Connect with us

বলিউড

বলিউডে ৩৪ বছর পূর্ণ, সালমানের নতুন সিনেমার নাম ঘোষণা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সালমান খান

সালমান খান (ছবি: ফেসবুক)

৩৪ বছর আগে ২৬ আগস্ট মুক্তি পেয়েছিলো সালমান খান অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’। সিনেমায় সেকেন্ড লিড ছিলেন সালমান। তবে ক্যারিয়ারের শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন লম্বা রেসের ঘোড়া তিনি। সেই থেকে শুরু এখনও রেস চালিয়ে যাচ্ছেন তিনি। আর দেখতে দেখতে বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন ৩৪টি বছর।

২৬ আগস্ট ছিলো সালমান খানের বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার ৩৪ বছর পূর্তি। আর এদিন নিজের নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন এই সুপারস্টার। ‘কিসি কা ভাই… কিসি কি জান’ নিয়ে হাজির হবেন সালমান। মোশন পোস্টার শেয়ার করে সেই সিনেমার লুক প্রকাশ করেছেন তিনি।

সালমানের শেয়ার করা মোশন পোস্টারে লম্বা চুল, আর দাড়ি-গোঁফে একদম পুরুষালি চেহারায় সুদর্শন সালমানের দেখা মিলেছে। সঙ্গে চোখে রোদচশমা তার লুকে চারচান্দ লাগিয়েছে।

সালমান খান

সালমান খান (ছবি: ফেসবুক)

ভিডিওটিতে একটি বার্তা দিয়ে সালমান লিখছেন, ‘৩৪ বছর আগের সময়টাও এখন আর ৩৪ বছরের পরের সময়টাও এখন। আমার জীবনের যাত্রাপথটা শূন্য থেকে শুরু হয়েছিল। আমি দুটো শব্দে বিশ্বাসী- এখন আর এখানে। তখনও আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, যেটা এখন আর এখনও আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সত্যি মন থেকে আমি অভিভূত।’

এদিকে, সালমান খান এই মোশন পোস্টারটি শেয়ারের পর অনেকেই হয়ত ভাবছেন সালমানের এই লুকটা খুব চেনা চেনা। হ্য়াঁ, একদমই তাই। এর আগে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ হিসেবে পরিচিত ছিল এই সিনেমাটি। কিন্তু সেটি মোটেই আনুষ্ঠানিক টাইটেল ছিল না। শুরুতে এই সিনেমাকে ‘ভাইজান’ও বলা হচ্ছিল। তবে ২৬ আগস্ট বলিউড ইন্ডাস্ট্রিতে ৩৪ বছর পূর্তি উপলক্ষে সালমান আনুষ্ঠানিকভাবে জানালেন এই ছবির নাম, ‘কিসি কা ভাই, কিসি কা জান’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ