Connect with us

বলিউড

বিপাশার ঘরে এলো দেবী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

করণ সিং গ্রোভার ও বিপাশা বসু

করণ সিং গ্রোভার ও বিপাশা বসু (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউডের তারকা দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভার অভিনন্দনে ভাসছেন। বলিউডের এই তারকা দম্পতি অভিভাবক ক্লাবে যোগ দিলেন। তাদের ঘরে এক ছোট্ট পরীর জন্ম হয়েছে। আজ (১২ নভেম্বর) এই কন্যাসন্তান জন্ম দিয়েছেন ৪৩ বছর বয়সী বিপাশা। তার নাম রাখা হয়েছে দেবী বসু সিং গ্রোভার।

সোশ্যাল মিডিয়ায় মেয়ের দুই পায়ের ছবি শেয়ার করে বিপাশা বসু লিখেছেন, ‘ছোট্ট সোনামনিকে পৃথিবীতে স্বাগতম। সবসময় অনেক ভালোবাসবো। তোমার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। আমার সব আশীর্বাদ রইলো।’

 

View this post on Instagram

 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

ছবিটির নিচে বিপাশা-করণের নাম দিয়ে লেখা আছে, ‘আমাদের ভালোবাসা ও আশীর্বাদের শারীরিক প্রকাশ এখানে। সে সৃষ্টিকর্তার দান।’

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার (ছবি: ইনস্টাগ্রাম)

এর আগে দুটি বেবি শাওয়ার অনুষ্ঠান আয়োজন করেন বিপাশা-করণ। এরমধ্যে একটি ছিলো বাঙালি বেবি শাওয়ার। আরেকটিতে ছিলেন শুধু তাদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।

বিপাশা বসু

বিপাশা বসু (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন বিপাশা-করণ। ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। দেবী তাদের প্রথম সন্তান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ