Connect with us

বলিউড

মাধুরীর ৪৮ কোটির নতুন ফ্ল্যাট

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ঘরে বসে সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করবেন। এজন্য মুম্বাইয়ের লোয়ার পারেলে বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এর মূল্য ৪৮ কোটি রুপি। এছাড়া স্ট্যাম্প ডিউটি চার্জ দিতে হয়েছে ২ কোটি ৪ লাখ রুপি।

আবাসন প্রতিষ্ঠানের নথি অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাট কিনেছেন মাধুরী। এর দৈর্ঘ্য ৫ হাজার ৩৮৪ বর্গফুট। এতে আছে সাতটি পার্কিং স্পেস। এটি ইন্ডিয়া বুলস ব্লু টাওয়ারে অবস্থিত।

মাধুরী দীক্ষিত

স্বামী ও দুই ছেলের সঙ্গে মাধুরী দীক্ষিত (ছবি: ইনস্টাগ্রাম)

গত মার্চ থেকে শোনা যাচ্ছিলো, মুম্বাইয়ে নতুন অ্যাপার্টমেন্টে উঠবেন মাধুরী। স্বামী শ্রীরাম নেনে ও দুই ছেলেকে নিয়ে সাগরমুখো বাড়িতে চলে যাবেন তিনি।

মাধুরী এতোদিন দক্ষিণ মুম্বাইয়ের সমুদ্রতীরবর্তী ওর্লিতে বহুতল ভবনের ২৯ তলায় ভাড়া থাকতেন। এর দৈর্ঘ্য ৫ হাজার ৫০০ বর্গফুট। এজন্য মাসে তাকে গুনতে হতো ১২ লাখ রুপি।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে মাধুরী এখন নিজের নতুন সিনেমা ‘মাজা মা’র প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এটি মুক্তি পেতে যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। আনন্দ তিওয়ারি পরিচালিত সিনেমাটির গল্প ভারতের ঐতিহ্যবাহী উৎসব ও বিয়ের আনন্দময় উদযাপনের পটভূমিতে সাজানো।

‘মাজা মা’তে প্রথমবার গর্বা নেচেছেন মাধুরী। এতে আরও অভিনয় করেছেন গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, রজিত কাপুর, শিবা চাড্ডা, সিমোন সিং, মালহার ঠাকার ও নিনাদ কামাত।

সম্প্রতি ‘দ্য ফেম গেম’ সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে মাধুরীর। এতে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছে দর্শকরা।

নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ঝলক দিখলা জা’র দশম সিজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মাধুরী। বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ