ঢালিউড
বাংলাদেশের ২৪ সিনেমা নিয়ে কলকাতায় উৎসব
ভারতের কলকাতা শহরে শুরু হতে যাচ্ছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এর আয়োজন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সার্বিক তত্ত্বাবধানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশন।
আজ (২৭ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টায় নন্দন-১ সিনেমাহলে তিন দিনের এই উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানের বিশেষ অতিথি ফিল্মমেকার গৌতম ঘোষ। এছাড়া থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী পূর্ণিমা, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাসসহ দুই বাংলার একঝাঁক তারকা।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানান, আগামী ২৯ জুলাই শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের ২৪টি সিনেমা দেখানো হবে উৎসবে। নন্দন-১ ও নন্দন-২ সিনেমাহলে প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। সবই উপভোগ করা যাবে বিনামূল্যে। তবে ভেন্যু থেকে টিকিট সংগ্রহ করতে হবে।
পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে থাকছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ও ‘দামাল’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, ‘গণ্ডি’ ও প্রামাণ্যচিত্র ‘অবিনশ্বর’, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ও ‘পাপ পুণ্য’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, তানিম রহমান অংশুর ‘ন ডরাই’, প্রদীপ ঘোষ পরিচালিত ‘বীরকন্যা প্রীতিলতা’, অপু বিশ্বাস প্রযোজিত ও অভিনীত ‘লাল শাড়ি’, নাসিরউদ্দীন ইউসুফের ‘গেরিলা’, তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’, শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’, অনন্য মামুনের ‘রেডিও’, জাহিদুর রহমানের শর্টফিল্ম ‘ওমর ফারুকের মা’ ইত্যাদি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস