Connect with us

ছবি ও কথা

বাফটা ২০২৪: লালগালিচায় কোন নায়িকাদের পোশাক নজর কেড়েছে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৭৭তম বাফটা অ্যাওয়ার্ডসের লালগালিচায় বৈচিত্র্যময় ফ্যাশনের পসরা বসেছিলো। ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) আয়োজনে গতকাল (১৮ ফেব্রুয়ারি) লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তন আলোয় ভরেছেন হলিউড তারকারা।

অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

ব্রিটিশ-আলবেনিয়ান গায়িকা দুয়া লিপা।

‘পুয়োর থিংস’ তারকা এমা স্টোন ও ‘ওপেনহাইমার’ তারকা এমিলি ব্লান্ট।

‘বার্বি’ তারকা মার্গো রবি।

ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ।

ব্রিটিশ অভিনেত্রী রোজামুন্ড পাইক।

ব্রিটিশ সুপারমডেল নাওমি ক্যাম্পবেল।

ব্রিটিশ অভিনেত্রী ক্লেয়ার ফয়।

নেটফ্লিক্সের ‘ব্রিজারটন’ সিরিজের অভিনেত্রী চারিত্রা চন্দ্রন। ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ তারকা তিনি।

‘হাউ টু হ্যাভ সেক্স’ তারকা মিয়া ম্যাকেনা-ব্রুস। বড় পর্দার সেরা উদীয়মান হিসেবে বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।

‘নো টাইম টু ডাই’, ‘দ্য ওম্যান কিং’ তারকা লাশানা লিঞ্চ। দুই বছর আগে বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড জেতেন তিনি।

‘অ্যানাটমি অব অ্যা ফল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমার জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলার।

নেটফ্লিক্সের ‘এমিলি ইন প্যারিস’ সিরিজের অভিনেত্রী লিলি কলিন্স পরেছেন কালো গাউন।

আমেরিকান অভিনেত্রী ব্রাইস ডালাস হাওয়ার্ড।

‘বার্বি’ পরিচালক গ্রেটা গারউইগ।

‘দ্য হোল্ডওভারস’ তারকা ডে’ভাইন জয় র‌্যান্ডলফ।

ওটিটি প্ল্যাটফর্ম হুলুর ‘নরমাল পিপল’ সিরিজের ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এডগার-জোন্স।

ব্রিটিশ গায়িকা সোফি এলিস-বেক্সটর। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গান ‘মার্ডার অন দ্য ড্যান্সফ্লোর’ পরিবেশন করেছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ