হলিউড
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমায় ফেরার ঘোষণা হলিউডের এই তারকার

ডোয়াইন জনসন (ছবি: টুইটার)
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজের নতুন সিনেমায় ফিরছেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ভক্তদের প্রিয় লুক হবস চরিত্রে আবার দেখা যাবে তাকে। রেসলিংয়ের ‘দ্য রক’ খ্যাত তারকা সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে এক ভিডিও বার্তায় ডোয়াইন জনসন বলেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজে ফিরছে হবস।’
View this post on Instagram
এ প্রসঙ্গে ‘মোয়ানা’ তারকা ব্যাখ্যা করেন, ক্যারিয়ারের ক্ষেত্রে দর্শকদের প্রাধান্য দেওয়ার মানসিকতা রাখেন তিনি। সেই সঙ্গে পুরো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ পরিবারকে ভালোবাসা জানিয়েছেন ৫১ বছর বয়সী সুপারস্টার।

ডোয়াইন জনসন (ছবি: টুইটার)
‘ফাস্ট টেন’ সিনেমার এন্ড-ক্রেডিটের পর থাকা একটি দৃশ্যে লুক হবস চরিত্রে ফেরার ইঙ্গিত দেন ডোয়াইন জনসন। তাকে দেখে উচ্ছ্বসিত হয় ভক্তরা। এ প্রসঙ্গে ভিডিও বার্তায় তিনি যোগ করেন, “ফাস্ট টেন-এ হবসের প্রত্যাবর্তনে বিশ্বজুড়ে আপনার প্রতিক্রিয়া আমাদের মন ছুঁয়েছে। পরবর্তী ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমায় বিখ্যাত এই দুঃসাহসী নিরাপত্তা কর্মকর্তাকে দেখবেন। এটি হবে হবসকেন্দ্রিক একটি আনকোরা ও নতুন অধ্যায় এবং ‘ফাস্ট টেন: পার্ট টু’র মূল পরিকল্পনা।”

ভিন ডিজেল ও ডোয়াইন জনসন (ছবি: টুইটার)
অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে মতের অমিল হওয়ার কারণে ২০২১ সালে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজ থেকে সরে গিয়েছিলেন ডোয়াইন জনসন। এ কারণে সর্বশেষ দুই কিস্তি ‘এফ নাইন’ (২০২১) ও ‘ফাস্ট টেন’ (২০২৩) সিনেমায় দেখা যায়নি তাকে। এর আগে ‘ফাস্ট ফাইভ’ (২০১১), ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’ (২০১৩), ‘ফিউরিয়াস সেভেন’ (২০১৫) এবং ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’ (২০১৭) সিনেমায় অভিনয় করেন তিনি।
ডোয়াইন জনসন ভিডিও বার্তায় আরো বলেন, ‘গেলো গ্রীষ্মে ভিন ও আমি পুরনো মতানৈক্য ভুলে হাত মিলিয়েছি। আমরা ভ্রাতৃত্ববোধ ও সংকল্প নিয়ে নেতৃত্ব দেবো। আমাদের পছন্দের ফ্র্যাঞ্চাইজ, প্রিয় চরিত্র ও ভক্তদের প্রতি যত্নশীল থাকবো।’

ডোয়াইন জনসন (ছবি: টুইটার)
‘ফাস্ট টেন: পার্ট টু’ মুক্তি পাবে ২০২৫ সালে। এটি যৌথভাবে প্রযোজনা করবে ডোয়াইন জনসন, ড্যানি গার্সিয়া ও হিরাম গার্সিয়ার সেভেন বাক প্রোডাকশন্স এবং ভিন ডিজেল ও সামান্থা ভিনসেন্টের ওয়ান রেস ফিল্মস।
গত মাসে মুক্তি পায় ভিন ডিজেল ও জেসন মোমোয়া অভিনীত ‘ফাস্ট টেন’। বরাবরের মতোই ধুমধাড়াক্কা অ্যাকশন রয়েছে এতে। চলতি বছর মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী ব্যবসার দিক দিয়ে দুই নম্বরে রয়েছে এটি। শীর্ষে আছে ইউনিভার্সাল স্টুডিওসের আরেক সিনেমা ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি’।
বিশ্বব্যাপী বক্স অফিসে ৭০০ কোটি মার্কিন ডলারের (৬ হাজার ৫২৫ কোটি ৬৬ লাখ টাকা) বেশি আয় করেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজ। এর সুবাদে সর্বকালের সেরা ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজের তালিকায় পাঁচ নম্বরে আছে এটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস