বলিউড
ভাইরাল ‘আই লাভ ইউ’ ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের একে অপরের সঙ্গে বাকযুদ্ধ দেখে সবাই ধরে নিয়েছিলো, ডাল মে কুছ কালা হ্যায়! তাদের সম্পর্ক আর কথা কাটাকাটি নিয়ে চায়ের কাপে ঝড় ওঠার ব্যাপার কমবেশি সবারই জানা।
উর্বশী এক সাক্ষাৎকারে নির্দিষ্ট করে ‘আরপি’ প্রসঙ্গে কথা বলার পর থেকে এসব গুঞ্জনের শুরু। তিনি জানান, তার জন্য বিশেষ একজন কয়েক ঘণ্টা লবিতে অপেক্ষা করেছিলেন। পরে সোশ্যাল মিডিয়ায় তারা একে অপরকে ইঙ্গিত দিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এরপর অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২৮ বছর বয়সী এই অভিনেত্রীকে ‘আই লাভ ইউ’ বলতে শোনা গেছে। কথাটিকে ঋষভ পান্তের সঙ্গে তার সম্পর্কের স্বীকারোক্তি হিসেবে দেখেছে ভক্তরা। তবে ঘটনাটি স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন ‘সনম রে’ তারকা।

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)
ইনস্টাগ্রামের স্টোরিসে উর্বশী লিখেছেন, “ভাইরাল ‘আই লাভ ইউ’ ভিডিওটির বিষয়ে পরিষ্কার করতে চাই, শুধু অভিনয়ের পরিপ্রেক্ষিতে একটি সংলাপের দৃশ্য হিসেবে কথাটি বলেছি। কাউকে উদ্দেশ করে কিংবা কোনও ভিডিও কল থেকে বলিনি।” সবশেষে নমস্তে ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)
এর আগে উর্বশীর আরেকটি ভিডিও ভাইরাল হয়। এতে তার মুখে শোনা গেছে, ‘আমি দুঃখিত।’ তখন ধারণা করা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় বাক্য বিনিময়ের ঋষভ পন্তের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। পরে উর্বশী স্পষ্ট করেন, এর মাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)
সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশীকে প্রশ্ন করা হয়, তার জীবনের একটি নির্দিষ্ট আরপি নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তর ছিলো, ‘একদিন শুটিং করেছি সারাদিন, এরপর রাতে একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে হয়েছে। আরপি সাহেব লবিতে আমার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু শো করার পর এতোই ক্লান্ত ছিলাম যে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম থেকে উঠে দেখি প্রায় ১৬-১৭টি মিসকল।’
উর্বশীর সাক্ষাৎকার প্রকাশের পর ক্রিকেটার ঋষভ পন্ত সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন, ‘মানুষ ঠুনকো জনপ্রিয়তা পেতে ও খবরের শিরোনামে আসার জন্য কীভাবে মিথ্যা বলে। দুঃখজনক ব্যাপার হলো, কিছু মানুষ নাম-যশের এতোই তৃষ্ণার্ত। ঈশ্বর তাদের মঙ্গল করুন।’ এর সঙ্গে ‘আমার পিছু ছাড়ো বোন’ এবং ‘মিথ্যার সীমা থাকা দরকার’ হ্যাশট্যাগ দুটি জুড়ে দেন তিনি।

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)
উর্বশী পরোক্ষভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, ‘ছোট ভাইয়া ব্যাট-বল নিয়ে খেললেই ভালো। আমি কোনো মুন্নি নই যে পুচকে প্রেমিকের জন্য বদনাম কুড়াবো। তোমার জন্য রক্ষাবন্ধন মোবারক হোক।’ এছাড়া ‘আরপি ছোটু ভাইয়া’, ‘কোনো মেয়ের নীরবতা সুযোগ নিও না’ এবং ‘কুগার হান্টার’ (যে পুরুষ নিজের চেয়ে বয়সে বড় নারীকে ব্যবহারের জন্য খুঁজে বেড়ায়) হ্যাশট্যাগ তিনটি জুড়ে দিয়েছেন তিনি।

উর্বশী রাউতেলা (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে ইরানি নারীদের প্রতি সংহতি জানাতে চুল ছোট করে ফেলেছেন উর্বশী রাউতেলা। পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে। অনেক দেশের অভিনেত্রীরা নিজেদের চুল কেটে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সেই তালিকায় যুক্ত হলেন ভারতীয় এই তারকা। তিনি বলেন, ‘নারীদের সম্মান করুন। চুলকে নারীর সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয়। জনসমক্ষে চুল কেটে নারীরা দেখিয়ে দিচ্ছে, সমাজের সৌন্দর্যের মাপকাঠি নিয়ে তারা চিন্তা করে না। কীভাবে সাজবে, কীভাবে কথা বলবে বা জীবনযাপন করবে সেসব ব্যাপারে অন্য কাউকে সিদ্ধান্ত নিতে দেবে না তারা। নারীরা একত্রিত হয়ে নিজেদের ইস্যুকে সমগ্র নারীজাতির ইস্যু হিসেবে ভাবলে নারীবাদ নতুন প্রাণশক্তি পাবে।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস