Connect with us

ঢালিউড

বেনারসে নজর কাড়ছেন শাকিব-সোনাল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের ‘দরদ’ সিনেমার শুটিং চলছে ভারতের বেনারসে। সেখানে তোলা দুই তারকার নতুন কয়েকটি স্থিরচিত্র প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এগুলোতে তাদের রসায়ন ইতোমধ্যে নজর কাড়ছে।

শাকিব খান ও সোনাল চৌহানের ‘দরদ’ প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে রোমান্টিক সাইকো থ্রিলারটি তৈরি হচ্ছে। একজন সাইকোপ্যাথের প্রেমের গল্প নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতে আরো অভিনয় করছেন বলিউডের দুই অভিনেতা রাহুল দেব ও রাজেশ শর্মা, কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, অলোক জৈন, বাংলাদেশের ইমতু রাতিশ, এলিনা শাম্মি, রিও, সাফা মারিয়া, আমির সিরাজীসহ অনেকে।

বাংলাদেশ থেকে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ প্রযোজনা করছে ‘দরদ’। এটি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কান্নাডা ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট নির্মাতাদের।

সোনাল চৌহান বলিউডের জনপ্রিয় নায়িকা। ২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ২০১১ সালে অমিতাভ বচ্চনের ‘বুড্ডা হেগা তেরা বাপ’-এ দেখা গেছে তাকে। সর্বশেষ ‘বাহুবলী’ তারকা প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমায় মান্দোদারি চরিত্রে অভিনয় করেন ৩৬ বছর বয়সী এই তারকা।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’র অভাবনীয় সাফল্যের পর ‘দরদ’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে ফিরবেন শাকিব খান। ‘প্রিয়তমা’য় তার নায়িকা ছিলেন কলকাতার ইধিকা পাল। ‘দরদ’-এর মাধ্যমে প্রথমবার বলিউডের কোনো অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন তিনি। ইধিকার আগে টালিগঞ্জ থেকে তার নায়িকা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

 

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ