Connect with us

বলিউড

আসামে বন্যাদুর্গতদের জন্য কত লাখ টাকা দিলেন আমির

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আমির খান

আমির খান (ছবি: ইনস্টাগ্রাম)

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম। রাজ্যটির বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলিউডে বেশ কয়েকজন তারকা। সেই তালিকায় যুক্ত হলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তিনি বন্যার্তদের জন্য অনুদান দিয়েছেন বড় অঙ্কের টাকা।

জানা গেছে, আসাম রাজ্যের ৩২টি জেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই খবর জানতে পেরে বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা (২৫ লাখ রুপি) অনুদান দিয়েছেন আমির। সোশ্যাল মিডিয়ায় খবরটি নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।

এর আগে অভিনেতা অর্জুন কাপুর, পরিচালক রোহিত শেঠি, সংগীতশিল্পী সনু নিগামসহ অনেকে বন্যাকবলিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আমির খান

‘লাল সিং চাড্ডা’ সিনেমার দৃশ্যে আমির খান (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

এদিকে আমিরের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে চলতি বছরের ১১ আগস্ট। এটি হলো হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক। অদ্বৈত চন্দনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিং।

সবশেষ ২০১৮ সালে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার মাধ্যমে আমিরকে বড় পর্দায় দেখা গিয়েছিল। কিন্তু এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ