Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

বলিউড রূপসীরা কে কী পরলেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গ্রে স্টুডিও

কান ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ লালগালিচা। গত ১৭ মে উদ্বোধনী আয়োজন থেকে শুরু করে প্রতিদিন এখানে দেখা গেছে নামিদামি তারকাদের জৌলুস। তাদের মধ্যে আছেন বলিউড অভিনেত্রীরা। ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে তারা কে কী পরলেন ফিরে দেখা যাক।

ঐশ্বরিয়া রাই বচ্চন

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন লালগালিচায় পা মাড়িয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার কালো গাউনে ত্রিমাত্রিক ফুল ছিল নজরকাড়া (ছবি: টুইটার)

ঐশ্বরিয়া রাই বচ্চন

সৌন্দর্য প্রসাধনীর ব্র্যান্ড লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে কানসৈকত মাতিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: টুইটার)

ঐশ্বরিয়া রাই বচ্চন

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় দিন (১৯ মে) প্যাস্টেল গোলাপি গাউনে লালগালিচায় হাজির হন সাবেক বিশ্বসুন্দরী (ছবি: টুইটার)

দীপিকা পাড়ুকোন

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের একজন হিসেবে উদ্বোধনী লালগালিচায় আলো ছড়িয়েছেন দীপিকা পাড়ুকোন (ছবি: কান উৎসব)

দীপিকা পাড়ুকোন

লুই ভুটনের লাল রঙের স্লিভলেস গাউনে লালগালিচা আলোকিত করে দিলেন দীপিকা পাড়ুকোন (ছবি: কান উৎসব)

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনের সৌন্দর্যে মুগ্ধ সাগরপাড়ের শহর (ছবি: কান উৎসব)

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ