Connect with us

সিনেমা হল

‘বার্বি’র প্রিমিয়ারে ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভুত হলিউড অভিনেতা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রমজান মিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

বিশ্বজুড়ে জনপ্রিয় পুতুল বার্বি অবলম্বনে নির্মিত ‘বার্বি’তে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ মডেল-অভিনেতা রমজান মিয়া। চমকপ্রদ ব্যাপার হলো, বহুল কাঙ্ক্ষিত সিনেমাটির জাঁকজমকপূর্ণ ঢাকা প্রিমিয়ারে অংশ নিতে আসছেন তিনি। আগামীকাল (২০ জুলাই) সন্ধ্যায় ঢাকার মহাখালীতে এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে রয়েছে এই আয়োজন। এবারই প্রথম পশ্চিমের কোনও অভিনেতা ঢাকায় নিজের সিনেমার প্রিমিয়ারে হাজির হতে যাচ্ছেন।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, “বাংলাদেশি বংশোদ্ভুত একজন ‘বার্বি’র মতো আলোচিত একটি সিনেমায় অভিনয় করেছেন, এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। ‘বার্বি’র ঢাকা প্রিমিয়ারে সেই অভিনেতা হাজির হবেন।”

‘বার্বি’ পুরুষ পুতুল কেইন চরিত্রে দেখা যাবে রমজান মিয়াকে। নিজের ইনস্টাগ্রামে সিনেমাটির প্রিমিয়ারে তোলা কয়েকটি ছবি-ভিডিও শেয়ার করেছেন তিনি।

রমজান মিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

রমজান মিয়ার জন্ম ইংল্যান্ডের লুটন শহরে। ২৯ বছর বয়সী এই তারকার মা-বাবা বাংলাদেশি। রমজানের দাদাবাড়ি সিলেটে। দক্ষিণ সুরমা উপজেলায় তার দাদার প্রতিষ্ঠিত দাখিল মাদ্রাসা আছে। রমজানের বাবা কুদ্দুস মিয়ার জন্ম ও বেড়ে ওঠা সিলেটে। পরে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। লন্ডনে সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ করেন কুদ্দুস মিয়া। বাবার নাটকেই শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন রমজান।

রমজান মিয়া (ছবি: টুইটার)

সংগীত ও নৃত্যে পড়াশোনা শেষ করে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন রমজান মিয়া। লরিয়াল, বস, বুলগারি, ডিওর, লেভি’সসহ বিখ্যাত বেশকিছু ব্র্যান্ডের মডেল হয়েছেন তিনি। হলিউডের ‘গোস্ট স্টোরিস’ (২০১৮), ‘রকেটম্যান’ (২০১৯), ‘আলাদিন’ (২০১৯), ‘এভরিবডিস টকিং অ্যাবাউট জেমি’ (২০২১), ‘এনোলা হোমস টু’ (২০২৩) সিনেমায় দেখা গেছে তাকে।

‘বার্বি’র দৃশ্যে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

হলিউডের নামজাদা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২১ জুলাই বিশ্বব্যাপী মহাসমারোহে মুক্তি পেতে চলেছে ‘বার্বি’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি।

গত বছরের এপ্রিলে সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট লুক ও মুক্তির তারিখ প্রকাশের পর থেকে ‘বার্বি’কে ঘিরে তুমুল আলোচনা ও দর্শকদের উন্মাদনা চলছে। এটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। স্বামী অস্কার মনোনীত নোয়া বাউমবাখের সঙ্গে মিলে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ৩৯ বছর বয়সী এই আমেরিকান নির্মাতা-অভিনেত্রী। এর বাজেট ১৪ কোটি ৫০ লাখ ডলার, ব্যাপ্তি ১ ঘণ্টা ৫৪ মিনিট।

‘বার্বি’র দৃশ্যে মার্গো রবি ও রায়ান গসলিং (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

ট্রেলারে দেখা যায়, বার্বি হঠাৎ বুঝতে পারে নিজের হিল জুতা ফেলে এসেছে পৃথিবীতে। সেই জুতা খুঁজতে সে পৃথিবীতে আসে। সেখানে হলিউড তারকা কেনকে সঙ্গে নিয়ে জুতা খুঁজতে গিয়ে পার্টিতে নাচ-গান এবং খেলাধুলা ও মারামারিতে জড়িয়ে যায় তারা। এরপর তাদের মাঝে গড়ে ওঠে প্রেম। ‘বার্বি’তে স্বাভাবিকভাবেই পুতুলের সঙ্গে সামঞ্জস্য রাখতে থাকছে উজ্জ্বল গোলাপি রঙ। সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর অভিনয়, নির্মাণশৈলী, কস্টিউম এবং শিল্প নির্দেশনার প্রশংসায় পঞ্চমুখ সিনেমা বিশ্লেষকরা।

‘বার্বি’র দৃশ্যে মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

আমেরিকান পুতুল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যাটেলের বার্বি ডল চরিত্রে অভিনয় করেছেন মার্গো রবি। ‘সুইসাইড স্কোয়াড’, ‘আই, টনিয়া’ ও ‘ম্যারি কুইন অব স্কটস’ সিনেমায় অভিনয় নৈপুণ্য দেখিয়ে হলিউডে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে এসেছেন তিনি। এবার বার্বি ডল চরিত্রে দেখা যাবে অস্কার মনোনীত ২৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান অভিনেত্রীকে। তার বিশ্বাস, ‘বিশ্বজুড়ে শিশু-কিশোরদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে সিনেমাটি। ছোটদের প্রিন্সেস থেকে শুরু করে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে কল্পনা করার অনুপ্রেরণা জুগিয়েছে পুতুলটি।’

‘বার্বি’র দৃশ্যে রায়ান গসলিং (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

কেইন হিসেবে থাকছেন কানাডিয়ান তারকা রায়ান গসলিং। এছাড়া দেখা যাবে একঝাঁক তারকাকে। বিভিন্ন পেশার ‘বার্বি’ হিসেবে অভিনয় করেছেন ফরাসি-ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকি, আমেরিকান অভিনেত্রী ইসা রেই, হারি নেফ, আলেকজান্দ্রা শিপ, কেট ম্যাকিনন, আনা ক্রুজ কেইন, আইরিশ অভিনেত্রী নিকোলা কফলান, ব্রিটিশ অভিনেত্রী রিতু আরিয়া, স্কটিশ অভিনেত্রী শ্যারন রুনি ও ব্রিটিশ-আলবেনিয়ান সংগীতশিল্পী দুয়া লিপা।

‘বার্বি’র পোস্টারে রায়ান গসলিং ও মার্গো রবি (ছবি: ওয়ার্নার ব্রাদার্স)

বিভিন্ন কেইন চরিত্রে থাকছেন কানাডিয়ান অভিনেতা সিমু লিউ, আমেরিকান অভিনেতা জন চেনা, স্কট ইভান্স, রুয়ান্ডান-স্কটিশ অভিনেতা এনকুটি গাটোয়া, ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আডির। ‘বার্বি’তে আরও অভিনয় করেছেন আমেরিকান অভিনেতা উইল ফেরেল, আমেরিকান অভিনেত্রী আমেরিকা ফেরেরা, রিয়া জো পার্লম্যান, আরিয়ানা গ্রিনব্লাট, ব্রিটিশ অভিনেত্রী এমারেল্ড ফেনেল, অভিনেতা কনোর সুইনডেলস, জেমি ডেমেট্রিউ, কানাডিয়ান অভিনেতা মাইকেল চেরা। ধারাবর্ণনা দিয়েছেন বর্ষীয়ান ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেন।

সিনেমা হল

ঈদের ১৩ সিনেমার মধ্যে ৮টি দেখাবে স্টার সিনেপ্লেক্স

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ওমর’, ‘কাজলরেখা’ ও ‘রাজকুমার’ সিনেমার পোস্টার

এবারের ঈদুল ফিতরে ঢালিউডের ১৩টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে ৮টি সিনেমা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মাল্টিপ্লেক্স সিনেমাহল স্টার সিনেপ্লেক্স। আজ (৭ এপ্রিল) বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে চলবে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’, হিমেল আশরাফের ‘রাজকুমার’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’, কামরুজ্জামান রোমানের ‘মোনা: জ্বীন ২’, ছটকু আহমেদের ‘আহারে জীবন’, কাজী হায়াৎ ও কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ এবং ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’।

‘দেয়ালের দেশ’ ও ‘আহারে জীবন’ সিনেমার পোস্টার

ঈদে মুক্তির মিছিলে থাকা সিনেমার মধ্যে আহমেদ হুমায়ূনের ‘পটু’, জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’, জাহিদ হোসেনের ‘সোনার চর’, কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’ এবং মো. ইকবালের ‘ডেডবডি’ স্টার সিনেপ্লেক্সে আপাতত চালাবে না।

‘গ্রিন কার্ড’, ‘মোনা: জ্বীন-২’ ও ‘মেঘনা কন্যা’ সিনেমার পোস্টার

২০০৪ সালের ৮ অক্টোবর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমাহল স্টার সিনেপ্লেক্স। ঢাকায় এর পাঁচটি শাখা রয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার (পুরনো রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এগুলো অবস্থিত। এছাড়া ঢাকার বাইরে রয়েছে চট্টগ্রামের বালি আর্কেড কমপ্লেক্স ও রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে।

পড়া চালিয়ে যান

সিনেমা হল

বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশে কারিনা-টাবু-কৃতির ‘ক্রু’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘‘ক্রু’ সিনেমায় (বাঁ থেকে) কৃতি স্যানন, টাবু ও কারিনা কাপুর খান (ছবি: বালাজি মোশন পিকচার্স)

বলিউডের তিন প্রজন্মের তিন অভিনেত্রী টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন। ‘ক্রু’ নামের সিনেমায় বিমানসেবিকার ভূমিকায় দেখা যাবে তাদের। এটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আজ (২২ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছে।

নারীকেন্দ্রিক কমেডি সিনেমা ‘ক্রু’ মুক্তি পাচ্ছে আগামী ২৯ মার্চ। এতে আরো অভিনয় করেছেন দিলজিৎ দোশাঞ্জ, কপিল শর্মা ও রাজেশ শর্মা।

‘‘ক্রু’ সিনেমায় (বাঁ থেকে) কৃতি স্যানন, টাবু ও কারিনা কাপুর খান (ছবি: বালাজি মোশন পিকচার্স)

নব্বই দশকের ‘খলনায়ক’ সিনেমায় অলকা ইয়াগনিক ও ইলা অরুণের গাওয়া কালজয়ী গান ‘চোলি কা পিছে’ নতুন আঙ্গিকে ব্যবহার করা হয়েছে ‘ক্রু’তে। মূল দুই গায়িকার গানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দিলজিৎ দোশাঞ্জ ও আইপি সিংয়ের কণ্ঠে নতুন কথা। এটি লিখেছেন আইপি সিং। তার সঙ্গে মিলে নতুন সংগীতায়োজন করেছেন অক্ষয় রাহেজা। মূল গানের গীতিকবি আনন্দ বকশী, সুরকার ও সংগীত পরিচালক লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল।

‘চোলি’ ছাড়াও ‘ক্রু’ সিনেমার ‘ন্যায়না’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। এতে টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যাননের রূপের জৌলুস দেখা গেছে। তবে শিডিউল মেলানো না যাওয়ায় পৃথকভাবে গানটির শুটিং করেছেন তারা। এতে কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোশাঞ্জ ও র‌্যাপার বাদশা।

‘‘ক্রু’ সিনেমার পোস্টারে (বাঁ থেকে) টাবু, কারিনা কাপুর খান ও কৃতি স্যানন (ছবি: বালাজি মোশন পিকচার্স)

গত ১৬ মার্চ ‘ক্রু’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। রাজেশ কৃষ্ণান পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স ও রিয়া কাপুরের অনিল কাপুর ফিল্মস অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক।

পড়া চালিয়ে যান

সিনেমা হল

৮ বছর পর সিক্যুয়েল, বড় পর্দায় ‘কুংফু পান্ডা ফোর’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘কুংফু পান্ডা ফোর’ সিনেমার পোস্টার (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

হলিউডের জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজের মধ্যে অন্যতম ‘কুংফু পান্ডা’। এর তিনটি কিস্তিই ব্যবসাসফল হয়েছে। ফলে সিরিজের প্রধান চরিত্র পো সব বয়সী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। সে বড়সড় নাদুসনুদুস পান্ডা। হাঁটাচলা ও কথাবার্তায় কৌতুক থাকলেও সে মোটেও অকাজের নয়। যুদ্ধবিদ্যা শিখে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পো।

২০০৮ সালে ‘কুংফু পান্ডা’, ২০১১ সালে ‘কুংফু পান্ডা টু’ ও ২০১৬ সালে মুক্তি পায় ‘কুংফু পান্ডা থ্রি’। সবই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। তবুও এরপর লম্বা বিরতি। পান্ডার লড়াই আবার দেখতে উন্মুখ ছিলো সারাবিশ্বের ভক্তরা। ৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর পর্দায় এলো নতুন কিস্তি। ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় গত ৮ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১ ঘণ্টা ৩৪ মিনিট দৈর্ঘ্যের ‘কুংফু পান্ডা ফোর’। একই দিন থেকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে চীনা ঐতিহ্যবাহী কাহিনিনির্ভর সিনেমাটি।

‘কুংফু পান্ডা ফোর’ সিনেমার পোস্টার (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

এবারের গল্পে আত্মিক শান্তির খোঁজে পো’কে দেখা যাবে নতুন অভিযানে বেরিয়ে পড়তে, তাকে সঙ্গ দেবে নতুন চরিত্র জেন। তারা একসঙ্গে মোকাবিলা করবে নতুন শত্রু দ্য ক্যামিলিয়নকে। পো এবারও একইসঙ্গে মজার ও দায়িত্বশীল ব্যক্তির ভূমিকায়। প্রতিটি দায়িত্ব পালন শেষের পর সে দেখে সামনে নতুন আরেকটি ধাপ এসে হাজির। ফলে বিশ্রামের অবকাশ নেই!

পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন আমেরিকান অভিনেতা জ্যাক ব্ল্যাক। মাইক মিচেল পরিচালিত ‘কুংফু পান্ডা ফোর’ সিনেমায় অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন আমেরিকান অভিনেত্রী অ্যাকওয়াফিনা, অস্কারজয়ী ভায়োলা ডেভিস, লরি তান চিন, অস্কারজয়ী আমেরিকান অভিনেতা কে হুই কোয়ান, ডাস্টিন হফম্যান, ব্রায়ান ক্র্যানস্টন, আয়ান ম্যাকশেন, জেমস হং, রনি চিয়েং ও ইউটিউব তারকা মিস্টারবিস্ট। ড্রিমওয়ার্কস অ্যানিমেশন স্টুডিওর

সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৮ কোটি ৫০ লাখ ডলার।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ