বলিউড
মক্কায় ২০ ঘণ্টায় হিনা খানের দুইবার ওমরাহ পালন

মক্কায় হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খানকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এবং ‘কসৌটি জিন্দেগি কে’তে দারুণ অভিনয়ের সুবাদে ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন তিনি। সবশেষ ‘নাগিন সিক্স’ সিরিয়ালে দেখা গেছে তাকে। এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা। ভক্তদের অনেকে ছোট পর্দায় তার ফিরে আসার অপেক্ষায়।
তবে বর্তমানে ধর্মীয় রীতি পালনে ব্যস্ত হিনা খান। মাহে রমজানের আগে সৌদি আরবের পবিত্রতম শহর মক্কায় প্রথমবার ওমরাহ পালন করেছেন তিনি। তার জন্য এই মক্কা ভ্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় নিজের এই যাত্রার বেশকিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)
গত ২১ মার্চ বিমানবন্দরের লাগেজ সংগ্রহের কর্নারে তোলা একটি ছবি পোস্ট করেন হিনা। এর সঙ্গে আরো তিনটি ছবি রয়েছে। এগুলোতে তার মুখে হাসি দেখা গেছে। তখন মাথা থেকে পা পর্যন্ত সাদা পোশাকের সঙ্গে একই রঙের হিজাবে মার্জিত লেগেছে তাকে।
View this post on Instagram
আরেকটি ছবিতে বিমানের ভেতরে মায়ের সঙ্গে বসে আছেন হিনা। এর কয়েক ঘণ্টা পর একটি ভিডিও শেয়ার করেন তিনি। ক্লিপটির শুরুতে তাকে একটি টিভি পর্দার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। টিভিতে দেখা গেছে মসজিদ আল-হারাম। এক পলকে তিনি হাত দিয়ে পর্দা ঢেকে চলে যান পবিত্র মক্কায়।

মক্কায় হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)
ভিডিওর ক্যাপশনে হিনা লিখেছেন, ‘প্রথম ওমরাহ সম্পন্ন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন।’

মা ও ভাইয়ের সঙ্গে হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)
এখানেই শেষ নয়, ২০ ঘণ্টার ব্যবধানে মা ও ভাইকে নিয়ে দুইবার ওমরাহ পালন করেছেন হিনা খান। গতকাল (২২ মার্চ) দ্বিতীয়বার ওমরাহ পালনের খবর একটি পোস্টে জানান তিনি। তার কথায়, ‘দ্বিতীয় ওমরাহ সম্পন্ন। মাশাল্লাহ জাজাকাল্লাহ। আল্লাহ আমাদের ওমরাহ ও দোয়া কবুল করুন। আমাদের সবার জন্য ওমরাহ সহজ করার জন্য আল্লাহকে ধন্যবাদ।’

মক্কায় হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)
এরপর হোটেল রুমে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেন হিনা খান। এখান থেকে পবিত্র কাবা দেখা যায়। এতে স্বপ্ন হলো সত্যি (ড্রিম কাম ট্রু) হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তিনি।
View this post on Instagram
২০২০ সালের ৭ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পায় হিন খানের প্রথম সিনেমা ‘হ্যাকড’। এরপর জিফাইভ অ্যাপে টানা চার মাস ট্রেন্ডিংয়ে ছিলো এটি। তার অভিনীত ওয়েব ফিল্মের তালিকায় রয়েছে ‘আনলক’ (২০২০), ‘উইশলিস্ট’ (২০২০), ‘লাইনস’ (২০২১) এবং ‘ষড়যন্ত্র’ (২০২২)।
মক্কায় হিনা খানের আরো কয়েকটি ছবি

মায়ের সঙ্গে হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)

মায়ের সঙ্গে হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)

মায়ের সঙ্গে হিনা খান (ছবি: ইনস্টাগ্রাম)
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
