Connect with us

বলিউড

ভিকির জন্য ক্যাটরিনার প্রথম উপোস

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জীবনের প্রথম কারবা চৌথ উদযাপন করলেন। স্বামীর দীর্ঘায়ু কামনা করে সারাদিন উপোস করে চাঁদ দেখার পর প্রসাদ খেয়েছেন তিনি। আচার-অনুষ্ঠানটিতে অভিনেতা ভিকি কৌশল ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

প্রথম ছবিতে দেখা গেছে, ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন ক্যাট-ভিকি। পরেরটিতে তাদের সঙ্গে আছেন ভিকির বাবা-মা। তৃতীয়টিতে এই তারকা দম্পতি একসঙ্গে ক্যামেরায় তাকিয়ে আছেন। আর শেষ ছবিতে ক্যাটরিনাকে কারবা চৌথের আনুষ্ঠানিকতা পালন করতে দেখা গেছে। তিনি পরেছিলেন টকটকে অলঙ্কৃত পাড়ের লাল শাড়ি।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রাম পোস্টে ক্যাটরিনা লিখেছেন, ‘প্রথম কারবা চৌথ।’

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন। পরিচালক জোয়া আখতার বলেন, ‘শুভ প্রথম কারবা চৌথ।’

ক্যাটরিনা জানালেন, ভিকিও উপোস ছিলেন দিনভর। তিনি বলেন, ‘খুব ক্ষুধা পেয়েছিলো (হাসি)। মুম্বাইয়ে রাত ৯টা ১ মিনিটে চাঁদ দেখা যাওয়ার কথা শুনেছি। কিন্তু দেখা যায়নি। রাত ৯টা ৩৫ মিনিটে দেখেছি। রাত ৯টা পর্যন্ত উপোস করতে হবে জানতাম। কিন্তু চাঁদ দেখা না যাওয়ায় রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খুব ক্ষুধা লেগেছিল। ভিকিকে আমি উপোস করতে বলিনি। সে নিজে থেকেই কারবা চৌথ পালন করেছে। তাই দিনটা ছিলো মধুর।’

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ভিকি কৌশল ও তার মা-বাবার সঙ্গে ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

গত বছরের ডিসেম্বরে রাজস্থানে ঘরোয়া পরিসরে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তখন সামনে ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। এর আগে চুপিসারে প্রেমের সাম্পানে ভেসেছেন দু’জনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘বিয়ে যে কারো জীবনে বড় পরিবর্তন বয়ে আনে। একজন মানুষের সঙ্গে জীবনটা সাজিয়ে নিচ্ছি এবং একসঙ্গে বসবাস করছি। এটা সত্যিই চমৎকার, সত্যিই অপূর্ব। অবশ্যই শুটিংয়ের কারণে তাকে দূরে থাকতে হয়, আমার মতোই। অভিনয়শিল্পীদের পেশাগত কারণে সবসময় এদিক-সেদিক যেতে হয়। আমাদের একসঙ্গে সময় কাটানো হয় কম। তবে সে খুব চমৎকার মানুষ এবং আমার জীবনে এমন একজনকে পাওয়া দারুণ ব্যাপার।’

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে ভক্তদের হৃদয়ে রাজত্ব করতে ক্যাটরিনা কাইফের ভৌতিক-কমেডি ধাঁচের নতুন সিনেমা ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। গুরমিত সিংয়ের পরিচালনায় এতে তার সঙ্গে আছেন সিদ্ধান্ত চতুর্বেদি ও ইশান খাট্টার। তারা এখন এর প্রচারণায় ব্যস্ত।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (ছবি: ইনস্টাগ্রাম)

তবে ভৌতিক সিনেমা দেখা মোটেও কুলিয়ে উঠতে পারেন না ক্যাটরিনা। এ কারণে চলতি বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ভুল ভুলাইয়া টু’ (কার্তিক আরিয়ান) দেখা শুরু করলেও শেষ করেননি তিনি। কারণ পর্দায় টাবু এলেই ভয়ে কুঁকড়ে চোখ ঢেকে ফেলতে হয় তাকে! তার স্বীকারোক্তি, ‘যদিও আমি জানি, সিনেমাটিতে হাস্যরস আছে, তবুও এটা আমার জন্য খুবই ভীতিকর।’

ফোন ভূত

‘ফোন ভূত’ সিনেমার পোস্টার (ছবি: এক্সেল এন্টারটেইনমেন্ট)

‘ফোন ভূত’ সিনেমার শুটিংয়ে ভয় লাগেনি? ক্যাটরিনার সরল উত্তর, ‘ভয় জাগানিয়া কোনো লোকেশন ছিলো না। তাছাড়া আমিই ভূতের চরিত্রে অভিনয় করেছি। ভূত তো আর নিজেকে ভয় দেখায় না।’

ফোন ভূত

‘ফোন ভূত’ সিনেমার পোস্টার (ছবি: এক্সেল এন্টারটেইনমেন্ট)

ক্যাটরিনা প্রসঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদির মন্তব্য, তার সঙ্গে কাজ করা চমকপ্রদ ব্যাপার। তাকে দেখতে তিনি সাদাসিধে লাগলেও প্র্যাঙ্ক করায় তার জুড়ি নেই। আমাদের নিয়ে তিনি অনেক ঠাট্টা-তামাশা করতেন। তার সঙ্গে কাজ করা মজার ছিলো। তিনি খুব আন্তরিক। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার দেখা সবচেয়ে পরিশ্রমী অভিনেত্রীদের একজন তিনি।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

আগামী বছরের এপ্রিলে সিনেমা হলে আসবে ক্যাটরিনার ‘টাইগার থ্রি’। তার হাতে আরো আছে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ (বিজয় সেতুপতি), ফারহান আখতারের ‘জি লে জারা’ (প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট)। তাকে সবশেষ গত বছর ‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে।

অন্যদিকে ভিকি কৌশল অভিনয় করছেন মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ সিনেমায়। এতে তার বিপরীতে থাকছেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। এছাড়া ৩৪ বছর বয়সী এই তারকার হাতে আছে রাজকুমার হিরানির ‘ডাংকি’ (শাহরুখ খান, তাপসী পান্নু), আদিত্য ধরের ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ (সারা আলি খান), বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ (মানুষি ছিল্লার), আনন্দ এল. রাই, লক্ষ্মণ উটেকার ও আনন্দ তিওয়ারি পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া পৃথক তিনটি সিনেমা।

বলিউড

চুপিসারে বিয়ে করেছেন তাপসী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

তাপসী পান্নু ও ম্যাথিয়াস বো (ছবি: এক্স)

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু চুপিসারে শুভ কাজ সেরে ফেলেছেন। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো’কে বিয়ে করেছেন ৩৬ বছর বয়সী এই তারকা। ভারতের উদয়পুরে গত ২৩ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভারতের একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তবে তাপসী এখনো নিজে থেকে কিছু জানাননি।

ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো’র ঝুলিতে আছে অলিম্পিকের স্বর্ণপদক। ৪৩ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে প্রায় ১০ বছরের সম্পর্ক তাপসীর। তারা নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন। ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রেখেছেন দু’জনে। কেবল কয়েক মাস আগে প্রেমের কথা জানান তাপসী। এরপর থেকে তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো।

গত ২০ মার্চ শুরু হয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। বিয়েতে অংশ নেন দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনেরা। নিমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন তাপসীর ‘দোবারা’ ও ‘থাপ্পড়’ সিনেমার সহশিল্পী পাভেল গুলাটি, ‘দোবারা’ ও ‘মনমর্জিয়া’ সিনেমার পরিচালক ও ‘সান্ড কি আঁখ’ সিনেমার প্রযোজক অনুরাগ কাশ্যাপ, চিত্রনাট্যকার কনিকা ধিলন।

বলিউড অভিনেত্রীদের মধ্যে সম্প্রতি বিয়ে করেছেন রাকুল প্রীত সিং ও কৃতি খারবান্দা। সেই তালিকায় তাপসী পান্নুর নাম যুক্ত হলো।

তাপসী পান্নুকে সর্বশেষ রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে। তার হাতে এখন আছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘ও লাড়কি হ্যায় কাহা?’ এবং ‘খেল খেল মে’।

পড়া চালিয়ে যান

বলিউড

পুলকিত-কৃতির বিয়ের ছবি, কী লিখলেন নবদম্পতি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা (ছবি: ইনস্টাগ্রাম)

সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের দুই তারকা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। গতকাল (১৫ মার্চ) বিয়ে করলেও একদিন পর সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন দু’জনে। এরমধ্যে একটিতে দেখা গেছে, কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন বর।

গতকাল (১৬ মার্চ) ইনস্টাগ্রামে পুলকিত ও কৃতি একই অনুভূতি জানিয়েছেন। তারা লিখেছেন, ‘রোদ ঝলমলে নীল আকাশ থেকে ভোরের শিশির, জীবনের ভালো-মন্দ যেকোনো সময়ে শুধুই তুমি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটি হৃদস্পন্দনে শুধুই তুমি।’

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা (ছবি: ইনস্টাগ্রাম)

গোলাপি লেহাঙ্গার সঙ্গে মানানসই কুন্দনের গয়না পরেছেন কৃতি খারবান্দা। পুলকিতের পরনে পেস্তা রঙের শেরওয়ানি আর মাথায় পাগড়ি। শেরওয়ানিতে ‘গায়ত্রী মন্ত্র’ ছাপা। কনের লেহাঙ্গার সঙ্গে মিলিয়ে পাগড়িতে আছে গোলাপি সুতার কাজ। সংগীতানুষ্ঠান, গায়ে হলুদ, ককটেল পার্টি ও বিয়েসহ চার দিনব্যাপী জমকালো আয়োজন ছিলো দিল্লি এনসিআরের কাছে আইটিসি গ্র্যান্ড ভারত হোটেলে।

‘বীরে কি ওয়েডিং’ (২০১৮) সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান পুলকিত ও কৃতি খারবান্দা। এরপর ‘পাগলপান্তি’ (২০১৯) ও ‘তেইশ’ (২০২০) সিনেমায় তাদের একত্রে দেখা গেছে। বিয়ের মধ্য দিয়ে সফল পরিণতি পেলো তাদের প্রেম। দু’জনেরই জন্ম দিল্লিতে। তাই বিয়ের যাবতীয় অনুষ্ঠান এই শহরেই করা হয়েছে।

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড থেকে বিয়েতে উপস্থিত ছিলেন হাতেগোনা অতিথি। পুলকিত অভিনীত ‘ফুকরে’ সিনেমার অভিনয়শিল্পীদের মধ্যে রিচা চড্ডা ও আলি ফজল দম্পতিকে দেখা গেছে। এছাড়া ফারহান আখতার ও শিবানি দান্ডেকর, সংগীতশিল্পী মিকা সিং নিমন্ত্রিত অতিথি ছিলেন।

৪০ বছর বয়সী পুলকিত সম্রাটের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে বলিউড সুপারস্টার সালমন খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। সালমানের হাত ধরে ২০১২ সালে বড় পর্দায় সুযোগ পান পুলকিত। তার প্রথম সিনেমা ‘বিট্টু বস’। শ্বেতার সঙ্গে মাত্র একবছরের দাম্পত্য জীবন কেটেছে তার। এরপর ছাড়াছাড়ি হয়ে যায় তাদের।

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা (ছবি: ইনস্টাগ্রাম)

পুলকিত সম্রাটের সিনেমার তালিকায় উল্লেখযোগ্য– ‘ফুকরে’ (২০১৩), ‘জয় হো’ (২০১৪), ‘ও তেরি’ (২০১৪), ‘ডলি কি ডোলি’ (২০১৫), ‘বাঙ্গিস্তান’ (২০১৫), ‘সনম রে’ (২০১৬), ‘জুনুনিয়াত’ (২০১৬), ‘ফুকরে রিটার্নস’ (২০১৭), ‘ফুকরে থ্রি’ (২০২৩)। তার অভিনয় দর্শকদের মন জয় করেছে।

অন্যদিকে ২০০৯ সালে তেলুগু সিনেমা ‘বনি’র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কৃতি খারবান্দা। ২০১৬ সালে ‘রাজ়: রিবুট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ৩৩ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারে আরো আছে ‘শাদি মে জ়রুর আনা’ (২০১৭), ‘কারবান’ (২০১৮), ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ (২০১৮), ‘হাউসফুল ফোর’ (২০১৯), ‘চৌদ্দ ফেরে’ (২০২১)।

পড়া চালিয়ে যান

বলিউড

মধুবালার বায়োপিক আসছে, নায়িকা হচ্ছেন কে?

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

মধুবালা (ছবি: এক্স)

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক তৈরি হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘মধুবালা’। আজ (১৫ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছে সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন্স। এটি পরিচালনা করবেন জাসমিত কে রিন। আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ (২০২২) পরিচালনা করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।

মধুবালার বায়োপিকে নাম ভূমিকায় কে অভিনয় করবেন তার নাম জানতে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, আলিয়া ভাটকে নেওয়া হতে পারে এই চরিত্রে। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করেননি।

মেয়ের মা হওয়ার জনসমক্ষে খুব কম এসেছেন আলিয়া ভাট।

মধুবালাকে বলা হয় ভারতীয় সিনেমার শুকতারা। বড় পর্দায় কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি, সেগুলো তুলে ধরা হবে বায়োপিকে।

সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন্সের সঙ্গে ‘মধুবালা’ প্রযোজনা করবে ব্রুইং থটস প্রাইভেট লিমিটেডের প্রশান্ত সিং ও মাধুর্য বিনয়। মধুবালার বোন মধুর ব্রিজ ভূষণ এবং অরবিন্দ কুমার মালবিয়া সহ-প্রযোজক হিসেবে থাকবেন।

মধুবালা (ছবি: এক্স)

১৯৪২ সালে ‘বসন্ত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মধুবালা। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোগল-এ-আজ়ম’ সিনেমায় আনারকলি চরিত্রে তার অভিনয়কে ক্যারিয়ারের সেরা কাজ মনে করা হয়।

ব্যক্তিজীবনে কিংবদন্তি গায়ক-অভিনেতা কিশোর কুমারের সঙ্গে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন মধুবালা। মাত্র ৩৬ বছর বয়সে তার জীবনাবসান হয়।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ