টেলিভিশন
মরুর বুকে ফুল ফোটালেন মেহজাবীন!

দুবাই ডেজার্ট সাফারি পার্কে মেহজাবীন চৌধুরী (ছবি: রেদোয়ান রাজু)
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণ ডেজার্ট সাফারি পার্কে ফটোশুট করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মরুভূমির সোনালি বালিতে আলোকচিত্রীর সামনে পোজ দিয়েছেন তিনি। কখনো বসে, কখনোবা দাঁড়িয়ে জৌলুস ছড়িয়েছেন এই তারকা।

দুবাই ডেজার্ট সাফারি পার্কে মেহজাবীন চৌধুরী (ছবি: রেদোয়ান রাজু)
দুবাইয়ে তোলা কয়েকটি ছবি ভক্ত-ফলোয়ারদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেহজাবীন। ডেজার্ট সাফারি পার্কের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মরুভূমিতে যদি ফুল ফুটতে পারে, তাহলে যেকোনো জায়গায় ফুল ফোটানো যায়।’

দুবাই ডেজার্ট সাফারি পার্কে মেহজাবীন চৌধুরী (ছবি: রেদোয়ান রাজু)
মেহজাবীনের পরা নিয়ন সবুজ রঙা পোশাকটি তৈরি করেছে ঢাকার ফ্যাশন হাউস ফেস্টিভাইব। ছবি তুলেছেন ও ভিডিও ধারণ করেছেন আলোকচিত্রী রেদোয়ান রাজু।

দুবাই ডেজার্ট সাফারি পার্কে মেহজাবীন চৌধুরী (ছবি: রেদোয়ান রাজু)
গত ২২ আগস্ট দুবাই বেড়াতে যান মেহজাবীন। তিনি উঠেছেন রেফলস দ্য পাম দুবাইয়ে। পাঁচতারকা হোটেলটির সুইমিং পুলে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভিজবো। অনুভব করবো। এভাবেই চলবে।’

রেফলস দ্য পাম দুবাই হোটেলে মেহজাবীন চৌধুরী (ছবি: রেদোয়ান রাজু)
দুবাইয়ে ফটোশুটের পরিকল্পনা আগে থেকেই করেছিলেন মেহজাবীন। সেই অনুযায়ী ঢাকা থেকেই সব প্রস্তুতি নেন তিনি।

দুবাই ডেজার্ট সাফারি পার্কে মেহজাবীন চৌধুরী (ছবি: রেদোয়ান রাজু)
রেফলস দ্য পাম দুবাইয়ের চারপাশে সিন্ডেরেলার মতো নীল পোশাকে ঘুরে বেড়িয়েছেন মেহজাবীন। সেসব মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন তিনি। রাজকুমারীর মতো অনুভূতি দেওয়ায় হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে ভোলেননি।

রেফলস দ্য পাম দুবাই হোটেলে মেহজাবীন চৌধুরী (ছবি: রেদোয়ান রাজু)
এদিকে মেহজাবীন ফেসবুক পেজে নিজের ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে লিখেছেন, ‘শিগগিরই দারুণ কিছু আসছে। এখনই সাবস্ক্রাইব করুন।’

দুবাই ডেজার্ট সাফারি পার্কে মেহজাবীন চৌধুরী (ছবি: রেদোয়ান রাজু)
ইউটিউবে সবশেষ তিন মাস আগে একটি ভিডিও প্রকাশ করেন মেহজাবীন। তার চ্যানেলটিতে রয়েছে সোয়া আট লাখের বেশি সাবস্ক্রাইবার। সাধারণত ত্বক, চুল, ফটোশুট, থিম পার্ক, খাবার বিষয়ক ভিডিও দেখা গেছে এতে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস