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ