ওটিটি
বাংলাদেশি তরুণের কোরিয়ান সিনেমা বাংলা ভাষায় চরকিতে
কোরিয়ান ভাষার সিনেমা ‘বান্ধবী’তে অভিনয় করেছেন বাংলাদেশি তরুণ মাহবুব লী। ২০০৯ সালে এটি মুক্তি পায়। শিন দং-ইল পরিচালিত এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামীকাল (২৫ আগস্ট) রাত ৮টা থেকে বাংলা ভাষায় দেখা যাবে।
‘বান্ধবী’ সিনেমায় করিম চরিত্রে আছেন মাহবুব লী। কোরিয়ান সিনেমায় কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র, তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে ভাষা শিখতে খুব কষ্ট হয়েছে। কোরিয়ান ভাষার সঙ্গে অভিব্যক্তি দেখিয়ে অভিনয় করাটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এজন্য অনেক মহড়া করেছি। করিম চরিত্রটির জন্য আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়েছে।’
মাহবুব লী উল্লেখ করেন, ‘পুরো টিম খুব সহযোগিতা করেছে আমাকে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এতো কষ্টের পর সিনেমাটি বড় পর্দায় দেখে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। চরকির মাধ্যমে আমাদের দেশসহ সবাই সিনেমাটি দেখতে পারবে ভেবে ভালো লাগছে।’
পরিবারের অশান্তি ও নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বাংলাদেশি তরুণ করিমের বন্ধু হয়ে যায়। ছেলেটি কাজের জন্য দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছে। সে নিজের বকেয়া বেতনের আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছে। ভিনদেশে একা করিম কি পারবে মিন-সু’র সহায়তা নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে? এর উত্তর মিলবে সিনেমায়।
পরিচালক শিন দং-ইল জানান, সিনেমাটি স্কুলছাত্রী ও প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, শ্রেণিসমস্যা, লিঙ্গভেদসহ সিরিয়াস বিষয় থাকলেও ভালোবাসার কথা বেশি প্রাধান্য পেয়েছে। এখানে ভালোবাসার কাছে সব ভিন্নতা হেরে গেছে।’
বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ বার্তায় শিন দং-ইল বলেন, “২০০৯ সালে দক্ষিণ কোরিয়ায় তৈরি হওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত ও সমাদৃত হয়েছে ‘বান্ধবী’। চরকির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশি দর্শকদের কাছে যাওয়ায় আমি আনন্দিত। বাংলাদেশ সম্পর্কে অনেক শুনেছি ও জেনেছি, তবে কখনো যাওয়া হয়নি। বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ সেটা বেশ ভালো করে জানি। সুযোগ হলে অবশ্যই বেড়াতে যাবো বাংলাদেশে।’
‘বান্ধবী’তে মাহাবুব লী ছাড়াও অভিনয় করেছেন বায়েক জিন-হি, হুক কিয়ুন পার্ক, লী ইল হু-সহ আরও অনেকে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস