টালিউড
বেড়ানোর ফাঁকে ফারিণের প্রথম সিনেমার একঝলক
অভিনেত্রী তাসনিয়া ফারিণ কয়েকদিন ধরে থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন। ভ্রমণের একফাঁকে নিজের প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’র একঝলক দেখালেন তিনি। এর মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হবে তার।
সোশ্যাল মিডিয়ায় কলকাতার পরিচালক অতনু ঘোষের পোস্ট করা একটি ছবি শেয়ার করে ফারিণ লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’
ছবিটিতে ফারিণের সঙ্গে অনিন্দিতা বসুকে দেখা যাচ্ছে। এটি তুলেছেন মিতা পাল।
অতনু ঘোষ লিখেছেন, ‘প্রতিটি জীবনই জটিল। প্রতিটি মন অমলিন রহস্যের রাজ্য।’
অতনু ঘোষের স্ট্যাটাসে অনেকে মন্তব্য করেছেন। ওপার বাংলার অভিনেত্রী তনিষ্ঠা বিশ্বাস লিখেছেন, ‘তাসনিয়া ফারিণ একজন চমৎকার অভিনয়শিল্পী। পর্দায় তার উপস্থিতি দেখতে ভালো লাগে।’
অভিনেতা এফএস নাঈমের কথায়, ‘তাসনিয়া ফারিণ আমাদের সম্পদ। একজন চমৎকার অভিনেত্রী। তার কণ্ঠও খুব সুন্দর। ফারিণের জন্য শুভকামনা। পৃথিবী মাতাতে থাকো।’
এসকে মুভিজের প্রযোজনায় ‘আরো এক পৃথিবী’র শুটিং হয়েছে লন্ডনে। এতে ফারিণকে দেখা যাবে প্রতীক্ষা চরিত্রে। সিনেমাটির গল্প চারটি চরিত্রকে ঘিরে। অন্য তিনটি চরিত্রের মধ্যে শ্রীকান্তের ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিত্র চরিত্রে সাহেব ভট্টাচার্য এবং আয়েষা হিসেবে আছেন অনিন্দিতা বসু। চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি।
এদিকে থাইল্যান্ডে ঘুরে বেড়ানোর উল্লেখযোগ্য মুহূর্ত ভক্ত-ফলোয়ারদের জানিয়েছেন তাসনিয়া ফারিণ। থাইল্যান্ডের চাঙ মাই প্রদেশের মেই রিম জেলার মেই রায়েম গ্রামে অবস্থিত বান মেই সা ঝরনা উপভোগ করেছেন তিনি।
ফুকেটের পূর্ব উপকূল থেকে আধাঘণ্টার পথ পেরোলে নক ফাঙ এনগা উপসাগরে ছোট দ্বীপ কোহ খাই। সেখানে তোলা একটি ছবি শেয়ার করে ফারিণ জুড়ে দিয়েছেন মেঘদল ব্যান্ডের গানের লাইন ‘এ হাওয়া আমায় নেবে কত দূরে?’
থাইল্যান্ডের চাঙ মাই প্রদেশের মেই টাইঙ জেলার কাঞ্জনা হাতির অভয়ারণ্যে বেড়াতে গিয়েছিলেন ফারিণ। সেখানে ৬৭ বছর বয়সী মেয়ে হাতি ম্যাসন তার আলাদাভাবে মন কাড়ে। তিনি জানান, এই হাতি শুধু পাকা কলা খেতে ভালোবাসে।
কারও কাছে পাকা কলা আছে জানলে তার চারপাশে ঘুরতে থাকে ম্যাসন। তার আচরণ খুবই ভালো। মাঝ বয়সে উদ্ধার হওয়ার পর কাঙ্ক্ষিত জীবনযাপন করতে পারছে সে।
ফুকেটের সবচেয়ে দৃষ্টিনন্দন সৈকতের মধ্যে অন্যতম ফ্রিডম বিচ। সাদা বালির এই সৈকতে আনন্দে ঘুরে বেড়িয়েছেন তাসনিয়া ফারিণ। সাগরে পা ভিজিয়ে ভীষণ আনন্দিত তিনি। চারপাশে নিরিবিলি ও শান্ত পরিবেশ পাওয়া যায় সেখানে।
এদিকে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই’য়ে গত ১৯ আগস্ট মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণের নতুন ওয়েব সিরিজ ‘কারাগার পার্ট-১’। সৈয়দ আহমেদ শাওকীর দ্বিতীয় ওয়েব সিরিজটি দেখে দুই বাংলার দর্শকরা মুগ্ধ। তাদের মতে, ভালো কাহিনি ও ভালো বাহিনীর মিশেলে দুর্দান্ত ও অসাধারণ একটি কাজ এটি। ফলে এর কলাকুশলীরা এখন টুপি খোলা অভিবাদনে সিক্ত হচ্ছেন।
সিরিজটির শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য, সাসপেন্স ও থ্রিল উপভোগ করেছেন সাধারণ দর্শক। শেষের ক্লাইম্যাক্সে যে চমক রয়েছে, সেটাকে ঘিরেই পুরো সিরিজ। শেষ দৃশ্যের একটি শব্দ দর্শককে দ্বিতীয় পর্ব দেখার জন্য আটকে রাখলো! শেষ দৃশ্যের সুবাদে পার্ট-২ দেখার অপেক্ষায় অধীর আগ্রহে সবাই।
‘কারাগার পার্ট-১’ সিরিজে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, আফজাল হোসেন, বিজরী বরকতুল্লাহ, এফএস নাঈম, এ কে আজাদ সেতু, জয়ন্ত চট্টোপাধ্যায়, জাহিদ হোসেন শোভন, অশোক বেপারী, উজ্জ্বল কবির হিমু, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস