Connect with us

টালিউড

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মোশাররফ-জয়ার মনোনয়ন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পঞ্চম আসরে ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সেরা নারী অভিনয়শিল্পী এবং সেরা অভিনেত্রী (সমালোচক) শাখা দুটিতে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। ‘ডিকশনারি’ ছবির জন্য সেরা অভিনেতা (সমালোচক) শাখায় মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। এটাই কলকাতায় তার প্রথম সিনেমা।

গত ১৪ মার্চ ফিল্মফেয়ার কর্তৃপক্ষ এবারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। কলকাতায় মুক্তি পাওয়া বাংলা ভাষার চলচ্চিত্রকে উৎসাহ দিতে এই আয়োজন।

‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সেরা অভিনেত্রী শাখায় পুরস্কার পান জয়া আহসান। ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি ওঠে তার হাতে। এছাড়া ‘আবর্ত’ (২০১৪) ও ‘ঈগলের চোখ’ (২০১৬) ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জয়া।

এদিকে বাংলাদেশের গীতিকবি আসিফ ইকবাল ‘অল্প হলেও সত্যি’ সিনেমার ‘মায়ার কাঙাল আমি’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন। অমিত-ঈশানের সুরে এটি গাওয়ার জন্য ঈশান মিত্র সেরা গায়ক হিসেবে মনোনীত হয়েছেন। সেরা গায়ক শাখায় বাংলাদেশ থেকে আরও আছেন মাহতিম শাকিব। ‘প্রেম টেম’ সিনেমার ‘তাকে অল্প কাছে ডাকছি’ শিরোনামের গানটি তাকে এই মনোনয়ন এনে দিয়েছে।

কলকাতার ওয়েস্টিন হোটেলে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১ আসর বসছে ১৭ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনি সরকার।চে বাপ্পি লাহিড়ীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নৃত্য পরিবেশনায় অংশ নেবেন দেব, উষসি রায়, তৃণা সাহা ও স্বস্তিকা দত্ত। গান গেয়ে শোনাবেন আকৃতি কাক্কার, রূপঙ্কর বাগচি ও ইমন চক্রবর্তী।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ