শুভেচ্ছা
মাহফুজ-বুবলীর রোমান্টিক সম্মিলন দারুণ লেগেছে: জয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সহকর্মীদের মধ্যে অভিনেতা মাহফুজ আহমেদ অন্যতম। অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ (২০১৫) সিনেমায় দারুণ অভিনয়ের জন্য তারা দুইজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অনেকদিন আবার বড় পর্দায় ফিরছেন মাহফুজ। তাকে শুভকামনা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন জয়া। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘প্রহেলিকা’ সিনেমার সূত্র ধরে মাহফুজের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
‘প্রহেলিকা’ ভালো সিনেমা হতে যাচ্ছে আশা করে গতকাল (২৫ জুন) রাতে ভিডিও বার্তায় জয়া বলেন, ‘এতে অভিনয় করেছেন এমন একজন মানুষ, যাকে আমি সিনেমায় সহশিল্পী হিসেবে পেয়েছি। যে সিনেমার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তিনি হলেন মাহফুজ আহমেদ। আমাদের সবার প্রিয় মাহফুজ আহমেদ। তখন থেকেই যাকে আমি বড় পর্দায় নিয়মিত দেখতে চাইছিলাম।’
টানা আট বছরের বিরতির পর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। তাকে আবার সিনেমাহলে দেখতে মুখিয়ে আছেন উল্লেখ করে জয়া বলেন, “মাহফুজসহ পুরো প্রহেলিকা টিমকে অভিনন্দন। ‘মেঘের নৌকা’ গানে মাহফুজ আহমেদ-শবনম বুবলীর রোমান্টিক সম্মিলন দারুণ লেগেছে। গানের ভিজ্যুয়ালও খুবই সুন্দর।”
পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা নাসিরউদ্দিন খানসহ আরও যারা সংশ্লিষ্ট, তাদের জন্যও শুভকামনা জানিয়ে রেখেছেন জয়া। তিনি এখন কলকাতায় নিজের অভিনীত ‘অর্ধাঙ্গিনী’র প্রচারণায় অংশ নিচ্ছেন।
এদিকে ‘প্রহেলিকা’র দুটি গান ও ট্রেলার দর্শকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে। এর গল্প প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘যেকোনো মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটি একটি বড় প্রশ্ন। সিনেমায় সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা।’
পান্থ শাহরিয়ারের গল্প-চিত্রনাট্যে ‘প্রহেলিকা’য় আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস