Connect with us

বলিউড

ভিকির জন্য ক্যাটরিনার প্রথম উপোস

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জীবনের প্রথম কারবা চৌথ উদযাপন করলেন। স্বামীর দীর্ঘায়ু কামনা করে সারাদিন উপোস করে চাঁদ দেখার পর প্রসাদ খেয়েছেন তিনি। আচার-অনুষ্ঠানটিতে অভিনেতা ভিকি কৌশল ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

প্রথম ছবিতে দেখা গেছে, ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন ক্যাট-ভিকি। পরেরটিতে তাদের সঙ্গে আছেন ভিকির বাবা-মা। তৃতীয়টিতে এই তারকা দম্পতি একসঙ্গে ক্যামেরায় তাকিয়ে আছেন। আর শেষ ছবিতে ক্যাটরিনাকে কারবা চৌথের আনুষ্ঠানিকতা পালন করতে দেখা গেছে। তিনি পরেছিলেন টকটকে অলঙ্কৃত পাড়ের লাল শাড়ি।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রাম পোস্টে ক্যাটরিনা লিখেছেন, ‘প্রথম কারবা চৌথ।’

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন। পরিচালক জোয়া আখতার বলেন, ‘শুভ প্রথম কারবা চৌথ।’

ক্যাটরিনা জানালেন, ভিকিও উপোস ছিলেন দিনভর। তিনি বলেন, ‘খুব ক্ষুধা পেয়েছিলো (হাসি)। মুম্বাইয়ে রাত ৯টা ১ মিনিটে চাঁদ দেখা যাওয়ার কথা শুনেছি। কিন্তু দেখা যায়নি। রাত ৯টা ৩৫ মিনিটে দেখেছি। রাত ৯টা পর্যন্ত উপোস করতে হবে জানতাম। কিন্তু চাঁদ দেখা না যাওয়ায় রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খুব ক্ষুধা লেগেছিল। ভিকিকে আমি উপোস করতে বলিনি। সে নিজে থেকেই কারবা চৌথ পালন করেছে। তাই দিনটা ছিলো মধুর।’

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ভিকি কৌশল ও তার মা-বাবার সঙ্গে ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

গত বছরের ডিসেম্বরে রাজস্থানে ঘরোয়া পরিসরে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তখন সামনে ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। এর আগে চুপিসারে প্রেমের সাম্পানে ভেসেছেন দু’জনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘বিয়ে যে কারো জীবনে বড় পরিবর্তন বয়ে আনে। একজন মানুষের সঙ্গে জীবনটা সাজিয়ে নিচ্ছি এবং একসঙ্গে বসবাস করছি। এটা সত্যিই চমৎকার, সত্যিই অপূর্ব। অবশ্যই শুটিংয়ের কারণে তাকে দূরে থাকতে হয়, আমার মতোই। অভিনয়শিল্পীদের পেশাগত কারণে সবসময় এদিক-সেদিক যেতে হয়। আমাদের একসঙ্গে সময় কাটানো হয় কম। তবে সে খুব চমৎকার মানুষ এবং আমার জীবনে এমন একজনকে পাওয়া দারুণ ব্যাপার।’

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে ভক্তদের হৃদয়ে রাজত্ব করতে ক্যাটরিনা কাইফের ভৌতিক-কমেডি ধাঁচের নতুন সিনেমা ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। গুরমিত সিংয়ের পরিচালনায় এতে তার সঙ্গে আছেন সিদ্ধান্ত চতুর্বেদি ও ইশান খাট্টার। তারা এখন এর প্রচারণায় ব্যস্ত।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (ছবি: ইনস্টাগ্রাম)

তবে ভৌতিক সিনেমা দেখা মোটেও কুলিয়ে উঠতে পারেন না ক্যাটরিনা। এ কারণে চলতি বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘ভুল ভুলাইয়া টু’ (কার্তিক আরিয়ান) দেখা শুরু করলেও শেষ করেননি তিনি। কারণ পর্দায় টাবু এলেই ভয়ে কুঁকড়ে চোখ ঢেকে ফেলতে হয় তাকে! তার স্বীকারোক্তি, ‘যদিও আমি জানি, সিনেমাটিতে হাস্যরস আছে, তবুও এটা আমার জন্য খুবই ভীতিকর।’

ফোন ভূত

‘ফোন ভূত’ সিনেমার পোস্টার (ছবি: এক্সেল এন্টারটেইনমেন্ট)

‘ফোন ভূত’ সিনেমার শুটিংয়ে ভয় লাগেনি? ক্যাটরিনার সরল উত্তর, ‘ভয় জাগানিয়া কোনো লোকেশন ছিলো না। তাছাড়া আমিই ভূতের চরিত্রে অভিনয় করেছি। ভূত তো আর নিজেকে ভয় দেখায় না।’

ফোন ভূত

‘ফোন ভূত’ সিনেমার পোস্টার (ছবি: এক্সেল এন্টারটেইনমেন্ট)

ক্যাটরিনা প্রসঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদির মন্তব্য, তার সঙ্গে কাজ করা চমকপ্রদ ব্যাপার। তাকে দেখতে তিনি সাদাসিধে লাগলেও প্র্যাঙ্ক করায় তার জুড়ি নেই। আমাদের নিয়ে তিনি অনেক ঠাট্টা-তামাশা করতেন। তার সঙ্গে কাজ করা মজার ছিলো। তিনি খুব আন্তরিক। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমার দেখা সবচেয়ে পরিশ্রমী অভিনেত্রীদের একজন তিনি।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ (ছবি: ইনস্টাগ্রাম)

আগামী বছরের এপ্রিলে সিনেমা হলে আসবে ক্যাটরিনার ‘টাইগার থ্রি’। তার হাতে আরো আছে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ (বিজয় সেতুপতি), ফারহান আখতারের ‘জি লে জারা’ (প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট)। তাকে সবশেষ গত বছর ‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে।

অন্যদিকে ভিকি কৌশল অভিনয় করছেন মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ সিনেমায়। এতে তার বিপরীতে থাকছেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। এছাড়া ৩৪ বছর বয়সী এই তারকার হাতে আছে রাজকুমার হিরানির ‘ডাংকি’ (শাহরুখ খান, তাপসী পান্নু), আদিত্য ধরের ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ (সারা আলি খান), বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ (মানুষি ছিল্লার), আনন্দ এল. রাই, লক্ষ্মণ উটেকার ও আনন্দ তিওয়ারি পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া পৃথক তিনটি সিনেমা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ