Connect with us

বলিউড

বাংলাদেশে প্রথম দিনের টিকিট বিক্রিতে ‘পাঠান’ ও সালমানের সিনেমার তুলনা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পূজা হেগড়ে ও সালমান খান (ছবি: টুইটার)

বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে ৪৩টি সিনেমাহলে মুক্তি পেয়েছে গত ২৫ আগস্ট। জি স্টুডিওসের পরিবেশনায় কলকাতার এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেড ও দ্য কন্টেন্ট স্পেশালিস্টসের মাধ্যমে এটি আমদানি করেছে এন ইউ আহম্মদ ট্রেডার্স। জানা গেছে, বাংলাদেশে মুক্তির প্রথম দিন এর ২ লাখ টাকার (১ লাখ ৫১ হাজার রুপি) টিকিট বিক্রি হয়েছে।

সাফটা চুক্তির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’-এর মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দি সিনেমার প্রদর্শনী উন্মুক্ত হয়। এটি ৪১টি সিনেমাহলে মুক্তি পায় গত ১২ মে। বাংলাদেশে মুক্তির প্রথম দিন টিকিট বিক্রি থেকে ২৫ লাখ টাকা (১৯ লাখ ১৩ হাজার রুপি) পেয়েছে ‘পাঠান’।

‘পাঠান’ সিনেমার পোস্টারে দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান ও জন আব্রাহাম (ছবি: টুইটার)

সেই তুলনায় ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিকিট বিক্রি আশানুরূপ নয় বলা যায়। এমনিতে এটি ভারতে আহামরি ব্যবসা করতে পারেনি, তার ওপর সমালোচকদের নেতিবাচক মন্তব্য হজম করতে হয়েছে সালমানকে। আর বাংলাদেশের দর্শকেরা অনেকেই ওটিটিতে এই সিনেমা দেখে ফেলেছেন। এসব কারণে বাংলাদেশে সুবিধা করতে পারছে না এটি।

বাংলাদেশে কয়েকটি সিনেমাহলে মুক্তির প্রথম দিন সালমান খানের ভক্তরা কেক কেটে এটি উদযাপন করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেসব মুহূর্তের ছবি শেয়ার দিয়েছেন অনেকে।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রচারণামূলক পোস্টারে সালমান খান (ছবি: ফেসবুক)

বাংলাদেশে নিজের সিনেমা মুক্তি পাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সালমান খান। সেই সঙ্গে বাংলাদেশের দর্শকদের জন্য নিজের ছবি সংবলিত একটি পোস্টার শেয়ার দিয়েছেন তিনি। ভক্তদের উদ্দেশে ৫৭ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, “বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে। ভরপুর অ্যাকশন, মজা ও বিনোদন উপভোগের জন্য প্রস্তুত হয়ে যান!”

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় পূজা হেগড়ে ও সালমান খান (ছবি: টুইটার)

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ হলো তামিল সিনেমা ‘বীরাম’-এর (২০১৪) হিন্দি রিমেক। সালমান খান ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি বানাতে খরচ হয়েছে ১২৫ কোটি রুপি। এর আয়ের পরিমাণ মাত্র ১৮২ কোটি ৪৪ লাখ রুপি। সল্লুর তারকাখ্যাতির সঙ্গে এই অঙ্ক বড়ই বেমানান।

ঈদুল ফিতর উপলক্ষে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে গত ২১ এপ্রিল মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। এতে সল্লুর বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দক্ষিণী তারকা ভেঙ্কটেশ ও জগপতি বাবুকে। একটি গানে অতিথি হিসেবে হাজির হয়েছেন আরেক দক্ষিণী তারকা রাম চরণ।

‘ইয়েন্তাম্মা’ গানের দৃশ্যে রামচরণ, সালমান খান ও ভেঙ্কটেশ (ছবি: টুইটার)

সিনেমাটিতে অতিথি চরিত্রে আরো আছেন সালমানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’র (১৯৮৯) নায়িকা ভাগ্যাশ্রী, তার স্বামী হিমালয় দাসানি ও তাদের ছেলে অভিমন্যু দাসানি। ৩৩ বছর পর আবার সালমান-ভাগ্যাশ্রী একফ্রেমে এলেন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভূমিকা চাওলা, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সতীশ কৌশিক, সিদ্ধার্থ নিগাম, জাসি গিল, রাঘব জুইয়াল, সিদ্ধার্থ নিগাম, বিজেন্দর সিং, আসিফ শেখ, তেজ সাপ্রু, অভিমন্যু সিং, তানিকেল্লা ভারানি, অমিত তিওয়ারি, পরাগ ত্যাগী, রোহিনি হাত্তানগাড়ি।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সাফটা চুক্তির আওতাতেই বাংলাদেশে এসেছে। এটি আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan Films (@skfilmsofficial)

এদিকে বলিউডে ৩৫ বছর পূর্ণ করেছেন সালমান খান। এ উপলক্ষে তার প্রযোজনা প্রতিষ্ঠান একটি ভিডিও প্রকাশ করেছে। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় এই তারকার। প্রধান নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ মুক্তির পর ব্লকবাস্টার হয়। এর মধ্য দিয়ে বড় তারকাদের লিগে নাম লেখান তিনি। ১০০ কোটির ক্লাবে আছে তার ১৬টি সিনেমা। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অগণিত ভক্ত।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ