ওটিটি
বইয়ের পাতা থেকে ওটিটিতে আসছে ‘অগোচরা’

‘অগোচরা’ ওয়েব সিরিজের পোস্টার (ছবি: বিঞ্জ)
কথাসাহিত্যিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সাড়া জাগানো থ্রিলার ‘অগোচরা’ অবলম্বনে তৈরি হলো ওয়েব সিরিজ। সম্ভাবনাময় একজন অ্যাথলেটের জীবন অপরাধের চক্রে জড়িয়ে কীভাবে শেষ হয়ে যায় সেটাই দেখা যাবে এতে। আগামী ১০ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এটি।
কাহিনিতে দেখা যাবে, একজন মন্ত্রীর কলকাঠিতে এশিয়ান গেমস থেকে ছিটকে পড়ে একজন শুটারের ক্যারিয়ার শেষ হয়ে যায়। এরপর তার জীবন মোড় নেয় অন্ধকার জগতে। মারো নয়তো মরো– নিজেকে আড়ালে রাখার লড়াইয়ে এই বাস্তবতা তাড়া করে বেড়ায় তাকে। সবার মাঝে থাকলেও খুব কম মানুষই তাকে চেনে ও জানে। অস্তিত্ব রক্ষায় অগোচরে একের পর এক আঘাত হানে সে।

জাকিয়া বারী মম (ছবি: ফেসবুক)
‘অগোচরা’য় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শরাফ আহমেদ জীবন, মোরশেদ মিশু, রাকিব হোসেন ইভন, মেধা নাসের, শিমুল খান, আলি ওয়াহাব সৌহার্দ্যসহ অনেকে। এটি পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ।
মোহাম্মদ নাজিম উদ্দিনের গ্রন্থ নিয়ে এর আগে ভারতে দুটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। এগুলো হলো জিফাইভের ‘কন্ট্রাক্ট’ এবং সৃজিত মুখার্জির ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’। এরমধ্যে তানিম নূর পরিচালিত ‘কন্ট্রাক্ট’ সিরিজেও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তার সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, রাফিয়াত রশিদ মিথিলা, শ্যামল মাওলা, রওনক হাসান, তারিক আনাম খান ও জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস