ঢালিউড
বাংলাদেশের আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সেন্সর বোর্ডের জটিলতায় বাংলাদেশে আটকে আছে। সহসা এর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা নেই। তবে দমে যাননি পরিচালক। একুশে ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় দারুণ একটি সুখবর দিয়েছেন তিনি। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী ১০ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।
আমেরিকান সংবাদমাধ্যম ভ্যারাইটিকে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “সিনেমাটি অবশেষে বৃহত্তর দুটি দেশের দর্শকরা দেখবে বলে আমি আনন্দিত। ‘শনিবার বিকেল’ আমার দেশের মানুষের দেখা খুব গুরুত্বপূর্ণ। আশা করেছিলাম, এটি প্রথমে বাংলাদেশে মুক্তি পাবে। তবুও আমি আনন্দিত এজন্য যে, এটি উত্তর আমেরিকা থেকে শুরু করে সারাবিশ্বের মানুষ দেখবে। যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের সিনেমা হলে এসে ফিল্মটি দেখার আমন্ত্রণ জানাই।”
২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ‘শনিবার বিকেল’-এর সূত্র। মূলত এ কারণে চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে রাখা হয়েছে এটি। গত মাসে আপিল বোর্ডের সদস্যরা জানান, এটি মুক্তিতে বাধা নেই। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখনো বিষয়টি ঝুলিয়ে রেখেছে। ফলে বাংলাদেশে মুক্তির আগে বিদেশের সিনেমা হলে ‘শনিবার বিকেল’ নিয়ে যাচ্ছেন নির্মাতা। যুক্তরাষ্ট্র ও কানাডার পর অন্যান্য দেশেও মুক্তি পাবে বাংলা ও ইংরেজি ভাষার সিনেমাটি।
‘শনিবার বিকেল’-এর বিশ্ব পরিবেশনার দায়িত্ব নিয়েছে কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)। সিঙ্গাপুর ভিত্তিক এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ও কানাডায় রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে সিনেমাটি মুক্তি দিচ্ছে।
সিইপিএল-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার সিইও শ্রেয়সী বলেন, ‘চার বছরের প্রতিকূলতা শেষে মোস্তফা সরয়ার ফারুকীর প্রশংসিত সিনেমাটি দর্শকদের কাছে নিয়ে যেতে পারছি, এজন্য আমরা খুশি। এটি সবাইকে ভাবাবে। এতে নানান রঙের আবেগ আছে।’
রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ওভারসিস বিজনেস হেড ধ্রুব সিনহা এবং যুক্তরাষ্ট্র শাখার অ্যাসোসিয়েট ভিপি সুমিত চাধার আশা, যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের ‘শনিবার বিকেল’ খুব ভালো লাগবে। মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচকসহ বেশকিছু পুরস্কার পেয়েছে এই সিনেমা। এছাড়া মিউনিখ, সিডনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে এটি।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যানডেম প্রোডাকশন ‘শনিবার বিকেল’ প্রযোজনা করেছে। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক প্রমুখ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস