Connect with us

ঢালিউড

বেবি বাম্পের সেলফি শেয়ার করে ফেসবুকে ঝড় তুলেছেন বুবলী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শবনম বুবলী

শবনম বুবলী (ছবি: ফেসবুক)

‘আমার প্রাণের সঙ্গে আমি’- চিত্রনায়িকা শবনম বুবলী এই কথা লিখে দুটি সেলফি শেয়ার করে ফেসবুকে ঝড় তুলেছেন। কারণ ছবি দুটিতে বেবি বাম্পে (গর্ভাবস্থা) দেখা গেছে তাকে। পাশাপাশি হৃদয় আকৃতির ইমোজি ছয়বার এবং ‘ফিরে দেখা আমেরিকা’ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।

বুবলীর স্ট্যাটাস দেখে বোঝা যাচ্ছে, ছবি দুটি আমেরিকায় তোলা। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সেই সময় তার কোলে এসেছে সন্তান।

তবে ফেসবুক পোস্টে বুবলী এসবের কিছুই খোলাসা করেননি। এগুলো সত্যিই তার গর্ভাবস্থার ছবি কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। যদিও প্রিয় তারকার এমন খুশির খবরে শুভকামনা জানিয়েছেন ভক্তরা। তার পোস্ট শেয়ার হয়েছে ৫৭৫ বার। এতে ৩৯ হাজার লাইক ও প্রায় সাত হাজার কমেন্ট পড়েছে।

শবনম বুবলী

শবনম বুবলী (ছবি: ফেসবুক)

গুঞ্জন রয়েছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বুবলীর সম্পর্ক রয়েছে। গতকাল ছিলো শাকিবের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। শাকিব ও অপু বিশ্বাস নিজেদের ফেসবুক পেজে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন। এমন দিনে বুবলী বেবি বাম্পের ছবি শেয়ার করায় দুইয়ে দুইয়ে চার মিলিয়ে চায়ের কাপে আলোচনার ঝড় উঠেছে।

বুবলী এখন ‘চাদর’ সিনেমার শুটিং করছেন বুবলী। যদিও শুটিং সেটে তাকে বেবি বাম্পে দেখা যায়নি। বরং স্লিম ফিগারে নজর কাড়ছেন তিনি।

‘চাদর’ সিনেমায় বুবলীর বিপরীতে আছেন সাইমন সাদিক। এফডিসির প্রযোজনায় এটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু।

সিনেমাওয়ালা প্রচ্ছদ