বলিউড
মনে হতো আত্মহত্যা করি: দীপিকা
অবসাদ নিয়ে বহুবার খোলাখুলি আলোচনা করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। জানিয়েছিলেন কীভাবে একসময় ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি বারবার নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতেন বলিউডের এই অভিনেত্রী। তবে সেই সময়টাতে তিনি পাশে পেয়েছিলেন পরিবারকে। বিশেষ করে মা-কে।
সম্প্রতি আরও একবার নিজের জীবনের এই বাজে অধ্যায়টি নিয়ে কথা বললেন দীপিকা পাড়ুকোন। যেখানে তিনি বলেন, ‘হঠাৎ করেই এটা হয়েছিল। আমি ক্যারিয়ারের বেশ উপরেই ছিলাম তখন। সবকিছু ঠিকঠাক চলছিল। কোনও কারণই ছিল না। আমি নিজেও জানতাম না কেন ওরকম ফিল করছি আমি।’
ঠিক কী করতেন অবসাদগ্রস্থ দীপিকা? এমন প্রশ্নের জবাবে বলিউডের এই অভিনেত্রী জানালেন, ‘কোনও কারণ ছাড়া কাঁদতে শুরু করতাম। এমন দিনও গিয়েছে যখন আমি ঘুম থেকেই উঠতে চাইতাম না। কারণ আমার মনে হত ঘুমিয়ে থাকলেই এটা থেকে বাঁচা সম্ভব। আমি আত্মহত্যার কথাও ভাবতাম।’
২০১৫ সালে দীপিকা যখন প্রথম নিজের অবসাদ নিয়ে কথা বলেছিলেন তখন চোখ কপালে উঠেছিল অনেকেরই। তারকাদের মধ্যে তখনও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার চল ছিল না এখনকার মতো। যদিও অনেকেই সেই সময় বলেছিলেন রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের কারণেই এমনটা হয়েছে দীপিকার সঙ্গে।
একই বছর দীপিকা লাইভ লাভ লাফ নামে একটি দাতব্য সংস্থাও চালু করেন। কেননা দীপিকার মতে, অবসাদ আর মন খারাপ এক নয়। অবসাদ একটা রোগ। যেমন ক্যান্সার, ডায়বেটিস। দুটি এক নয়।
দীপিকা পাড়ুকোন বর্তমানে ব্যস্ত আছেন নিজের আসন্ন সিনেমা পাঠান এর কাজ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়াও ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম।
ফাইটার নামের একটি সিনেমার কাজও রয়েছে দীপিকার হাতে। যেখানে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে হৃত্বিক রোশনকে।
বলিউড
দীপিকা-রণবীরের কোলে এলো কন্যাসন্তান
মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ (৮ সেপ্টেম্বর) ভূমিষ্ঠ হয়েছে তার ও বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রথম সন্তান। তাদের কোলে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।
বলিউড ভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম সুখবরটি প্রকাশ করেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় এখনো সন্তানের জন্মের খবর নিজেরা জানাননি এই তারকা দম্পতি।
গত ৬ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করেন দীপিকা-রণবীর। গতকাল দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন নায়িকা।
শোনা যাচ্ছিলো, আগামী ২৮ সেপ্টেম্বর দীপিকা-রণবীরের প্রথম সন্তান জন্ম নিতে পারে। কিন্তু ২০ দিন আগেই পৃথিবীর আলো দেখেছে তাদের মেয়ে।
সম্প্রতি বেবি বাম্পে বিশেষ ফটোশুটে অংশ নেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর। সাদাকালো সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দু’জনে।
দীপিকা সত্যিই মা হতে চলেছেন নাকি সারোগেসির সহায়তা নিচ্ছেন, সেসব নিয়ে গত কয়েক মাস অনেক জল্পনা হয়েছে। বিশেষ ফটোশুটের ছবি প্রকাশের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটান তিনি।
২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’র শুটিংয়ে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুই তারকা।
দীপিকা সর্বশেষ ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এসেছেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন এর শুটিং করেছিলেন তিনি। সিনেমার গল্পে অন্তঃসত্ত্বার চরিত্রেই দেখা গেছে তাকে। নাগ অশ্বিনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।
আগামী দীপাবলিতে দীপিকার নতুন সিনেমা ‘সিংঘাম অ্যাগেইন’ মুক্তি পাবে। রোহিত শেঠির পরিচালনায় এতে লেডি সিংঘাম চরিত্রে দেখা যাবে তাকে। তার সহশিল্পী হিসেবে থাকছেন অজয় দেবগণ, কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফসহ অনেকে।
চলতি বছরের শুরুতে মুক্তি পায় দীপিকার ‘ফাইটার’। এতে হৃতিক রোশনের সঙ্গে তার রসায়ন দর্শক মাতিয়েছে।
দীপিকা বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। ২০২৫ সালের মার্চ থেকে আবার শুটিংয়ে ফিরতে পারেন তিনি।
বলিউড
রণবীরের সঙ্গে বেবি বাম্পে দীপিকার ১৪টি ছবি
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে তার ও অভিনেতা রণবীর সিংয়ের কোলে আসবে প্রথম সন্তান। মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর। সাদাকালো সেসব ছবি আজ (২ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দু’জনে। এরমধ্যে কোনোটিতে তাদের হাসিমুখ, কয়েকটিতে দীপিকা একা, আবার কয়েকটিতে তাকে আগলে রেখেছেন রণবীর।
বলিউড
যেখানে মোদিকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী টু’ সিনেমার সাফল্যে উড়ছেন! বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। এর সুবাদে জনপ্রিয়তা আরও বেড়েছে তার। ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সী এই তারকার ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৪ লাখ। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাড়িয়ে গেছেন তিনি! ইনস্টাগ্রামে মোদির ফলোয়ার এখন ৯ কোটি ১৩ লাখ। তবে শ্রদ্ধার ওপরে আছেন আরো দুই জন।
ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ১০ লাখ ফলোয়ার ক্রিকেটার বিরাট কোহলির। ৯ কোটি ১৮ লাখ ফলোয়ার নিয়ে তালিকার দুই নম্বরে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
শ্রদ্ধা ও নরেন্দ্র মোদির পরে ৮ কোটি ৫১ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী আলিয়া ভাটের। তারপরে ৭ কোটি ৯৮ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।
গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে অমর কৌশিক পরিচালিত এই সিনেমার টিকিট বিক্রি থেকে এসেছে ৪০১ কোটি রুপি। এরমধ্যে ভারতে ৩৪২ কোটি রুপি ঘরে তুলেছে এটি। এখান থেকে আয় হয়েছে ২৮৯ কোটি ৬০ লাখ রুপি।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’র সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘স্ত্রী টু’। দুটিতেই শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস