Connect with us

ছবি ও কথা

‘মানুষ’ সিনেমার ট্রেলারে মিমের মুহূর্তগুলো

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিনে (১০ নভেম্বর) তার নতুন সিনেমা ‘মানুষ’-এর ট্রেলার অবমুক্ত হলো। এতে কয়েকটি দৃশ্যে দেখা গেছে তাকে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। ‘মানুষ’ পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। এটাই তার প্রথম সিনেমা। তিনিই এর গল্প লিখেছেন। যৌথ প্রযোজনা ছাড়া ভারতীয় কোনো সিনেমায় বাংলাদেশের নির্মাতা ও অভিনেত্রী সচরাচর দেখা যায় না। ট্রেলারের মিমের কিছু দৃশ্য দেখে নেওয়া যাক।

‘মানুষ’ সিনেমার ট্রেলারে বিদ্যা সিনহা মিমের প্রথম দৃশ্য এটি।

‘মানুষ’ সিনেমায় বিদ্যা সিনহা মিমের চরিত্রের নাম মন্দিরা। সে পেশায় সহকারী পুলিশ কমিশনার (এসিপি)।

‘মানুষ’ সিনেমার বেশকিছু অ্যাকশন দৃশ্যে থাকছেন বিদ্যা সিনহা মিম।

‘মানুষ’ সিনেমায় বিদ্যা সিনহা মিমের রাগী রূপ দেখা যাবে।

‘মানুষ’ সিনেমায় ভয়ঙ্কর কিছু অপরাধীকে পাকড়াও করতে বুদ্ধি খাটাবেন বিদ্যা সিনহা মিম।

‘মানুষ’ সিনেমার আরেকটি দৃশ্যে বিদ্যা সিনহা মিম।

‘মানুষ’ সিনেমার ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন বিদ্যা সিনহা মিম।

সিনেমার ট্যাগলাইন ‘চাইল্ড অব ডেস্টিনি’। জিৎ ও মিমের পাশাপাশি এতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তী ও জিতু কমল। জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎজ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছেন কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্টের গোপাল মাদনানি ও অমিত জুমরানি।

২০১৮ সালে কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়ার’ সিনেমায় জিতের বিপরীতে প্রথমবার অভিনয় করেন মিম। টালিগঞ্জের আরো দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। এগুলো হলো সৃজিত মুখোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’ (২০১৭) এবং অঙ্কিত আদিত্য পরিচালিত ‘থাই কারি’ (২০১৯)।

বিদ্যা সিনহা মিমের হাতে এখন আছে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’। এতে পান্না কায়সারের ভূমিকায় দেখা যাবে তাকে। শহীদুল্লাহ কায়সার চরিত্রে থাকছেন মোস্তফা মনওয়ার। সিনেমাটি প্রযোজনা করেছেন শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘দিগন্তে ফুলের আগুন’ পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।

এবারের জন্মদিনে ঝিকিমিকি কালো পোশাকে কেক কেটেছেন বিদ্যা সিনহা মিম।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ