Connect with us

বলিউড

বডি শেমিং নিয়ে অনন্যার বিস্ফোরক মন্তব্য

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে (ছবি: ইনস্টাগ্রাম)

বছর তিনেক আগে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে ডেবিউ করেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। এরপর পতি পত্নি অউর ওহ, গেহরাইয়া ও কালি পিলি’তে দেখা গেছে অনন্যাকে।

বর্তমানে বলিউডের এই অভিনেত্রী ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘লাইগার’র প্রচারণা নিয়ে। যেখানে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকন্ডাকে।

বিজয় দেবেরাকন্ডা ও অনন্যা পাণ্ডে

বিজয় দেবেরাকন্ডা ও অনন্যা পাণ্ডে (ছবি: ইনস্টাগ্রাম)

সম্প্রতি সিনেমাটির প্রচারণার জন্য কফি উইথ করণ-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজয়-অনন্যা। সেখানেই তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে বডি শেমিং নিয়ে তাকে কতোটা আজেবাজে মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে।

শোতে সঞ্চালন করণ জোহর অনন্যাকে প্রশ্ন করেন, বাস্তবে চলতে থাকা ট্রোল তার মনে ও মাথায় কতটা প্রভাব ফেলেছে? এমন প্রশ্নের জবাবে অনন্যা বলেন, ‘হ্যাঁ অবশ্যই এটা আমার উপরে প্রভাব ফেলেছিল! এখানে বসে আমি যদি দেখানোর চেষ্টা করি কোনও কিছুতেই আমার খারাপ লাগে না, আমি হাসিখুশি থাকি, তাহলে সেটা ভুল বলা হবে। আসলে একটা ১৯ বছরের মেয়েকে যেদি রোজ শুনতে হয় তুমি জঘন্য দেখতে, তোমার মসৃণ বুক, ক্রমাগত পরিবারকে অপমান করা হয়, তাহলে একটা ভয় তো কাজ করে মনে! মাঝে মাঝে আমার খুব কষ্ট হত কারণ আমি তো খারাপ কিছুই করিনি। যথেষ্ট কর্মঠ, দয়ালু, লোকের ভালো করার চেষ্টা করি।’

অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে (ছবি: ইনস্টাগ্রাম)

অনন্যা পাণ্ডে আরও বলেন, ‘আমি কিন্তু আমার কাজ নিয়ে খুব সিরিয়াস। আমি অভিনয় খুব ভালোবাসি। সেই ছোট থেকেই অভিনেত্রী হওয়ার শখ আমার। আমি সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না, আমি এমন কী করেছি যে লোকজন আমাকে এভাবে কষ্ট দেয়। তবে এখন আমি বুঝতে পারি সমাজের নানা দিক থেকে মানুষ আসে। তাই এরকমটা হবেই।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ