Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বাফটা ২০২৩: সাতটি পুরস্কার জিতে রেকর্ড গড়লো নেটফ্লিক্সের সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বাফটা অ্যাওয়ার্ডস বিজয়ীরা (ছবি: টুইটার)

ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ৭৬তম আসরে সর্বাধিক সাতটি পুরস্কার জিতলো নেটফ্লিক্স প্রযোজিত জার্মান ভাষার সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। বাফটায় ইংরেজির বাইরে অন্য ভাষার কোনো সিনেমার এত বিভাগে জয়ের রেকর্ড এটাই প্রথম। 

১৯ ফেব্রুয়ারি লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) আয়োজনে ২০২২ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেতা রিচার্ড ই. গ্র্যান্ট।

৭৬তম বাফটা অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সিনেমার দৃশ্য (ছবি: নেটফ্লিক্স)

সেরা সিনেমা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

অসাধারণ ব্রিটিশ সিনেমা
দ্য বানশিজ অব ইনিশেরিন

অস্টিন বাটলার (ছবি: টুইটার)

সেরা অভিনেতা
অস্টিন বাটলার (এলভিস)

কেট ব্ল্যানচেট (ছবি: টুইটার)

সেরা অভিনেত্রী
কেট ব্ল্যানচেট (টার)

ব্যারি কিওগ্যান (ছবি: টুইটার)

সেরা পার্শ্ব অভিনেতা
ব্যারি কিওগ্যান (দ্য বানশিজ অব ইনিশেরিন)

কেরি কন্ডন (ছবি: টুইটার)

সেরা পার্শ্ব অভিনেত্রী
কেরি কন্ডন (দ্য বানশিজ অব ইনিশেরিন)

এডওয়ার্ড বারগার (ছবি: টুইটার)

সেরা পরিচালক
এডওয়ার্ড বারগার (অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট)

চার্লোট ওয়েলস (ছবি: টুইটার)

অসাধারণ নতুন গল্পকার-চিত্রনাট্যকার, পরিচালক অথবা প্রযোজক (ব্রিটিশ)
আফটারসান (গল্পকার, চিত্রনাট্যকার ও পরিচালক চার্লোট ওয়েলস)

ইংরেজির বাইরে অন্য ভাষার সেরা সিনেমা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)

এমা ম্যাকে (ছবি: টুইটার)

ইই বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোট)
এমা ম্যাকে

সেরা প্রামাণ্যচিত্র
নাভালনি

সেরা অ্যানিমেটেড সিনেমা
গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স)

মার্টিন ম্যাকডোনা (ছবি: টুইটার)

সেরা মৌলিক চিত্রনাট্য
দ্য বানশিজ অব ইনিশেরিন (মার্টিন ম্যাকডোনা)

সেরা রূপান্তরিত চিত্রনাট্য
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (এডওয়ার্ড বারগার, লেসলি প্যাটারসন ও আয়ান স্টোকেল)

সেরা মৌলিক সুর
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (ফলকার বের্তেলমান)

সেরা কাস্টিং
এলভিস (নিকি ব্যারেট ও ডেনিস চেমিয়ান)

সেরা চিত্রগ্রহণ
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জেমস ফ্রেন্ড)

সেরা পোশাক পরিকল্পনা
এলভিস (ক্যাথেরিন মার্টিন)

সেরা সম্পাদনা
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (পল রজার্স)

সেরা শিল্প নির্দেশনা
ব্যাবিলন (ফ্লোরেন্সিয়া মার্টিন ও অ্যান্থনি কারলিনো)

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
এলভিস (জেসন বেয়ার্ড, মার্ক কুলিয়ার, লুইস কুলস্টন ও শেন থমাস)

সেরা শব্দ
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (লার্স গিনসেল, ফ্রাঙ্ক ক্রুজা, ভিক্টর প্রাসিল, মার্কুস স্টেমলার)

স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার (রিচার্ড ব্যানহাম, ড্যানিয়েল ব্যারেট, জো লেটেরি, এরিক সেইন্ডন)

(বাঁ থেকে) টম বার্কলি, সিমাস ও’ হারা, জেমস মার্টিন ও রস হোয়াইট (ছবি: টুইটার)

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য সিনেমা
অ্যান আইরিশ গুডবাই (টম বার্কলি ও রস হোয়াইট)

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা
দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স

বাফটা ফেলোশিপ
স্যান্ডি পাওয়েল (কস্টিউম ডিজাইনার)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ