বলিউড
আগামীকাল বিয়ে, আলিয়াকে কী উপহার দিচ্ছেন রণবীর
বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দুই তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের চার হাত এক হয়ে যাবে ১৪ এপ্রিল। আলিয়াকে বিয়েতে লন্ডনের একটি ব্র্যান্ডের আংটি উপহার দেবেন রণবীর। এতে থাকছে আটটি হীরার টুকরা। কারণ আট সংখ্যার প্রতি রণবীরের বিশেষ দুর্বলতা আছে।
বিয়ের পর অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন রণবীর। তাকে এজন্য রাজি করিয়েছেন আলিয়া। আশা করা হচ্ছে, ভক্তদের জন্য বিশেষ বার্তা দেবেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টায় ঐতিহ্য মেনে পাঞ্জাবি রীতিতে সাত পাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া। মুম্বাইয়ের বান্দ্রায় হবু বরের বাস্তু ভবনে রয়েছে এই আনুষ্ঠানিকতা। রণবীরের মা নিতু কাপুর, বোন রিধিমা কাপুর সাহানি এবং আলিয়ার চাচা রবিন ভাট বুধবার (১৩ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছেন। এদিন ছিল হবু বর-কনের মেহেদি অনুষ্ঠান।
১৯৭৯ সালের ১৩ এপ্রিল ঋষি কাপুর ও নিতু সিংয়ের বাগদান হয়েছিল। তাই ১৩ এপ্রিলেই হাতে বিয়ের মেহেদি দিয়েছেন আলিয়া। বুধবার দুপুর ২টার দিকে দুই পরিবার ও তাদের বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় কণ্ঠশিল্পী প্রতীক কুহাড় গেয়ে শোনান পাঞ্জাবি ও হিন্দি ভাষার সুফি, ফোক ও শাস্ত্রীয় ঘরানার গান। এছাড়া বেজেছে আলিয়ার ‘রাজি’ সিনেমার ‘দিলবারো’ গানটি।
মেহেদির ছবি যেন ফাঁস না হয় সেজন্য কর্মীদের সবার স্মার্টফোনের ক্যামেরায় স্টিকার মেরে দেওয়া হয়।
বাস্তু ভবনে পরিবারের পূর্বপুরুষ এবং মৃত প্রবীণদের আশীর্বাদ পেতে পূজা করা হয়েছে। আগামীকাল গায়ে হলুদ অনুষ্ঠানের আগে কাপুর বংশের পূজা অনুষ্ঠিত হবে।
মেহেদি অনুষ্ঠানে যারা ছিলেন
রণবীরের চাচাত বোন কারিশমা কাপুর ও কারিনা কাপুর, ভগ্নিপতি ভারত সাহানি, ভাগ্নী সামারা, চাচা রণধীর কাপুর, ফুফু রিমা জৈন, ফুফাত ভাই আরমান জৈন ও তার স্ত্রী আনিসা মালহোত্রা জৈন, আদার জৈন, ফুফাত বোন নিতাশা নন্দা, ফুফাতো ভাই নিখিল নন্দ ও তার স্ত্রী শ্বেতা নন্দা বচ্চন (অমিতাভ বচ্চনের মেয়ে) এবং মেয়ে নব্যা নন্দা, আলিয়ার বাবা মহেশ ভাট, মা সোনি রাজদান, বোন পূজা ভাট, শাহীন ভাট, ভাই রাহুল ভাট, ঘনিষ্ঠ বন্ধু আনুশকা রঞ্জন। তারকাদের মধ্যে ছিলেন নির্মাতা করণ জোহর, রণবীর-আলিয়ার ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার পরিচালক আয়ান মুখার্জি। ছবিটির ‘কেসারিয়া’ গান বাজবে বিয়েতে। বুধবার গানটির ভিডিওর কিছু অংশ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আয়ান।
কাপুর পরিবারের বারাত শোভাযাত্রা
ঐতিহ্য মেনে কৃষ্ণা রাজ বাংলো ও বাস্তু ভবনের মধ্যে বারাত শোভাযাত্রা বের করবে কাপুর পরিবার। পালি হিলে দুটি স্থাপনার মাঝের সড়কের পুরো অংশে গাছে গাছে আলো দিয়ে সাজানো হয়েছে। তাদের চলাচলের সুবিধার্থে আগামী ১৫-২০ মিনিট সড়কটিতে যানচলাচল বন্ধ রাখবে পুলিশ।
পুলিশের হুঁশিয়ারি
বাস্তু ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাউন্সাররা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন। ছবি তোলার জন্য গাড়ি না আটকাতে পাপারাজ্জিদের কড়া নির্দেশ দিতে পৌঁছেছে পুলিশ। বাস্তু ভবনের প্রবেশপথের সামনের রাস্তা আলো দিয়ে সাজানো হয়েছে। মুম্বাইয়ের জুহুতে আলিয়ার অ্যাপার্টমেন্টে আলোকসজ্জা করা হয়েছে।
সাজগোজ-উপহার
হবু বর-কনের মেক-আপ ও হেয়ারস্টাইলিং করবেন মিকি কন্ট্রাক্টর। ভক্তদের কাছ থেকে হবু বর-কনের জন্য উপহার আসতে শুরু করেছে। ইতোমধ্যে সোনালি গোলাপের বিশেষ তোড়া পেয়েছেন তারা।
আগামী ১৭ এপ্রিল তাজমহল প্যালেসে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন শাহরুখ খান, সঞ্জয় দত্ত, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন দম্পতি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস